Bengali Current Affairs 13th January 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই জানুয়ারি ২০২৩
13th January Bengali Current Affairs 2023 Questions Answers ||১৩ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। ভারতবর্ষের কোন ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এই প্রথম মহিলা আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে?
(ক) রঞ্জি ট্রফি’
(খ) দেওধর ট্রফি’
(গ) বিজয় হাজারে ট্রফি
(ঘ) ইরানি ট্রফি
২। ভারতে প্রত্যেক বছর কত তারিখে আর্মি ডে (Army Day) পালিত হয়
(ক)১৩ই জানুয়ারি
(খ) ১৪ই জানুয়ারি
(গ) ১৫ই জানুয়ারি
(ঘ)১৬ই জানুয়ারি
৩। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের কোন জেলায় সম্প্রতি এই প্রথম স্বাধীনতার পর এই প্রথম বিদ্যুৎ পৌঁছালো?
(ক) বান্দিপোরা
(খ) পুলওয়ামা
(গ) অনন্ত নাগ
(ঘ) শোপিয়ান
৪। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্কুল স্তরে ছাত্র-ছাত্রীদের দেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে কোন প্রকল্প চালু করতে চলেছে?
(ক)আনন্দ পাঠ
(খ) আনন্দ নিকেতন
(গ)ব্যাংকিং নলেজ
(ঘ) আনন্দ পরিসর
৫। ২০২৩ সালের ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের কত তম জন্মবার্ষিকী পালন করা হলো??
(ক) ১৬০ তম
(খ) ১৫৫ তম
(গ) ১৪৫ তম
(ঘ) ১৬৫ তম
৬। পাঁচবারের বিশ্বর সেরা শিরোপা পাওয়া রেস্টুরেন্টের নাম কি যা ২০২৪ সাল থেকে বন্ধ হতে চলেছে?
(ক) সোফা
(খ)নোমা
(গ) জবা
(ঘ)নবী
৭। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে বিশ্বের কোন দেশের পাসপোর্টকে 2023 সালে বিশ্বের সবচেয়ে দুর্বল হিসাবে চিহ্নিত করা হয়েছে?
(ক) নাইজেরিয়া
(খ)সিরিয়া
(গ)আফগানিস্তান
(ঘ) শ্রীলঙ্কা
৮। মহাকাশচারীদের ফিরিয়ে আনতে সয়ুজ রকেট উৎক্ষেপণ করবে কোন দেশ?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) চীন
(ঘ) রাশিয়া
৯। ষষ্ঠবার এর জন্য ইজরাইলের প্রধানমন্ত্রী হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন?
(ক) বেঞ্জামিন নেতানিয়াহু
(খ)ডেভিড বেন-গুরিওন
(গ) মোশে শরেট
(ঘ) লেভি এশকোল
১০। মিস ইউনিভার্স 2023-এ ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন?
(ক) মানুশি চিল্লার
(খ) দিভিতা রাই
(গ)হারনাজ সান্ধু
(ঘ) জোজিবিনি তুনজি
13th January Bengali Current Affairs 2023 Answers || ১৩ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ উত্তর
13th January Bengali Current Affairs 2023 এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।
১। (ক) রঞ্জিত ট্রফি
গুরুত্বপূর্ণ তথ্য: রঞ্জি ট্রফির ম্যাচ পরিচালনার দায়িত্বে মহিলা আম্পায়ার হিসেবে ইতিহাস করলেন বৃন্দা রাঠি, জননী নারায়ণ, ও গায়ত্রী বেনুগোপালন। ঝাড়খন্ড ও ছত্রিশগড়ের ম্যাচটির অন্যতম আম্পায়ার ছিলেন বেনুগোপালন। রেলওয়ে-ত্রিপুরা এবং গোয়া-পুদুচেরি ম্যাচের অন্যতম আম্পায়ার ছিলেন যথাক্রমে জননী ও বৃন্দা।
2। (খ) ১৫ই জানুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: ফিল্ড মার্শাল কোড্যান্ডেরা এম. ক্যারিয়াপ্পা (তৎকালীন একজন লেফটেন্যান্ট জেনারেল) শেষ ব্রিটিশ জেনারেল ফ্রান্সিস রয় বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর 15 জানুয়ারি ভারতে সেনা দিবস পালিত হয়। এই দায়িত্ব প্রথম স্থানান্তরিত হয় ১৫ জানুয়ারি ১৯৪৯ সালে। 15 জানুয়ারী 2023-এ, ভারত নতুন দিল্লিতে তার 75তম ভারতীয় সেনা দিবস উদযাপন করেছে।
৩।(গ) অনন্ত নাগ
গুরুত্বপূর্ণ নোট: ‘অনন্ত নাগ জেলা টি ভারতবর্ষের জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের অন্তর্গত। এই জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিতের অঞ্চলের অন্তর্গত অনন্ত নাগ একটি জেলা এবং এই জেলার অন্তর্গত তেঠান গ্রামে স্বাধীনতার পর এই প্রথম ২০২৩ সালের ১০ই জানুয়ারি বিদ্যুৎ পৌঁছালো, এটি একটি অত্যন্ত পাহাড়ি গ্রাম।
৪।(ঘ) আনন্দ পরিসর
গুরুত্বপূর্ণ নোট: স্কুল স্তর থেকে ব্যাংকিং ব্যবস্থাগুলি বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হচ্ছে ‘আনন্দ পরিষদ’ নামে একটি প্রকল্প। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে G 20 অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যের ইনস্টিটিউশনাল ফিন্যান্স বিভাগের ডিরেক্টর মানুষ ধর এই কথা জানান। সকল পড়ুয়াকে ব্যাংকিং পরিষেবা ও আর্থিক ব্যবস্থা সংক্রান্ত পাঠ দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে।
৫।(ক) ১৬০ তম
গুরুত্বপূর্ণ নোট: ২০২৩ সালের ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী পালন করা হলো। স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালের ১২ ই জানুয়ারি ব্রিটিশ ভারতের কলকাতায় প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন।তার ছেলেবেলাকার নাম নরেন্দ্রনাথ দত্ত ।
৬। (খ) নোমা
গুরুত্বপূর্ণ নোট: কোপেনহেগেনের আইকনিক রেস্তোরাঁ নোমা, যেটি পাঁচবার বিশ্বের সেরা রেস্তোরাঁ হিসাবে স্থান পেয়েছে, 2024 সালে বন্ধ হয়ে যাবে৷ শেফ রেনে রেডজেপি দ্বারা পরিচালিত রেস্তোরাঁটি 2003 সালে খোলা হয়েছিল এবং তখন থেকে তিনটি মিশেলিন তারকা অর্জন করেছে৷ নোমা 2021 সালে মুনাফা অর্জন করতে পারেনি, ব্লুমবার্গ রিপোর্ট করেছে। এটি এখন খাদ্য উদ্ভাবনের জন্য একটি “দৈত্য ল্যাব”-এ পরিণত হবে, রেডজেপি বলেছেন।
৭।(গ) আফগানিস্তান
গুরুত্বপূর্ণ নোট: হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, আফগানিস্তানের পাসপোর্টকে 2023 সালে বিশ্বের সবচেয়ে দুর্বল হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে এর নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে মাত্র 27টি দেশে। তালিকার অন্যান্য পাসপোর্টের মধ্যে রয়েছে ইরাক (ভিসা-মুক্ত স্কোর ২৯), সিরিয়া (৩০), পাকিস্তান (৩২), ইয়েমেন (৩৪), সোমালিয়া (৩৫), নেপাল (৩৮) এবং উত্তর কোরিয়া (৪০)। সূচক অনুযায়ী, জাপানের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী।
৮। (ঘ) রাশিয়া
গুরুত্বপূর্ণ নোট: ডিসেম্বরে তাদের আসল ক্যাপসুলটি ফাঁস হওয়ার পরে আইএসএস থেকে দুই মহাকাশচারী এবং একজন মার্কিন মহাকাশচারীকে ফিরিয়ে আনতে রাশিয়া 20 ফেব্রুয়ারি আরেকটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করবে। রাশিয়ান মহাকাশ সংস্থা বলেছে, “আইএসএস-এ সের্গেই প্রোকোপিয়েভ, দিমিত্রি পেটলিন এবং ফ্রান্সিসকো রুবিওর অভিযান বাড়ানো হচ্ছে। তারা Soyuz MS-23-এ পৃথিবীতে ফিরে আসবে।”
৯। (ক) বেঞ্জামিন নেতানিয়াহু
গুরুত্বপূর্ণ নোট: বেঞ্জামিন নেতানিয়াহু (জন্ম 21 অক্টোবর 1949) হলেন একজন ইসরায়েলি রাজনীতিবিদ যিনি 2022 সালের ডিসেম্বর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি এর আগে 1996 থেকে 1999 এবং আবার 2009 থেকে 2021 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি লিকুদ পার্টির চেয়ারম্যান। নেতানিয়াহু দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী, মোট 15 বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর জন্মগ্রহণ করেন।
১০।(খ) দিভিতা রাই
গুরুত্বপূর্ণ নোট: কর্ণাটকের 25 বছর বয়সী মডেল দিভিতা রাই মিস ইউনিভার্স প্রতিযোগিতার 71 তম সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করছেন। রাই গত বছর বিদায়ী শিরোপাধারী হারনাজ সান্ধু দ্বারা মিস ডিভা ইউনিভার্স 2022-এর মুকুট পেয়েছিলেন। রাই বেঙ্গালুরুর একটি পাবলিক স্কুলে পড়াশোনা করেন এবং তারপরে স্থাপত্যের জন্য মুম্বাইয়ের একটি কলেজে পড়াশোনা করেন। তিনি শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য রাখেন।
আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন | |
---|---|
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন | পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন |
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf) | |
---|---|
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স | Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স |