Bengali Current Affairs 15th January 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই জানুয়ারি ২০২৩
15th January Bengali Current Affairs 2023 Questions Answers ||১৫ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। গুগল ডুডল ভারতবর্ষের কোন বিখ্যাত কুস্তিগীরের 97 তম জন্মবার্ষিকী পালন করেছে যিনি ‘পকেট ডায়নামো’ নামে পরিচিত ছিলেন?
(ক) খাশাবা দাদাসাহেব যাদব’
(খ) নিহার সিং যাদব
(গ) নিহার সিং যাদব
(ঘ) আম্রপালি সিং যাদব
২। 27 শে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের সমস্ত স্কুলের পড়ুয়াদের সঙ্গে যে আলাপচারিতার অনুষ্ঠান হবে তার নাম কি?
(ক)পরীক্ষা কি আয়োজন
(খ) পরীক্ষা পে চর্চা
(গ) পরীক্ষা কি মাত্রা
(ঘ)পরীক্ষা পে ইনাম
৩। মধ্যপ্রাচ্যের কোন দেশে 2024 সালের জানুয়ারি থেকে সম্পূর্ণভাবে একক-ব্যবহারের প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধ করবে?
(ক) সৌদি আরব
(খ) সংযুক্ত আরব এমিরেটস
(গ) কাতার
(ঘ) ইরান
৪। সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশন যারা স্কুলে পড়ান তাদের সবাইকে ‘টিচার’ বলে সম্বোধন হবে নির্দেশ দিয়েছে?
(ক)পশ্চিমবঙ্গ
(খ) আসাম
(গ)কর্ণাটক
(ঘ)কেরাল
৫। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইনস্টিটিউট অফ ল্যাংগুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সংস্থার মৌ স্বাক্ষরিত হয়েছে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকায় স্থান পালানোর জন্য?
(ক) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
(ঘ) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
৬। সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত কোন দেশকে পরাজিত করেছে?
(ক) অস্ট্রেলিয়া
(খ)সাউথ আফ্রিকা
(গ) বাংলাদেশ
(ঘ)ওয়েস্ট ইন্ডিজ
৭। 2023 সালে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতা কে জিতেছেন ?
(ক) আমান্ডা দুদামেল
(খ)আন্দ্রেনা মার্টিনেজ
(গ) আর’বনি গ্যাব্রিয়েল
(ঘ) হারনাজ সান্ধু
৮। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয় (রানে) রেকর্ড কোন দেশ করেছে ?
(ক)ইংল্যান্ড
(খ)পাকিস্তান
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ভারত
৯। সম্প্রতি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কে দ্রুততম ১৫০ রান করেছে?
(ক) বিরাট কোহলি
(খ)ঈশান কিষান
(গ) কে এল রাহুল
(ঘ) রোহিত শর্মা
১০। ভারতীয় পুরুষ হকি দলের বর্তমান অধিনায়কের নাম কি ?
(ক) হরমনপ্রীত সিং
(খ) রুপিন্দর পাল সিং
(গ) মনপ্রীত সিং
(ঘ) রুপিন্দর পাল সিং
15th January Bengali Current Affairs 2023 Answers || ১৫ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ উত্তর
15th January Bengali Current Affairs 2023 এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।
১। (ক) খাসাবা দাদাসাহেব যাদব
গুরুত্বপূর্ণ তথ্য: গুগল ডুডল রবিবার ভারতীয় কুস্তিগীর খাশাবা দাদাসাহেব যাদবের 97 তম জন্মবার্ষিকী উদযাপন করছে, যাকে ‘পকেট ডায়নামো’ নামেও পরিচিত। 1926 সালে জন্মগ্রহণ করেন, যাদব খুব অল্প বয়সেই তার বাবার সাথে কুস্তিগীর হিসাবে প্রশিক্ষণ শুরু করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি হেলসিঙ্কিতে 1952 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে একটি স্বতন্ত্র অলিম্পিক পদক জিতেছিলেন।
2। (খ) পরীক্ষা পে চর্চা
গুরুত্বপূর্ণ নোট: আগামী ২৭শে জানুয়ারি পড়বাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার অনুষ্ঠান পরীক্ষা প্রেজর্চা অনুষ্ঠিত হবে। নয়াদিল্লীর তালকোটরা স্টেডিয়ামের ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে দূরদর্শন। শোনা যাবে রেডিওতে ও ওয়েবকাস্ট হবে পি এম ও শিক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে। চলবে শিক্ষা মন্ত্রকে স্বয়ং প্রভা চ্যানেল এবং ফেসবুক লাইভে।
৩।(গ) সংযুক্ত আরব এমিরেটস
গুরুত্বপূর্ণ নোট: সংযুক্ত আরব আমিরাত আগামী বছর থেকে একক ব্যবহার করা প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধ করবে। আইনটি 1 জানুয়ারী, 2024 থেকে এই জাতীয় ব্যাগের আমদানি, উত্পাদন এবং প্রচলন নিষিদ্ধ করবে, একটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। 1 জানুয়ারী, 2026 থেকে প্লাস্টিকের কাপ, প্লেট এবং কাটলারিতে অনুরূপ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। সংযুক্ত আরব আমিরাত এই বছরের জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজক।
৪।(ঘ) কেরল
গুরুত্বপূর্ণ নোট: লিঙ্গ বৈষম্য দূর করতে যারা স্কুলে পড়ান তাদের সবাইকে টিচার বলে সম্বোধন করার নির্দেশ দিয়েছে কেরলের শিশু সুরক্ষা অধিকার কমিশন। এই শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন কেভি মনোজ কুমার ও সদস্য শ্রী বিজয় কুমার কেরলের শিক্ষা দপ্তর কে লিখিতভাবে ওই নির্দেশিকার কথা জানিয়ে দিয়েছেন।
৫।(ক) যাদবপুর বিশ্ববিদ্যালয়
গুরুত্বপূর্ণ নোট: ধ্রুপদী ভাষার তালিকায় স্থান পেয়েছে উড়িয়া তামিল বা মালায়ালাম। এই ধ্রুপদী ভাষার তালিকায় স্থান পালানোর জন্য ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সংস্থার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৌ সাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের সঙ্গে স্বাক্ষরিত এই মৌ এর ফলে এই সংস্থা থেকে পিএইচডি এবং পোস্ট ডক্টরাল গবেষণার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা।
৬। (খ) সাউথ আফ্রিকা
গুরুত্বপূর্ণ নোট: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে ম্যাচের সেরা হন শ্বেতা সেহর রাওয়াইট যিনি ওপেন করতে নেমে ৯৭ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১৬৬/৫ করে জবাবে ১৬.৩ ওভারে ভারত লক্ষ্যে পৌঁছে যায় (১৭০/৩ )
৭।(গ) আর’বনি গ্যাব্রিয়েল
গুরুত্বপূর্ণ নোট: মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল নিউ অরলিন্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার 71 তম সংস্করণে মিস ইউনিভার্সের মুকুট পেয়েছেন। বিজয়ীর মুকুট পরিয়েছিলেন ভারতের হারনাজ সান্ধু, যিনি 2021 সালের ডিসেম্বরে প্রতিযোগিতা জিতেছিলেন। ভেনেজুয়েলার আমান্ডা দুদামেল প্রথম রানার আপ এবং ডোমিনিকান রিপাবলিকের আন্দ্রেনা মার্টিনেজ দ্বিতীয় রানার আপ।
৮। (ঘ) ভারত
গুরুত্বপূর্ণ নোট: তিরুবনন্তপুরমে তৃতীয় ওডিআইতে ভারত ৩১৭ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয় (রনে) রেকর্ড করে। এই জয়ে ভারত ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। ওডিআই ক্রিকেটে আগের সবচেয়ে বড় জয়টি রেকর্ড করা হয়েছিল 1 জুলাই, 2008 এ, যখন নিউজিল্যান্ড আয়ারল্যান্ডকে 290 রানে পরাজিত করেছিল।
৯। (ক) বিরাট কোহলি
গুরুত্বপূর্ণ নোট: বিরাট কোহলি রবিবার ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫০ রান করেন। তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার 150 ছুঁতে 34 বছর বয়সী 106 ডেলিভারি নিয়েছিলেন। ভারতে ওডিআইতে আগের দ্রুততম ১৫০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি, যিনি ১০৯টি ডেলিভারি করেছিলেন। কোহলি এখন ওয়ানডে ক্রিকেটে পাঁচটি 150-এর বেশি স্কোর নথিভুক্ত করেছেন।
১০।(খ) হরমনপ্রীত সিং
গুরুত্বপূর্ণ নোট: হরমনপ্রীত সিং হলেন একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় যিনি ভারতীয় জাতীয় দলের ডিফেন্ডার হিসেবে খেলেন এবং জাতীয় দলের অধিনায়কও হন। টোকিও 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ভারতের জন্য ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের অংশ ছিলেন তিনি।2020-2021 সালের জন্য FIH প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে তিনি পুরুষদের ‘বর্ষের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন।
আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন | |
---|---|
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন | পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন |
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf) | |
---|---|
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স | Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স |