100 Sports GK Questions Answers in Bengali

100 Sports GK Questions Answers in Bengali: GK on Sports is adorable for everyone. Sports GK plays a satisfying and relaxing role for sports lover people. Besides, Sports GK Questions Answers in the Bengali language are very crucial for the aspirants who have come Bengali medium as far as competitive exams are concerned. 
100 Sports GK Questions Answers in Bengali
This article is based on 100 Sports GK Questions Answers in Bengali and these types of questions are found in different previous years’ question papers.
 

100 Sports GK Questions Answers

নিম্নে 100টি  Sports GK এর  Questions Answers,  Bengali তে  দেওয়া হলো । এগুলি অধ্যয়ন নিয়মিত করলে যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা আত্মবিশ্বসের সঙ্গে দেওয়া সম্ভব হবে ।

ভূগোল: জেনারল নলেজ ইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজ ভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজ সাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজ খেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২
🔹কোন ভারতীয় ব্যাটসম্যান অভিষেক তিনটি টেস্টে পরপর তিনটি সেঞ্চুরী করেন ?
মহঃ আজাহারউদ্দীন।
 
🔹কোন ভারতীয় ব্যাটসম্যান কোন শতরান না করে ২০০০ এর বেশী রান করেছেন ?
চেতন চৌহান।
 
🔹টেস্ট ক্রিকেটে গাভাস কারের একমাত্র উইকেটটি কার পান?
জাহির আব্বাস।
 
🔹কোন খেলোয়াড় টেস্টে একই ওভারে ছ’টি বলে ছ’টি চার মারেন ?
সন্দীপ পাতিল (ভারত)।
 
🔹প্রথম শ্রেণীর ক্রিকেটে কোন ক্রিকেটার সর্বপ্রথম ৬ বলে ছটা ৬মারেন ?
স্যার গ্যারী সোবার্স (নাটিংহামশায়ার এর হয়ে প্লামারগণের, এম. এ. নাসেরের বলে)।
 
🔹কোন ক্রিকেটার সবচেয়ে বেশী বয়সে টেস্ট ক্রিকেট খেলে রেকর্ড সৃষ্টি করেছেন ?
আর.জে.ডি. জামসেদজী। ৪১ বছর ২৩৭ দিন।
 
🔹টেস্ট ক্রিকেটে যে কোন উইকেটের জুটিতে বিশ্বে সব্বেচ্চ রানের ইনিংস গড়ার বিশ্বরেকর্ড কাদের দখলে ?
শ্রীলংকার রোশন মহানামা ও সনৎ জয়সূর্যের ১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধে করা ৫৪৬ রান (কলোম্ব)।
 
🔹সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়ক কে?
তাইতান্ডার তাইবু।
 
🔹কোন ক্রিকেটার পর পর পাঁচটি ইনিংসে সেঞ্চুরী করেন ?
এভার্টন উইকস্।
 
🔹বিশ্বের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের কবে খেলা হয় ?
১৯৭১ সালের ৫ই জানুয়ারী, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
 
🔹প্রথম বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলা কার কার মধ্যে হয়েছিল ?
ভারত ও ইংল্যান্ডের মধ্যে।
 
🔹বিশ্বকাপের ইতিহাসে প্রথম বলটি কে করেছিলেন ?
ভারতের মদনলাল।
 
🔹বিশ্বকাপের ইতিহাসে প্রথম বলটি কোন ব্যাটসম্যান খেলেন?
ইংল্যান্ডের জন জেমসন।
 
🔹বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন কোন বোলার?
নিউজিল্যান্ডের বিপক্ষে রাদারফোর্ড, ইয়ান স্মিথ, চ্যাটফিল্ড এর উইকেট নিয়ে, ভারতের চেতন শর্মা (১৯৮৭)

100 Sports GK Questions Answers Part 1

🔹কোন খেলোয়াড় দেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেট এবং বিশ্বকাপ ফুটবল দুই’ই খেলেছেন ?
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
 
🔹বিশ্বকাপ ক্রিকেটে একটি ম্যাচে সর্বাধিক রান করেন কোন দেশ ?
শ্রীলংকা (৩৯৮ রান ৫ উইকেটে) কেনিয়ার বিরুদ্ধে।
 
🔹বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে কম রান কোন দলের ?
কানাডা (৪৫ রানে অল আউট)।
 
🔹বিশ্বকাপে একটি ম্যাচে সেরা বোলিং-এর রেকর্ড কার দখলে ?
উইনস্টন ডেভিস (ওয়েস্ট ইন্ডিজ)
 
🔹কোন বিশ্বকাপের ফাইন্যালে মোট ৮ জন শূন্য রানে আউট হন
১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ৩ জন, ইংল্যান্ডের ৫ জন।
 
🔹সর্বপ্রথম কোন বিশ্বকাপ ফাইন্যালে ভারতীয় আম্পায়ার ম্যাচ পরিচালনা করেন ?
১৯৮৭ সালে। রামবাবু গুপ্তা।
 
🔹বিশ্বকাপ ক্রিকেটে প্রথম শতরানটি কে করেন?
ইংল্যান্ডের ডেনিস আমিস (১৩৭ রান)।
 
🔹বিশ্বকাপে ভারতের কে প্রথম ম্যান অব দ্য ম্যাচ হয় ?
ফারুক ইঞ্জিনিয়ার।
 
🔹বিশ্বকাপে প্রথম ‘যুগ্ম ম্যান অব দি ম্যাচ’ দেওয়া হয় কাদের ?
সুনীল গাভাসকার ও চেতন শর্মা।
 
🔹কোন খেলোয়াড় জীবনের প্রথম ও শেষ একদিনের ম্যাচ দুটোতেই শতরান করার দুর্লভ কৃতিত্ব অর্জন করেছেন ?
ওঃ ইন্ডিজের ডেসমন্ড হেইনস্।
 
🔹একদিনের ক্রিকেটে সর্বপ্রথম কোন বোলার হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেন ?
পাকিস্তানের জালালউদ্দিন।
 
🔹একদিনের ক্রিকেটে পরপর চারবার ‘ম্যান অব ‘দি ম্যাচ’ হওয়ার সম্মান কার দখলে ?
সৌরভ গাঙ্গুলি।
🔹এশিয়া কাপ প্রতিযোগিতা শুরু হয় কত সালে ? 
১৯৮৪ সালে।
 
🔹কমনওয়েলথ গেমস ক্রিকেটে প্রথম সোনাজয়ী ক্রিকেট দলের নাম কি ?
দক্ষিন আফ্রিকা।
 
🔹একদিনের ক্রিকেটে প্রথম ‘ম্যান অব দি ম্যাচ কে হন?
ইংল্যান্ডের জন এডরিচ ১৯৭১ সালে।
 
🔹ক্রিকেটের পরিভাষায় একাদশ ব্যাটসম্যানকে কি বলা হয় ?
‘জ্যাক’।
 
🔹ক্রিকেটীয় পরিভাষায় ‘চশমা পাওয়া’ কাকে বলে ?
কোন ব্যাটম্যান টেস্ট ক্রিকেটে দু’ ইনিংসে শূন্য করলে তাকে বলে।
 
🔹’Bossic’ কী?
গুগলির অপর নাম। জে. বি. মানকোটের  নামানুসারে।

100 Sports GK Questions Answers Part 2

🔹ক্রিকেটের পরিভাষায় ‘ম্যানহাটন’ কাকে বলে?
টিভির পর্দায় কোন ওভারে কত রান হয়েছে, তা যে রায়গ্রাফের সাহায্যে দেখানো হয় তাকে ‘ম্যানহাটন’
 
🔹‘ব্রেন বাকেট’ বলতে কি বোঝায়?
হেলমেটকে বোঝায়
 
🔹’Wrong-un’ বলতে কি বোঝায় ?
গুগলির অপর নাম, লেগব্রেক অ্যাকশনে অফব্রেক বল।
 
🔹’Donkey Drop’ বলতে কি বোঝায় ?
সাধারণতঃ ধীরগতির বোলারের যে বল একটু বেশী ফ্লাইটে হয়।
 
🔹ক্রিকেটের পরিভাষায় ‘creeper’ কাকে বলে?
যে বল ব্যাট থেকে সোজা মাটি কামড়ে বাউন্ডারীতে যায় তাকে Creeper বা Shooter বলা Sneak বলা হয়।
 
🔹ক্রিকেটের পরিভাষায় ‘Blob কাকে বলে ?
কোনো ব্যাটম্যান যখন শূন্যরানে আউট হন, তাকে বলা হয় blob, একে Duck, Naught, Fullmoon, Egg ও বলা হয়।
 
🔹’lan Chappel habit’ কাকে বলে?
ব্যাটসম্যান ব্যাট করতে নামার আগে সূর্যের দিকে তাকানো।
 
🔹ক্রিকেটীয় পরিভাষায় ‘Death Rattle’ কাকে বলে ?
বোল্ড আউট হওয়ার পর ব্যাটসম্যান উইকেট পড়ার যে শব্দ শুনতে পান।
 
🔹ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
জুরিখ (সুইজারল্যান্ডের)
 
🔹ফিফার প্রথম সভাপতির নাম কি ?
মঁসিয়ে জুলেরিমে।
 
🔹কোলাজ’-কে জাপানী ভাষায় কি বলা হয় ?
ওরিগামী।
 
🔹বর্তমানে ফিফার সভাপতির নাম কি ?
জিয়ান্নি ইনফান্তিনো
 
🔹প্রথম ফিফার সদর দপ্তর কোথায় ছিল?
ফ্রান্সের প্যারিস শহরে।
 
🔹প্রতিষ্ঠাকালে ফিফার সদস্য সংখ্যা ক’টি ছিল ?
৭টি । ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ড, স্পেন, সুইডেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।
 
🔹বর্তমান ফিফা কাপটি কে তৈরী করেছেন ?
ইতালির শিল্পী সিলাভিও গাজ্জানিগার।
 
🔹বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সুপার ঈগল বলা হয় ?
নাইজেরিয়া।
 
🔹পেলের পুরো নাম কি ?
অ্যারানটেস দ্য নাসিমেন্টো এডসন পেলে।
 
🔹পেলে কবে কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ খেলেন ?
১৯৫৮ সালে ১৫ই জুন রাশিয়ার বিপক্ষে।
 
🔹‘মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি’ – কার আত্মজীবনী ?
পেলে।
 
🔹বিশ্বকাপে সবচেয়ে কম সময়ে মাঠে থেকেছেন কোন খেলোয়াড় ?
উরুগুয়ের জোস ব্যাতিস্তা, মাত্র ৫৫ সেকেন্ড।
 
🔹বিশ্বকাপে প্রথম মাঠ থেকে বহিঃস্কৃত ফুটবলার কে?
আর্জেন্টিনার সিয়েরো (১৯৩০)।
 
🔹কোন দেশেরজাতীয় ফুটবল দলকে বলা হয় ‘লাল শয়তান’
বেলজিয়াম।

100 Sports GK Questions Answers Part 3

 
🔹বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচে কারা খেলেছিলেন ?
মেক্সিকো এবং ফ্রান্স।
 
🔹বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল কে করেন?
ফ্রান্সের লুই লরেন্ট।
 
🔹বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক কে করেন ?
বেলজিয়ামের স্কোরেন্স।
 
🔹প্রথম বিশ্বকাপের ফাইন্যালে কে রেফারী ছিলেন?
জ্যা ল্যাঙ্গেনাস (বেলজিয়াম)।
 
🔹‘মরুভূমির পেলে’ কাকে বলা হয় ?
সৌদি আরবের মজিদ আবদুল্লা।
 
🔹‘আজুরি’ কি ?
নীল জার্সি পরিহিত ইতালী ফুটবল দলকে ‘আজুরি বলা হয়।
🔹বিশ্বকাপ ফুটবল ফাইন্যালে এখন পর্যন্ত একজন খেলোয়াড়েরই হ্যাকট্রিক রয়েছে । কে তিনি?
ইংল্যান্ডের জিওফ হার্স্ট (১৯৬৬ সালে জার্মানীর বিপক্ষে)।
 
🔹কোন বিশ্বকাপের ফাইন্যালে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়েছিল ?
ব্রাজিল বনাম ইতালি (৩-২) ১৯৯৪ সালে।
 
🔹কোন প্রাক্তন বিশ্ববিখ্যাত গোলকিপারের নামানুসারে বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরষ্কার দেওয়া হয় ?
লেভ ইয়াসিনের নামানুসারে (লেভ ইয়াসিন ট্রফি)
 
🔹কবে প্রথম বিশ্বকাপের ডাকটিকিট প্রকাশিত হয় ?
১৯৩৪ সালে ইতালী।
 
🔹কোন ভারতীয় অধিনায়ক একটি সিরিজের সব টস জিতেছেন ?
মনসুর আলি খান, ৬৩-৬৪ সালে ইংল্যন্ডে।
 
🔹‘পোলো’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
তিবৃতি শব্দ ‘পুলু’ অর্থাৎ বল।
 
🔹ফরাসী ফুটবল দল তাদের জার্সিতে কোন পাখির ছবি পরে ?
ককরেল।
 
🔹ডব্লুই জিগ্রস সম্ভবত সবচেয়ে বিখ্যাত দাঁড়িওয়ালা ক্রিকেটার, তাঁর পর কোন দাড়িওয়ালা ইংরেজ ক্রিকেটার অস্ট্রেলিয়াতে টেস্ট সফরের নেতৃত্ব দিয়েছিলেন?
মাইক ব্রিয়ালি
 
🔹কোন্ ফুটবলার ‘অ্যাথলিট অব দ্য সেঞ্চুরী’ খেতাব জয় করেছেন?
পেলে।
 
🔹কোন্‌ভারতীয় ফুটবলার প্রথম ‘পদ্মশ্রী’ খেতাব জয় করেন ?
✔গোষ্ঠ পাল
 
🔹কোন্ ব্রিটিশ রাজা উইম্বলডন টেনিস খেলে ছিলেন ?
রাজা ষষ্ঠ জর্জ।
 
🔹কোন ICC-র ক্রিকেট আম্পায়ার FIFA অনুমোদিত রেফারি ?
স্টিভ বাকনার।
 
🔹প্রথম কোন ভারতীয় উইমব্লডন টেনিসে অংশগ্রহন করেন ?
নিহাল সিং।
 
🔹‘টক্সোফিলি’ নামক খেলাটি কি নামে অধিক পরিচিত ?
তীরন্দাজি।
 
🔹ব্যাটমিন্টনে কোন ভারতীয় খেলোয়াড় পরপর নয়বার জাতীয় খেতাব অর্জন করেন ? 
প্রকাশ পাড়ুকন।

100 Sports GK Questions Answers Part 4

 
🔹ফুটবলের নিয়মকানুনের করে পত্তন হয় ?
১৮৪৬ সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে
 
🔹ফিফা কবে গঠিত হয়?
১৯৩৪ সালে প্যারিসে।
 
🔹এ পর্যন্ত একজন মহিলা অলিম্পিকে মশাল জ্বালেন এবং ঐ অলিম্পিকে সোনা জেতেন ?
ক্যাথি ফ্রিমান (অস্ট্রেলিয়া)
 
🔹অলিম্পিকে একবারই ডুব সাঁতার ইভেন্ট ছিল। কোন সালে?
১৯০০ সালে, প্যারিসে।
 
🔹অলিম্পিকে ভারত কবে প্রথম হকিতে সোনা জেতে ?
১৯২৮ সালে
 
🔹অলিম্পিক হকিতে প্রথম সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন ?
জয়পাল সিং।
 
🔹ক্রিকেটে চার বলে ওভার হত কত সাল পর্যন্ত ?
১৮৮৯ সাল।
 
🔹ফ্লাডলাইটে প্রথম একদিনের আন্তজার্তিক ম্যাচ কোথায় খেলা হয়েছিল ?
১৯৭৯ সালের ২৭শে নভেম্বর, সিডনিতে।
 
🔹১৯১১ সালে শীল্ডজয়ী মোহনবাগান দলে দুই ভাই  ছিলেন। তাঁরা কারা ?
বিজয় দাস ভাদুড়ী ও শিবদাস ভাদুড়ী।
 
🔹রবি শাস্ত্রী প্রথম শ্রেনীর ক্রিকেটে কার বলে এক ওভারে ছয়টি চার মেরেছিলেন ?
তিলকরাজ।
 
🔹প্রথম কোন ফুটবলার প্রথম গোলকিপার হিসাবে অর্জুন হন ?
থঙ্গরাজ।
 
🔹ভারতের কোন খেলোয়াড় চারবার অলিম্পিক হকিতে প্রতিনিধিত্ব করেছেন ?
লেসলী ক্লডিয়াস।
 
🔹বৈদিক সভ্যতায় প্রাপ্ত কোন খেলাটি আধুনিক অলিম্পিকেও জনপ্রিয় ?
বক্সিং।
🔹ম্যারাথন’ জায়গাটি আসলে কোথায় ?
গ্রীসের রাজধানী এথেন্সের ২২ মাইল উত্তর পূর্বে।
 
🔹গ্রিসে প্রাচীন অলিম্পিক কবে শুরু হয় ?
৭৭৬ খ্ৰীষ্ট পূর্বাব্দে।
 
🔹২৯২টি অলিম্পিক (প্রাচীন) হওয়ার পর কোন সম্রাট এটি বন্ধ করে দেন ?
সম্রাট থিওডেসিয়াস।

100 Sports GK Questions Answers part 5

 
🔹অলিম্পিকের বলয়গুলোর রং কি কি !
নীল, হলুদ, কাল, সবুজ, লাল ।
 
🔹অলিম্পিকে মহিলা বাস্কেট বল অন্তর্ভূক্ত হয় কবে ?
১৯৭৬ এ মন্ট্রিলে।
 
🔹কোন্ অলিম্পিকে প্রথম জিমনাস্টিক অন্তর্ভুক্ত
১৮৯৬ খ্রীষ্টাব্দে।
 
🔹১৯২৮ এর পর ১৯৬০  সাল পর্যন্ত মহিলাদের কোন ইভেন্ট বাতিল থাকে অলিম্পিকে ?
৮০০ মিটার দৌড়।
 
🔹আধুনিক অলিম্পিকের আসরে প্রথম পদক কে জেতেন ?
আমেরিকার জেমস কনোলী।
 
🔹অলিম্পিকে ১০,০০০ মিটার দৌড়ে কত পাক দৌড়তে হয় ?
২৫ বার।
 
🔹’১০০ মিটার মনে হয় যেন ১০ ঘন্টার রাস্তা ? কার উক্তি-
কার্ল লুইস।
 
🔹অলিম্পিক মহিলা পেন্টাথলনে কি কি ইভেন্ট রয়েছে ?
২০০ মিটার, ১০০ মিটার দৌড়, হার্ডল দৌড়, হাইজাম্প, লংজাম্প, শর্ট পার্ট।
 
🔹ডেকাথেলন প্রথম কবে অলিম্পিকে অন্তর্ভূক্ত হয় ?
১৯১২
 
🔹চীন কবে প্রথম অলিম্পিকে অংশগ্রহন করে?
১৯৩২।
 
🔹ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ?
২৬ মাইল ৩৮৫ গজ।
 
🔹আন্তজার্তিক অলিম্পিক কমিটি গঠিত হয় কবে ?
১৮৯৪ সালে।
 
🔹পাভো নুরমী নিজের প্রতিযোগিতার জীবনে কতগুলি বিশ্বরেকর্ডের অধিকারী ছিলেন?
২৪টি
 
🔹এশিয়ার মাটিতে প্রথম কবে অলিম্পিক অনুষ্ঠিত হয় ?
১৯৬৪ টোকিওতে।
 
🔹আলিম্পিক চলাকালীন প্রথম কোন অ্যাথেলিট মারা যায় ?
১৯৯২ সালে ম্যারাথন দৌড়বীর পর্তুগালে লাজেরো।
 
🔹কোন পিতা ও পুত্র অলিম্পিকে একই সঙ্গে পদকলাভ করেন ?
পিটার লানডি ও জুনিয়ার পিটার লানডি (ইয়াটিং)

100 Sports GK Questions Answers Part 6

 
🔹কোন পিতা ও কন্যা অলিম্পিকে পদক জয় করেন ?
১৯০৮ সালে লন্ডন অলিম্পিকে ডব্লিউ ডোড ও কন্যা এন ডোড (আর্টারী)।
🔹কোন অলিম্পিকে মহিলারা অংশগ্রহনের অনুমতি পায় ?
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে।
 
🔹অলিম্পিকে ফুটবল খেলা শুরু হয় কবে?
১৯০০ সালে।
🔹১৯০৮ সালে অলিম্পিকের স্থান পরিবর্তন করে রোম থেকে লন্ডনে নিয়ে যাওয়া হয় কেন ?
ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের জন্য।
 
🔹অলিম্পিকের পতাকা কবে চালু হয়?
১৯২০ সালে আন্টয়ার্থ অলিম্পিক থেকে।
 
🔹অলিম্পিককে স্মরনীয় রাখতে কোন দেশ প্রথম মুদ্রা চালু করে ?
ফিনল্যান্ড, ১৯৫২।
 
🔹১৯০৮ এর অলিম্পিকে কে ৪০০ মিটার দৌড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদক জেতেন ?
ব্রিটেনের হ্যালম ওয়েলস।
 
🔹কোন প্রখ্যাত ম্যারাথন দৌড়বিদ তাঁর শেষ জীবনে হুইলচেয়ারে কাটিয়েছেন ?
আবেবে বিকিলা।
 
🔹ভুটান কবে প্রথম অলিম্পিকে যোগদান করেন ?
১৯৮৪ সালে লস এঞ্জেলস।
 
🔹ট্রিপল জাম্প অন্য কি নামে পরিচিত ?
হক স্টেপ জাম্প।
 
🔹অলিম্পিকে ব্যবহৃত একটি জ্যাভলিন এর ওজন কত?
২ কেজি।
 
🔹অলিম্পিকে ‘Game of Ironmen’ কাকে বলে?
ভারত্তোলোন।
 
🔹জেসি ওয়েন্স এর পুরো নাম কি?
জেমস ক্লিভল্যান্ড ওয়েল্স।
 
🔹প্রাচীন অলিম্পিকে কোন রোমান রাজা পুরষ্কার জিতেছিলেন কর্মকর্তাদের ঘুষ দিয়ে ?
সম্রাট নীরো।

100 Sports GK Questions Answers Part 7

 
🔹অলিম্পিকে টেনিস করে অন্তর্ভূক্ত হয়?
১৯৮৬।
 
🔹ভারতের বিপক্ষে একটি টেস্টে আহত হওয়ার জন্য ইংল্যান্ডকে খেলোয়াড় সমস্যায় পড়তে হলে শেষ পর্যন্ত একজন ভারতীয় খেলোয়াড় ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করেন কে তিনি?
১৯৬৪ তে ২-য় টেস্টে এ.জি. কৃপাল সিং।
 
🔹একই টেস্টে শতরান ও দশ উইকেট নেওয়ার নজী কার আছে ?
ইয়ান বথাম (১১৪ রান ও ১০৬ রানে ১৩ উইকেট) এবং ইমরান খান (১১৭ রান ও ১৮২ রানে ১১ উইকেট)
 
🔹টেস্ট ম্যাচ শব্দটি প্রথমে কবে ব্যবহার করা হয় ?
১৬ই সেপ্টেম্বর, ১৮৮৪ মেলবোর্ন।
 
🔹কোন ক্রিকেটার তার জীবনের দশটি শতরানই করেছেন অধিনায়ক থাকাকালীন ?
ববি সিম্পসন।
 
🔹কোন ক্রিকেটার জীবনের প্রথম টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংস এ শতরান করেন ?
ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো।
 
🔹কোন ফুটবলার ‘ডের বোম্বার’ নামে পরিচিত ?
জার্ড মুলার।
 
🔹কোন ফুটবলার ‘ফ্লাইং বার্ড’ নামে পরিচিত?
গ্যারিঞ্চা।
 
🔹ভারতের সর্বপ্রথম ফুটবল ক্লাব কোনটি ?
কোলকাতার ডালহৌসি ক্লাব(১৮৭৮)
 
🔹সুব্রত কাপ ফুটবলে খেলোয়াড়ের বয়সসীমা কত?
১৭ বছর।

100 Sports GK Questions Answers Part 8

 
🔹১৯৪০ সালের ২৩শে অক্টোবর স্মরনীয় কেন?
পেলের জন্মদিন।
 
🔹ভারতের হকি ফেডারেশনের প্রতিষ্ঠা হয় কোথায় ?
১৯২৫ সালে গোয়ালিয়রে 
 
🔹প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের কি পুরষ্কার দেওয়া হয় ?
মাথায় পরানো হতো অলিভ পাতার মুকুট ও হাতে দেওয়া হত তালপত্র।
 
🔹ওলিম্পিয়া নগরী কোন রোমান সম্রাট জ্বলিয়ে দেন ?
৪২৬ খ্রীষ্টাব্দে সম্রাট থিও ডোমিয়াস-২
 
🔹প্রথম আধুনিক অলিম্পিক (৬ই এপ্রিল, ১৮৯৬) কে উদ্বোধন করেন ?
গ্রীসের রাজা ষষ্ঠ জর্জ।
 
🔹ওলিম্পিকের মূলমন্ত্র কী?
“The important thing in the Olympic games is not wining but taking past. The essential thing in life is not conquering but fighting well”
 
🔹ওলিম্পিকের আসরে পাকিস্তান প্রথম কবে হকিতে ভারতের মুখোমুখি হয় ?
১৯৫৬ সালে, পাকিস্তানকে ১-০ গোলে ভারত হারায়।
 
🔹বিশ্ব হকিতে প্রথম ডবল হ্যাট্রিক কার ?
ধ্যানচাঁদ (১৯৩২)
 
🔹ওলিম্পিক আসরে ভারতের হকিতে সর্ব্বোচ্চ গোল কত?
১৯৩২ সালে ভারত আমেরিকাকে ২৪-১ গোলে হারায়।
 
🔹ভারতীয় হকি দল কবে প্রথম ওলিম্পিকে যোগদান করে?
১৯২৮ সালে আমস্টারডাম ওলিম্পিকে
 
🔹ইন্ডিয়ার হকি ফেডারেশনের প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন ?
ব্রুস টার্নবুল ও এন. এস আনসারি।
 
🔹প্রথম ভারতীয় অলিম্পিক হকি দলের অধিনায়ক কে ছিলেন?
জয়পাল সিং।
 
🔹ওলিম্পিকে প্রথম কোন দেশকে ফাইনালে হারিয়ে ভারত সোনা পায় ?
হল্যান্ড (৩-০)

100 Sports GK Questions Answers Part 9

 
🔹ওলিম্পিকে প্রথম হকি ম্যাচটি ভারত কার বিরুদ্ধে খেলেছিল ?
অস্ট্রিয়ার বিরুদ্ধে (৬-০ ভারত জেতে)
 
🔹ভারতের কোন হকি খেলোয়াড় চারবার অলিম্পিক খেলেছেন ?
লেসলি ক্লেডিয়াস। (১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬০)
 
🔹এশিয়ান গেমসে হকিতে ভারত কবে সোনা পায় ?
১৯৬৬ ব্যাংকক এশিয়াডে।
 
🔹ফাইন্যালে ভারত কাকে হারায় ?
পাকিস্তানকে ১-০ গোলে। ভারতের বলবীর সিং গোল দেন।
 
🔹ইউ.ই.এফ. এ কি?
ইউনিয়ান অব ইওরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
 
🔹ইউ.ই. এফ. এ কবে তৈরী হয় ?
১৯৫৪ সালে।
 
🔹ইউ.ই. এফ. এ এর উদ্দেশ্য কী?
ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যে ফুটবলের প্রসার ও বিভিন্ন দেশের জাতীয় ফুটবল এ্যাসোসিয়েশন গুলির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলা।
 
🔹ইউ. ই. এফ. এর মূল অফিস কোথায় ?
সুইজারল্যান্ডের বার্ন শহরে।
 
🔹ইউ. ই. এই. এ কটি ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করে ?
ইউরোপীয়ান কাপ, ইউরোপীয়ান ন্যাশানাল কার্প, উইনার্স কাপ, নেশসন কাপ, ও ইউ.ই. এফ এ কাপ।
 
🔹বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল কার ?
লুই লরেন্ট (ফ্রান্স)
 
🔹বিশ্বকাপ আসরে প্রথম কে পেনাল্টি অপচয় করেন ?
ব্রাজিলের রাইট ই ডিব্রিটো, স্পেনের বিরুদ্ধে।
 
🔹ভারতের মাটিতে প্রথম ফুটবল খেলা কবে হয় ?
১৮০১ সালে মুম্বাইতে।
 
🔹বিশ্বফুটবলে সর্বকালের সেরা গোলকিপারকে ?
লেভ ইয়াসিন (রাশিয়া)

100 Sports GK Questions Answers Part 10

 🔹কোলকাতার ফুটবল লীগ কবে শুরু হয়?
১৮৯৮ সালে।
 
🔹ক্রিকেটে প্রথম সেঞ্চুরীটি কার ?
জন স্মল । হ্যামবলডনের বিরুদ্ধে ১৭৭৫ সালে ১৩৬ রান করেন।
 
🔹ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরী কে করেন ?
উইলিয়ম ল্যাম্বার্ট। নরক্লা দলের বিরুদ্ধে
 
🔹প্রথম টেস্ট ম্যাচের বেতার ধারাবিবরণী করে প্রচারিত হয় ?
১৯৩০ সালে নাটিং হাম ম্যাচে।
 
🔹প্রথম টেস্ট বাউন্ডারীটি কে মারেন ?
চার্লস ব্যানারম্যান।
 
🔹টেস্ট ক্রিকেটের প্রথম বলটি কে করেন?
ইংল্যান্ডের অ্যালফ্রেডশ
 
🔹ওলিম্পিকে শপথ বাক্য কি ?
The oth syas, “We swer that we will take part in the Olympic game in loyal compitition, respecting the regulation which govern them and desirous of participating in them in the true spirit of sportsmanship, for the honour of our country and for the glory of sports.”
 
🔹ওলিম্পিকে সর্ব প্রথম স্বর্নপদক কে পেয়েছিলেন?
ট্রিপল জ়াম্পার জেমস বানডি কনোলী (১৮৯৬)
 
🔹কোন ওলিম্পিক আসরে বিজয়ীদের ছাতা, গাউন, বই ইত্যাদি পুরষ্কার দেওয়া হয় পদক না দিয়ে ?
১৯০০ সালে প্যারিস ওলিম্পিকে।

100 Sports GK Questions Answers Part 11

 
🔹কোন ওলিম্পিকে মহিলা অ্যাথেলিটরা যোগ দেয় ?
১৯২৮ আমস্টারডাম।
 
🔹এশিয়ার কোন মহিলা প্রথম ওলিম্পিক পুরষ্কার পান ?
১৯৬৮ সালে চাই চিয়াং ৮০মিঃ হার্ডলস-এ ব্রোঞ্জ পান। 
 
🔹ভারতের কোন মহিলা প্রথম অলিম্পিক পদক পান ?
কর্নম মালেশ্বরী, ভারত্তোলন
 
🔹কোন ওলিমপিকে সর্বপ্রথম বেতার ভাষ্য ব্যবহার করা হয় ?
১৯৩৬ সালের বার্লিন ওলিম্পিকে।
 
🔹এশিয়ার কোন মহিলা ৭টি প্রনালী পার করেছেন ?
বুলা চৌধুরী ।
🔹এশিয়ার প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হন?
আরতি সাহা।
 
🔹ভারতের কোন পুরুষ প্রথম ইংলিশ চ্যানেল পার হন ?
মিহির সেন
 
🔹ভারতের কোন প্রতিবন্ধী ইংলিশচ্যালেন পার হন ?
মাসুদুর রহমান।
 
🔹জুডোর জনক কাকে বলা হয় ?
ডক্টর জিগোরা কোনো।
🔹ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে ?
১৯২৩ সালে।
 
🔹ভলিবলের আবিষ্কর্তা কে ?
স্প্রিংফিল্ড কলেজের অধ্যাপক ডাঃ হ্যালস্টেড।
 
🔹বাস্কেটবলের আবিষ্কর্তা কে?
ডঃ জেমস ও লাইস্মিথ।
 
🔹ভারতীয় কোন ক্রিকেটর টেস্টে সর্বপ্রথম ৩০০ রান করেন ?
বীরেন্দ্র সেহবাগ।

খেলাধুলার ১৫০টি প্রশ্ন ও উত্তরঅলিম্পিক গেমস
কমনওয়েলথ গেমসএকদিনের ক্রিকেটের কিছু রেকর্ড
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২কিছু খেলার সংশ্লিষ্ট মাঠ ও খেলায় ব্যবহৃত শব্দ