18th March Bengali Current Affairs 2023

Today 18th March Bengali Current Affairs 2023 provides updated news on – আইএসএল জয়ী দল, এমার্জিং প্লেয়ার অফ দ্যা সিজন, গোল্ডেন বল and many more.

So, stay up-to-date with the 18th March Current Affairs in Bengali 2023 with the latest news and events from around the world and grab them. So why wait? Check it out today and discover the latest current affairs from around the world!

Stay ahead of the curve with the 18th March Daily Bengali Current Affairs 2023, an essential resource for both current affairs lovers and for those preparing for competitive exams like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

Questions Answers on 18th March Bengali Current Affairs || ১৮ই মার্চ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর

18th March Bengali Current Affairs 2023 সংক্রান্ত  Questions and Answers নীচে দেওয়া হলো যার নিয়মিত পাঠ যেকোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আর অপেক্ষা করবেন না, আজই ১৮ই মার্চ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর দেখুন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!


১।২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্ট কোন দল জয়ী হয়েছে?

(ক) এটিকে মোহনবাগান

(খ)  বেঙ্গালুরু এফসি 

(গ) হায়দ্রাবাদ এফসি 

(ঘ ) মুম্বাই সিটি এফসি

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) এটিকে মোহনবাগান

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আরও এক বার ভারতসেরা এটিকে মোহনবাগান। আইএসএলে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিল সবুজ-মেরুন। সেরার তকমা আবার ফিরল কলকাতায়। ২০২০ সালের পর আবার ভারতসেরার ট্রফি বাগানে। মোহনবাগান এর আগে তিন বার জাতীয় লিগ এবং দু’বার আই লিগ জিতেছিল। এটিকের সঙ্গে জুটি বাঁধার পর এই প্রথম আইএসএল চ্যাম্পিয়ন হল মোহনবাগান। মোট ছ’বার ভারতসেরা হল সবুজ-মেরুন। প্রথম বার তারা জাতীয় লিগ জিতেছিল ১৯৯৮ সালে। ২০০০ এবং ২০০২ সালেও জাতীয় লিগ জেতে মোহনবাগান। জাতীয় লিগের নাম পাল্টে আই লিগ হওয়ার পর বেশ অনেক বছর অপেক্ষা করতে হয় সবুজ- মেরুনকে। ২০১৫ সালে ট্রফি জিতেছিল তারা। ১৩ বছর পর ভারতসেরার তকমা পেয়েছিল।[/expand]


২। ২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্ট কোন দল রানার আপ হয়েছে?

(ক) এটিকে মোহনবাগান

(খ)  বেঙ্গালুরু এফসি 

(গ) হায়দ্রাবাদ এফসি 

(ঘ ) মুম্বাই সিটি এফসি 

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  বেঙ্গালুরু এফসি 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এটিকে মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এফসির ফাইনাল ম্যাচে ২- ২ গোলে অমীমাংসিত হওয়ার পর এটিকে মোহনবাগান পেনাল্টি শুট আউট এ ৪- ৩ গোলে বেঙ্গালুরু এফসি-কে ফাইনাল ম্যাচে পরাজিত করে।[/expand]


৩। ২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ কে হয়েছেন?

(ক)দিয়েগো মাউরিসিয়ো

(খ) লালিয়ানজুয়ালা ছাংতে

(গ) দিমিত্রি পেত্রাতোস

(ঘ ) সুনীল ছেত্রী

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ) দিমিত্রি পেত্রাতোস 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্য়াচ হয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি এদিনের ম্যাচে পেনাল্টিতে ২টি গোল করার পরে টাইব্রেকারেও গোল করেন তিনি।[/expand]


আর পড়ুন

19th March Bengali Current Affairs 2023
17th March Bengali Current Affairs 2023
Daily Bengali Current Affairs 2023

৪। ২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস পুরস্কার কে পেয়েছেন?

(ক) শিবা শক্তি নারায়াণান

(খ) রয় কৃষ্ণা

(গ) সুনীল ছেত্রী

(ঘ ) বিশাল কাইথ

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ)  বিশাল কাইথ 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আইএসএল-এর গোল্ডেন গ্লাভস পুরস্কার। যেটি পেয়েছেন এটিকে মোহনবাগানের বিশাল কাইথ। সব থেকে বেশি ১১টা ক্লিনশট করার পাশাপাশি সব থেকে গোল বাঁচিয়েছেন বাগানের এই তারকা গোলরক্ষক। বিশাল কাইথের জন্য ফাইনালে চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিল এটিকে মোহনবাগান। ক্লিনশিট দেওয়ার ক্ষেত্রে বিশালের থেকে গুরপ্রীত অনেকটাই পিছনে ছিলেন।[/expand]


৫। ২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন বলের পুরস্কার কে পেয়েছেন?

(ক)  লালিয়ানজুয়ালা ছাংতে

(খ) দিমিত্রি পেত্রাতোস

(গ)  দিয়েগো মাউরিসিয়ো

(ঘ )  সুনীল ছেত্রী 

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) লালিয়ানজুয়ালা ছাংতে

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: চলতি মরশুমে গ্লোডেন বল অর্থাত্‍ সোনার বল জেতেন মুম্বই সিটি এফসির লালিয়ানজুয়ালা ছাংতে।[/expand]


৬। ২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন বুট জেতেন কোন খেলোয়াড়?

(ক) দিমিত্রি পেত্রাতোস

(খ)  দিয়েগো মাউরিসিয়ো

(গ) লালিয়ানজুয়ালা ছাংতে

(ঘ ) সুনীল ছেত্রী

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) দিয়েগো মাউরিসিয়ো

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আইএসএল ২০২২-২৩ এর গোল্ডেন বুট জেতেন ওড়িশা এফসির দিয়েগো মাউরিসিয়ো। তিনি এবারে ১২টি গোল করে সকলের শীর্ষে ছিলেন।[/expand]


৭। ২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্টে এমার্জিং প্লেয়ার অফ দ্যা সিজন হয়েছেন কোন খেলোয়াড়?

(ক)  লালিয়ানজুয়ালা ছাংতে

(খ) দিমিত্রি পেত্রাতোস

(গ)  শিবা শক্তি নারায়াণান

(ঘ )  সুনীল ছেত্রী  

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ) শিবা শক্তি নারায়াণান

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই মরশুমের এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজিন হয়েছিলেন শিবা শক্তি নারায়াণান।[/expand]


৮। ২০২২- ২৩ সালে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ফুটবল টুর্নামেন্টে  কেএফসি স্ট্রিট বলার অফ দ্য লিগ পুরস্কার পেয়েছেন?

(ক) দিমিত্রি পেত্রাতোস

(খ)লালিয়ানজুয়ালা ছাংতে

(গ) শিবা শক্তি নারায়াণান

(ঘ ) নোহ সাদাউই

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ) নোহ সাদাউই

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: কেএফসি স্ট্রিট বলার অফ দ্য লিগ পেয়েছেন নোহ সাদাউই। ২৯ বছরের এই তারকা এফসি গোয়ার হয়ে খেলেছেন। ২০ ম্যাচে মোট ৯টি গোল করেছেন তিনি।[/expand]


৯। ২০২২- ২৩ সালে আইএসএল- এর সেরা পিচের পুরস্কার কে জিতেছে? 

(ক)  কেরালা ব্লাস্টার্স

(খ)  মুম্বাই সিটি এফসি

(গ)   ইস্টবেঙ্গল এফসি

(ঘ )  ওড়িশা এফসি

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) কেরালা ব্লাস্টার্স

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আইএসএল- এর সেরা পিচের পুরস্কার জিতেছে কেরালা ব্লাস্টার্স।[/expand]


১০। ২০২২- ২৩ সালে  আইএসএল-এর এবারের সেরা গ্রাসরুটের পুরস্কার জেতে?

(ক) এটিকে মোহনবাগান ও ব্যাঙ্গালুরু এফসি

(খ) বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া

(গ) ওড়িশা এফসি ও হায়দ্রাবাদ এফসি

(ঘ ) কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আইএসএল-এর এবারের সেরা গ্রাসরুটের পুরস্কার জেতে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া। এছাড়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৬ কোটি টাকা জেতে এটিকে মোহনবাগান। রানার্স আপ বেঙ্গালুরু পেয়েছে ২.৫ কোটি টাকা।[/expand]

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!