Bengali Current Affairs 11th January 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১১ই জানুয়ারি ২০২৩
11th January Bengali Current Affairs 2023 Questions Answers ||১১ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোথায় ওয়েস্ট বেঙ্গল আর্চারস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ৪৪ তম রাজ্য তীরন্দাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
(ক) কালিম্পং
(খ) কলকাতা
(গ) আসানসোল
(ঘ) হলদিয়া
২। সম্প্রতি লালকেল্লায় যে নতুন এক ধরনের লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধন হয়েছে তার নাম কি?
(ক)রেশমি টেক
(খ)জয় হিন্দ
(গ)শব্দ বাজি
(ঘ)ফিউশন আর্টস
৩। ভারতবর্ষে প্রত্যেক বছর কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়?
(ক) ৮ই জানুয়ারি
(খ) ৯ই জানুয়ারি
(গ) ১০ই জানুয়ারি
(ঘ) ১১ই জানুয়ারি
৪। সম্প্রতি কোভিড 19 ভ্যাকসিনের যে বুস্টার বা প্রিকশান ডোজ হিসাবে ঔষধ নিয়ামক সংস্থা ডিসিজিআইএর থেকে করবিভ্যাক্স এবং নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাককে ছাড়পত্র দেয়া হয়েছে তার নাম কি?
(ক)হামারালোগা
(খ) হেটেরোভ্যাক্স
(গ)হেটেরোডজ
(ঘ) হেটেরোলোগাস
৫। ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসে কোন ফাস্ট বোলার সর্বোচ্চ গতিবেগে বল করেন কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে?
(ক) ওমরান মালিক
(খ) শিভাম মাভি
(গ) মোহাম্মদ শামী
(ঘ) জাসপ্রিত ভোমরা
৬। সম্প্রতি শ্রীলংকার বিরুদ্ধে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ দলগত রান কত?
(ক) ৪০৩/৬
(খ)৪০৩/৬
(গ) ৩৭৩/৭
(ঘ) ৩৬৩/৪
৭। ২০২২ সালে যে দশটি সবচেয়ে দূষিত শহরের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে শীর্ষে কে রয়েছে?
(ক) পাটনা
(খ)গাজিয়াবাদ
(গ) দিল্লি
(ঘ) নয়ডা
৮। ভারতবর্ষ থেকে কতগুলি চলচ্চিত্র একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস অস্কারের জন্য মনোনয়নের জন্য যোগ্য চলচ্চিত্রগুলির তালিকায় স্থান পেয়েছে?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
৯। কোন ভারতীয় চলচ্চিত্রেরএর ‘নাতু নাটু’ গানটি ২০২৩ সালে গোল্ডেন গ্লোবে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে?
(ক) আর আর আর
(খ)কান্তরা
(গ) গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়
(ঘ) দ্য কাশ্মীর ফাইল
১০। সম্প্রতি বিরাট কোহলি শ্রীলংকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তার কততম সেঞ্চুরি করেছেন?
(ক) 68 তম
(খ) ৭৩ তম
(গ)৭২ তম
(ঘ) ৭০ তম
11th January Bengali Current Affairs 2023 Answers || ১১ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ উত্তর
11th January Bengali Current Affairs 2023 এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।
১। (ক) কালিম্পং
গুরুত্বপূর্ণ তথ্য: ৪৪ তম রাজ্য তীরন্দাজি প্রতিযোগিতায় ঝাড়াগ্রামের বেঙ্গলী একাডেমিতে প্রশিক্ষণরত 11 তীরন্দাজ মোট 17 টি পদক লাভ করেছেন। রাজ্যস্তরীয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত ৭ এবং ৮ জানুয়ারি কালিম্পং এর জর্জিয়ান ক্লাব ময়দানে।
2। (খ) জয় হিন্দ
গুরুত্বপূর্ণ নোট: ১০ই জানুয়ারি ২০২৩ সালে এক নতুন লাইট এবং সাউন্ড প্রদর্শনীর লাল কেল্লায় উদ্বোধন হয়। এই প্রদর্শনীর নাম জয় হিন্দ। উন্নত প্রযুক্তির মাধ্যমে ভারতের নানা সময়ের গল্প তুলে ধরেছে ফিনিশিং আর্ট এন্ড টেক।
৩।(গ) ১০ই জানুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: বিশ্ব হিন্দি দিবস প্রতি বছর 10 জানুয়ারী পালিত হয়, কিন্তু হিন্দি দিবস বার্ষিক 14 সেপ্টেম্বর পালিত হয়। এই দিনটি সারা বিশ্বে হিন্দি ভাষার প্রচার এবং বিশ্বব্যাপী স্বীকৃতির দিকে মনোনিবেশ করে। অন্যদিকে, হিন্দি দিবস, যা ভারতে প্রত্যেক বছর ১৪ ই সেপ্টেম্বর পালিত হয়, ভারতে হিন্দি ভাষার স্বীকৃতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। যাইহোক, অ-হিন্দি ভাষী অঞ্চলে এই ভাষার প্রচার নিয়ে বিতর্ক রয়েছে।
৪।(ঘ) হেটেরোলোগাস
গুরুত্বপূর্ণ নোট: হেটেরোলোগাস বুস্টার ডোজ হল যে এক সংস্থার তৈরি কোভিড 19 ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার পর অন্য সংস্থার টিকা বুস্টার হিসাবে নেওয়া যাবে। অর্থাৎ কোন ব্যাক্তি পবিসিল্ড বা কো ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়ে থাকলে তিনি বুস্টার হিসেবে কোভাভক্স নিতে পারবেন। ইতিমধ্যে হেটেরো লোগাস বুস্টার ডোজ হিসাবে ঔষধ নিয়ামক সংস্থা থেকে ছাড়পত্র পেয়েছে করবিভ্যাক্স, নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক, এবং শ্রীরাম ইনস্টিটিউটে তৈরি কোভোভ্যাক্স।
৫।(ক) ওমরান মালিক
গুরুত্বপূর্ণ নোট: পেসার ওমরান মালিক মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের দ্বারা সবচেয়ে দ্রুততম ডেলিভারি বোলিং করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে 23 বছর বয়সী 156 কিমি ঘণ্টা বেগে রেকর্ড গড়েছেন। বিসিসিআই-এর মতে, প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওমরানের 155 কিলোমিটার-ঘণ্টা গতির ডেলিভারি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের দ্বারা আগের দ্রুততম ডেলিভারি।
৬। (খ) ৩৭৩/৭
গুরুত্বপূর্ণ নোট: ১০ই জানুয়ারি ২০২৩ আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়েছে ভারত। ভারত মোট 373/7 পোস্ট করেছে, যা গুয়াহাটিতে নথিভুক্ত ওডিআই-এ সর্বোচ্চ। এই ম্যাচে বিরাট কোহলি তার 73তম আন্তর্জাতিক শতরান এবং ফাস্ট বোলার ওমরান মালিক ওডিআই ক্রিকেটে তার সর্বকালের সেরা পরিসংখ্যান রেকর্ড করেছেন (8-0-57-3)
৭।(গ) দিল্লি
গুরুত্বপূর্ণ নোট: CPCB-এর ডেটার উপর ভিত্তি করে NCAP ট্র্যাকারের তৈরি একটি রিপোর্ট অনুসারে, PM2.5 মাত্রার ক্ষেত্রে দিল্লি 2022 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর ছিল। হরিয়ানার ফরিদাবাদ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইউপির গাজিয়াবাদ তৃতীয় স্থানে রয়েছে। বিহারের পাটনা এবং মুজাফফরপুর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে, তারপরে ইউপির নয়ডা এবং মিরাট রয়েছে।
৮। (ঘ) চারটি
গুরুত্বপূর্ণ নোট: একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস, মঙ্গলবার ঘোষণা করেছে যে 301টি ফিচার ফিল্ম অস্কার মনোনয়নের জন্য যোগ্য৷ এর মধ্যে রয়েছে এসএস রাজামৌলির আরআরআর, সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস এবং ঋষভ শেঠির কান্তরা। উল্লেখ্য যে এই চলচ্চিত্রগুলি এখনও অস্কার 2023-এর জন্য মনোনীত হয়নি তবে মনোনয়নের জন্য যোগ্য চলচ্চিত্রগুলির তালিকায় স্থান পেয়েছে৷
৯। (ক) আর আর আর
গুরুত্বপূর্ণ নোট: RRR-এর ‘নাতু নাটু’ গোল্ডেন গ্লোবে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে। সঙ্গীত রচয়িতা এমএম কিরাভানি পুরস্কার গ্রহণ করেন। এই ক্যাটাগরিতে, RRR-এর ‘নাতু নাটু’ গানটি প্রতিদ্বন্দ্বিতা করছিল ‘ক্যারোলিনা’ (টেলর সুইফট), ‘সিও পাপা’ (আলেকজান্দ্রে ডেসপ্ল্যাট, রোবান কাটজ এবং গুইলারমো দেল তোরো), ‘হোল্ড মাই হ্যান্ড’ (লেডি গাগা, ব্লাডপপ, এবং বেঞ্জামিন রাইস) এবং ‘লিফ্ট মি আপ’ (টেমস, রিহানা, রায়ান কুগলার এবং লুডভিগ গোরানসন) এর বিরুদ্ধে।
১০।(খ) ৭৩ তম
গুরুত্বপূর্ণ নোট: বিরাট কোহলি মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮০ বলে তিন অঙ্কে পৌঁছে তার ৭৩তম আন্তর্জাতিক শতরান করেন। 34 বছর বয়সী ভারতীয় মাটিতে 20টি ওডিআই সেঞ্চুরি করার জন্য দ্রুততম ব্যাটার হয়েছেন, 99 ইনিংস নিয়েছেন। তিনি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে 257টি ইনিংস নিয়ে 45টি ওডিআই সেঞ্চুরি করার জন্য দ্রুততম ব্যাটার হয়েছেন।
আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন | |
---|---|
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন | পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন |
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf) | |
---|---|
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স | Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স |