13th December Bengali Current Affairs 2022

13th December Bengali Current Affairs 2022 || ১৩ই ডিসেম্বর ২০২২ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স:

Bengali Current Affairs on 13th December 2022 has been presented here. Bengali Current Affairs is an essential portion for the competitive exam like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

13th December  Bengali Current Affairs 2022

Intro: 13th December Bengali Current Affairs 2022.|| ১৩ই ডিসেম্বর ২০২২ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সূচনা

13th December 2022 এর Bengali Current Affairs সাজানো হয়েছে বিভিন্ন সূত্র, খবরের চ্যানেল, এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা বিভিন্ন খবরের মাধ্যমে ।13th December 2022 এর Current Affairs সংক্রান্ত  বাংলায় দশটি প্রশ্ন ও উত্তর সাজানো হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং উত্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত প্রশ্নের শেষে দেওয়া হয়েছে।

13th December 2022 Bengali Current Affairs Headlines.|| ১৩ই ডিসেম্বর ২০২২ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স হেডলাইন্স

13th December 2022 Bengali Current Affairs এর হেডলাইনস গুলি হল এক একটি বিষয় বা টপিক যে বিষয়গুলি বা টপিকগুলোর উপরে 13th December 2022 Bengali Current Affairs Questions Answers গুলি নিম্নে তৈরি করা হয়েছে।

স্পেসএক্স রকেটে করে চাঁদে ভ্রমণকারী কোটিপতিদের মধ্যে প্রথম ভারতীয়।
আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচন।
গোয়াতে ব্যয়বহুল বিমানবন্দরের উদ্বোধন ।
জাপানে সর্বাধিক আয়কারী ভারতীয় চলচ্চিত্র।
ভারতের অন্যতম দীর্ঘতম এক্সপ্রেসওয়ের উদ্বোধন।
কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি পুরস্কার (Comedy Wildlife Photography Awards)বিজয়ী দুজন ভারতীয়।
ভারতবর্ষে সবচেয়ে বড় যোগা কেন্দ্রের স্থাপন।
হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ।
আন্তর্জাতিক পর্বত দিবস পালন।

আরও দেখুন
ভূগোল: জেনারল নলেজ ইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজ ভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজ সাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজ খেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর: জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২


13th December 2022 Bengali Current Affairs Questions Answers || ১৩ই ডিসেম্বর ২০২২ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন

13th December 2022 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত  Questions Answers নীচে দেওয়া হলো যার নিয়মিত পাঠ যেকোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। প্রত্যেক বছর কোন তারিখটিকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসাবে পালন করা হয়ে থাকে?

(ক) ১ই ডিসেম্বর
(খ) ২ই ডিসেম্বর
(গ) ১০ই ডিসেম্বর
(ঘ) ১৩ই ডিসেম্বর


২। সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন?

(ক) মুকেশ অগ্নিহোত্রী
(খ) সুখবিন্দর সিং সুখু
(গ) বিক্রমাদিত্য সিং
(ঘ) জয় রাম ঠাকুর


৩। সম্প্রতি ভারতবর্ষের কোথায় সবচেয়ে বড় যোগা কেন্দ্রর তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে?

(ক) হিমাচল প্রদেশ
(খ) গুজরাট
(গ) জম্মু-কাশ্মীর
(ঘ) অরুণাচল প্রদেশ


৪। আমেরিকার বিখ্যাত সফটওয়্যার কোম্পানি ‘Adobe’ এর বর্তমান CEO কে?

(ক) নারায়ন কৃষ্ণমূর্তি
(খ) প্রকাশ নারায়ন
(গ) নারায়ণস্বামী
(ঘ) শান্তনু নারায়ণ


৫। সম্প্রতি কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি পুরস্কার (Comedy Wildlife Photography Awards)বিজয়ী দুজন ভারতীয়র নাম কি?

(ক)আরশদীপ সিং ও জগদীপ রাজপুত
(খ) সুখবিন্দর সিং ও বিলাস রাও
(গ) মেহতাব হোসেন ও শান্তনু কৃষ্ণমূর্তি
(ঘ) বালবির সিং ও ওসমান আলী


৬। ভারতবর্ষের অন্যতম দীর্ঘতম এক্সপ্রেসওয়ে কোনটি উদ্বোধন করা হয়েছে ১২ই ডিসেম্বর ২০২২সালে?

(ক)মুম্বাই-দিল্লি এক্সপ্রেস ওয়ে
(খ) নাগপুর-মুম্বাই এক্সপ্রেসওয়ে
(গ)কলকাতা-মুম্বাই এক্সপ্রেসওয়ে
(ঘ) গুজরাট-জম্মু-কাশ্মীর এক্সপ্রেসওয়ে


৭। সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্রটি জাপানের সর্বাধিক আয়কারী চলচ্চিত্র হিসাবে পরিণত হয়েছে?

(ক) Bimbisara
(খ) Pushpa: The Rise
(গ) RRR’
(ঘ) Karthikeya 2


৮। সম্প্রতি ভারতবর্ষের গোয়াতে উদ্বোধন করা ব্যয়বহুল বিমানবন্দরটির নাম কি?

(ক) গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর
(খ) জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর
(গ) রোপা আন্তর্জাতিক বিমানবন্দর
(ঘ) মোপা আন্তর্জাতিক বিমানবন্দর


৯। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কে প্রথমবার কৃষ্ণাঙ্গ মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন ?

(ক) জায়লেন স্মিথ
(খ) এলেক্ট স্মিথ
(গ) হ্যারি জন্স
(ঘ) স্টুয়ার্ট স্মিথ


১০। স্পেসেক্স রকেটে করে চাঁদে ভ্রমণরত কোটিপতিদের মধ্যে একমাত্র ভারতীয়র নাম কি ?

(ক) রণবীর কাপুর
(খ) দেব যোশি
(গ) আনন্দ জোশি
(ঘ) মুকেশ আম্বানি


13th December 2022 Bengali Current Affairs Answers || ১৩ই ডিসেম্বর ২০২২ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স উত্তর

13th December 2022 Bengali Current Affairs এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।

১। (ক) ১১ই ডিসেম্বর

গুরুত্বপূর্ণ তথ্য: পার্বত্য এলাকার মানুষের জীবনের মান উন্নয়ন টেকসই ভবিষ্যৎকে সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালের ১১ই ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রসংঘ ২০০২সালটিকে প্রথম আন্তর্জাতিক পর্বত বছর (International Mountain Year) হিসেবে ঘোষণা করে। এইআন্তর্জাতিক পর্বত বছর পালন শুরু নিউ ইয়র্কে। আর তার ঠিক পরের বছর অর্থাৎ ২০০৩ সাল থেকে ১১ইডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয় সমগ্র বিশ্বজুড়ে।

2। (খ) সুখবিন্দর সিং সুখু

গুরুত্বপূর্ণ নোট: সুখবিন্দর সিং সুখু ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। সুখু ১৯৬৪ সালের ২৭ মার্চ হামিরপুর জেলার নাদৌন তহসিলের সেরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রাশিল সিং হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, সিমলার একজন ড্রাইভার ছিলেন, যেখানে তার মা সংসার দে হিমাচল প্রদেশের একজন গৃহকর্মী।

৩।(গ) জম্মু-কাশ্মীর

গুরুত্বপূর্ণ নোট: জম্মু-কাশ্মীরের উধমপুর ভারতবর্ষের সবচেয়ে বড় যোগা কেন্দ্র তৈরীর কাজ প্রায় শেষ। ভারত সরকারের পর্যটন মন্ত্রক এর জন্য ₹ 9,782 কোটি মঞ্জুর করেছে, আন্তর্জাতিক যোগ কেন্দ্রকে সুইমিং পুল, ব্যবসায়িক সম্মেলন কেন্দ্র, হেলিপ্যাড, স্পা, ক্যাফেটেরিয়া এবং ডাইনিং হল, কটেজ-পরিকল্পিত ইকো-লজ সহ একটি আধুনিক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে।

৪।(ঘ) শান্তনু নারায়ণ

গুরুত্বপূর্ণ নোট: শান্তনু নারায়ণ এর ভারতের হায়দ্রাবাদে একটি তেলেগু-ভাষী পরিবারে জন্ম। তিনি বর্তমানে একজন ভারতীয়-আমেরিকান ব্যবসায়িক নির্বাহী(Business Executive)। তিনি ডিসেম্বর 2007 সাল থেকে Adobe Inc এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পদেআছেন। শান্তনু নারায়ণ এর নামে পাঁচটি পেটেন্ট রয়েছে। তিনি 1998 সালে অ্যাডোবে যোগদানের আগে অ্যাপলে কাজ করেছিলেন।

৫।(ক) আরশদীপ সিং ও জগদীপ রাজপুত

গুরুত্বপূর্ণ নোট: সম্প্রতি কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২২ দুজন ভারতীয় পুরস্কার পেয়েছেন। ভারতীয় ফটোগ্রাফার আরশদীপ সিং পুরস্কার পেয়েছেন একটি ‘উইকিং’ পেঁচার বাচ্চার ছবির জন্য এবং জাগদীপ রাজপুত পুরস্কার পেয়েছেন একটি ছবির জন্য যেখানে সরস ক্রেন একটি নীলগাইকে পেছন থেকে আক্রমণ করে

৬। (খ) নাগপুর-মুম্বাই এক্সপ্রেসওয়ে

গুরুত্বপূর্ণ নোট: 701-কিমি নাগপুর-মুম্বাই এক্সপ্রেসওয়ে, ভারতের অন্যতম দীর্ঘতম এক্সপ্রেসওয়ে এবং এটি নাগপুর এবং শিরডিকে সংযুক্ত করেছে। এই এক্সপ্রেসওয়েটি মহারাষ্ট্রের 10 টি জেলার মধ্য দিয়ে গিয়েছে।

৭।(গ) RRR’

গুরুত্বপূর্ণ নোট: RRR’এই চলচ্চিত্রটির পরিচালক এস এস রাজামৌলি এবং এই চলচ্চিত্রটি জাপানের বক্সঅফিসে প্রায় 24 কোটি টাকা সংগ্রহ করে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। এই চলচ্চিত্রটিতে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনয় করেছে এবং এই চলচ্চিত্রটি জাপানে মুক্তি পেয়েছিল ২১শে অক্টোবর ২০২২। এর আগে রজনীকান্তের ‘মুথু’, যা ২৪ বছর আগে জাপানে মুক্তি পেয়েছিল, দেশের সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ছিল ।

৮। (ঘ) মোপা আন্তর্জাতিক বিমানবন্দর

গুরুত্বপূর্ণ নোট: মোপা আন্তর্জাতিক বিমানবন্দরটি 2,870 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এটি একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র, রানওয়েতে এলইডি লাইট, একটি অত্যাধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ইত্যাদির মতো টেকসই এবং সবুজ সুবিধা রয়েছে৷ এটিতে 5G সামঞ্জস্যপূর্ণও রয়েছে আইটি অবকাঠামো, 14টি পার্কিং বে এবং বিমানের জন্য রাতের পার্কিং।

৯। (ক) জায়লেন স্মিথ

গুরুত্বপূর্ণ নোট: জয়লেন স্মিথ আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন আঠারো বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক যিনি সম্প্রতি আমেরিকার যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

১০।(খ) দেব যোশি

গুরুত্বপূর্ণ নোট: স্পেসএক্স রকেটে করে জাপানী বিলিয়নেয়ার ইউসাকু মায়েজাওয়ার সঙ্গে যাত্রা করা একমাত্র ভারতীয় অভিনেতা হলেন দেব যোশি। তিনি তিন বছর বয়স থেকে বিনোদন শিল্পে প্রতিভার প্রকাশ করেন এবং বর্তমানে তার কাজের পোর্টফোলিওতে বেশ কয়েকটি টেলিভিশন সিরিজ এবং 20টিরও বেশি গুজরাটি সিনেমা রয়েছে। জোশী একই নামের টেলিভিশন সিরিজে বালবীর চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!