19 Singular to Plural Number Rules for Children in Bengali

Understanding how to change singular nouns into plural nouns is extremely important, especially for those learning English grammar through Bengali. Today, we paid attention to understanding singular and plural forms, along with their conversion techniques, starting from the first grade. This knowledge is essential for all fourth-grade students and beyond.

কীভাবে একবচন বিশেষ্যকে বহুবচন বিশেষ্যে পরিবর্তন করতে হয় তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলার মাধ্যমে ইংরেজি ব্যাকরণ শিখছেন তাদের জন্য। আজ, আমরা শিখব একবচন এবং বহুবচন সংখ্যা কী এবং কীভাবে বিশেষ্যগুলিকে একবচন থেকে বহুবচনে পরিবর্তন করা যায়। এটি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং তার পরেও শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়।

Contents show

What is Number in English Grammar? ইংরেজি ব্যাকরণে Number কী?

বস্তু বা ব্যক্তির সংখ্যাকে Number বলে।

ইংরাজী ব্যাকরণে number দুইটি:

  • Singular number (একবচন)
  • Plural number (বহুবচন)

যে Noun- এ কেবল একটিমাত্র সংখ্যা বোঝায় , তার Singular number হয়। যথা, Book, apple.

যে Noun-এ একের অধিক সংখ্যা বোঝায়, তার Plural number হয়। যথা, Books, apples.

Singular Noun-কে Plural করিবার নিয়ম :-

১। Singular noun-এর শেষে ‘s’ যোগ করিয়া সচরাচর plural করা হইয়া থাকে। 

যথা,  Boy (Singular), boys (Plural).

২। যে সকল noun-এর শেষে s, sh, x, ও ch (অর্থাৎ যে ch ‘চ’-এর মত উচ্চারিত হয় ) থাকে, তাহাদের শেষে es দিয়। plural করিতে হয়। 

যথা: 

SingularSingular
Gas, gases;  
bush,bushes:
box,boxes; 
topaz,topazes; 
Church, churches.

৩। কিন্তু যদি noun-এর শেষে ch (অর্থাৎ যে ch ‘ক’-এর মত উচ্চারিত হয়) থাকে, তাহার শেষে কেবল ও দিয়া plural, করিতে হয়।

যথা, 

SingularSingular
Monarch,monarchs; 
stomach, stomachs.

৪।  যদি noun-এর শেষে ০ থাকে, এবং সেই o -এর আগে consonant থাকে, তাহা হইলে noun-এর শেষে es দিয়। plural করিতে হয়। 

যথা, 

SingularSingular
Hero,heroes; 
potatopotatoes,

কিন্তু Canto, cento, groto, halo, junto, momente, moito, octavo, piano, proviso, quarto, solo, tiro প্রভৃতি noun-গুলির শেষে কেবল s দিয়া Plural করিতে হইবে। 

যথা,.

SingularSingular
CantoCantos,
mottomottos

:

৫। যদি noun-এর শেষে ০ থাকে, এবং সেই ০-এর আগে vowel থাকে, তাহা হইলে noun-এর শেষে কেবল s দিয়া plural হইবে। 

যথা : 

SingularSingular
Folio,folios ;
bamboobamboos.

,

৬। যদি noun-এর শেষে Y থাকে, এবং সেই Y-এর আগে consonant থাকে, তাহা হইলে তাহার plural করিতে হইলে Y উঠিয়া গিয়া তাহার স্থানে । বসাইয়া es যোগ, করিতে হয়।

যথা

SingularSingular
Lady,ladies; 
city  cities.

,

৭। যদি noun-এর শেষে Y  থাকে, এবং সেই Y -এর আগে vowel থাকে, তাহা হইলে noun-এর শেষে কেবল S দিয়া plural হইবে। 

যথা : 

SingularSingular
Day,days 
boyboys.

কিন্তু Money, ইহার plural noneys ও  monies দুইই হয়।

৮। যে সকল noun-এর শেষে quy থাকে, তাহাদের plural করিলে y উঠিয়া গিয়া তাহার স্থানে i ও পরে es যোগ করিতে হয় । 

যথা : 

SingularSingular
Soliloquy, soliloquies;  
obsequyobscquies.

৯। যে সকল noun-এর শেষে f কিংবা fe থাকে তাহাদের plural করিতে হইলে f কিংবা fe -এর স্থানে “ve ও পরে S-যোগ করিতে হয়। 

যথা, 

SingularSingular
Loaf,loaves
life,lives.

কিন্তু যে সকল noun-এর শেষে ff থাকে তাহাদের ও belief, brief, ohief, dwarf, fief, fife, grief, handkerchief, hoof, mischief, proof, reef, reproof, roof, safe, strife, surf—এই কয়েকটি noun- এর plural করিতে হইলে ইহাদের শেষে কেবল S দিতে হয় । 

যথা : 

SingularSingular
Chiefchiefs
mischiefmischiefs,
roof, roofs

১০।  নিম্নলিখিত noun-গুলির plural করিতে হইলে উপরের কোন নিয়মই খাটিবে না :-

SingularPlural
Man (মানুষ )Men
Woman (স্ত্রীলোক )Women
Louse (উকুন )Lice
Tooth (দাঁত)Teeth
Child (শিশু)Children
Sow (শূকরী )Swine.
Marquis (পদবী বিশেষ )Marques
Mouse (ইঁদুর )Mice
Cow (গরু)kine, cows
Englishman (ইংরাজ )Englishmen
Ox ( বলদ )Oxen
Foot ( পা, ১২ ইঞ্চি মাপ,)Feet
Goose (রাজহংসী)Geese

১১।  যে সকল noun-এর শেষে man থাকে, এবং সেই man – এর অর্থ মানুষ হয়, তাহাদের plural করিতে হইলে man-এর স্থানে men হইবে। 

যথা : 

SingularSingular
EnglishmanEnglishmen 
footmanfootmen

আর যদি noun-এর শেষভাগস্থিত man-এর অর্থ ‘মানুষ’ না হইয়া উহা কেবল word-টির অংশমাত্র হয়, তাহা হইসে তাহার plura! করিতে গেলে man-এর পরে কেবল S যোগ করিতে হইবে। 

যথা, 

SingularSingular
German, Germans 
MussulmanMussulmans 
Tailsman; Tailsmans; 
TurkomanTurkomans ;
OttomanOttomans.

১২। Compound word ( সমস্তপদ )-এর plural করিতে হইলে তাহার অন্তর্গত যে nounটি প্রধান তাহারই plural করিতে হয়। 

যথা, 

maidservantsSingular
Father-in-law,  Fathers-in-law 
Governor GeneralGovernors-General;
Lieutenant-Governor,Lieutenant-Governors
man-of-warmen-of-war
maidservantmaid servants

১৩। যে সকল Compound word-এর শেষে ful থাকে, তাহাদের শেষে S  দিয়া plural হয়। 

যথা, 

SingularSingular
Handfulshandfuls ; 
spoonfulspoonfuls; 
mouthfulmouthfuls.

১৪। Cannon (কামান), corpse ( সৈন্য ), deer, means, series, sheep; swine – এই noun-গুলি singular ও  plural দুইই হয় । যখন ইহাদিগকে singular–এ ব্যবহার করিতে হয়, তখন ইহাদের আগে a. one, this প্রভৃতি একবচনসূচক word বসাইতে হয় । যথা, A deer, one sheep, this means, one series ইত্যাদি।

  • Forget-me-not ( একটি ফলের নাম), ইহার plural forget-me-nots হবে। 
  • Corp (singular ) = কোর,, Corps (plural ) = কোরজ,।

১৫। নিম্নলিখিত noun-গুলি নিত্যই plural :-

  • Aborigines (দেশের আদিম নিবাসী)
  • Amends ( ক্ষতিপরেণ )
  • Annals (ইতিবৃত্ত )
  • Antipodes ( প্রাতিপদিক লোক )
  • Ashes (ছাই)
  • Assets (মত বা দেউলিয়া
  • ব্যক্তির সম্পত্তি )
  • ‘Bellows (কামারের যাঁতা )
  • Billiards (ক্রীড়াবিশেষ )
  • Bowels (নাড়ীভূড়ি )
  • Breeches (পাজামা )
  • Calends (মাসের প্রথম দিন )
  • Credentials ( বিশ্বাসপত্র )
  • Dregs ( গাদ, ও চলা, কাইট )
  • Entrails (নাড়ীভুড়ি )
  • Filings (উকার গড়া )
  • Gallows (ফাঁসী কাষ্ঠ )
  • Lees (গাদ, কাইট )
  • Matins (প্রাতঃ তার )
  • Molasses (ঝোলা)
  • Measles (হাম )
  • News (খবর)
  • Nuptials (বিবাহ)
  • Oats (জই বা তাহার বৃক্ষ )
  • Obsequies (অ্যষ্টিক্রিয়া )
  • Odds ( অসমতা)
  • Princers (সাঁড়াশী )
  • Premises (বাড়ী ও সন্নিকটস্থ স্থান)
  • Scissors ( कচ)
  • Shears ( বড় কাঁচি বিশেষ )
  • Spectacles (চশমা )
  • Thnaks ( ধন্যবাদ )
  • Tidings (সংবাদ )
  • Tongs (চিমটা )
  • Trappings (ঘোড়ার সাজ)
  • Trousers ( পাজামা )
  • Vespers (স্যা।স্তোর )
  • Victuals (TT).
  • Vitals (প্রাণের সারাংশ )
  • Wages (চাকরের বেতন )

ইহাদের মধ্যে news ও  gallows এক্ষণে singular বলিয়া পরিগণিত হয়। যথা, What is the news ?

১৬।  Alms (ভিক্ষা), eaves, ( ঘরের ছাইচ) ও riches (ধন), ইহারা বাস্তবিক singular ; কিন্তু এক্ষণে plural বঙ্গিয়া পরিগণিত হয়। 

যথা,  His riches know no bounds. Summons দেখিতে plural কিন্তু প্রকৃতপক্ষে ইহা singular ইহার plural summonses.

১৭। নিম্নপ্রকারের singular noun-এর plural হয় না :-

(ক) Proper Nouns. যথা, Ram, London, Friday, Cholera.

কিন্তু Proper noun-এ যখন একের অধিক নাম, অংশ বা সমগুণসম্পন্নতা বুঝায়, তখন তাহাদের plural হইয়া থাকে ও তাহারা Common noun হইয়া যায়। 

যথা, 

  • There are five Gopals in this village = এই গ্রামে পাঁচ জন গোপাল আছে ;
  • I know the Durts of this town = এই নগরের দত্ত পরিবারদিগকে আমি জানি, 
  • There are many Kuvers in India- ভারতে কুবেরের ন্যায় অনেক ধনী ব্যক্তি আছেন।

এখানে Gopals, Dutts, Kuvers ইহারা  Common Noun.

(খ) Material Noun যথা, Gold, silver, rice

কিন্তু যখন Material noun-কে plural করা হয়, তখন তাহা Common noun হইয়া যায় ও তাহাতে ‘নানা প্রকার,’ ‘গঠিত দ্রব্য’ বা ‘অংশ’ বঝোয়। 

যথা, 

There are many rices (নানা প্রকারের চাউল

He works in irons (সে লৌহনির্মি’ত দ্রব্য অর্থাৎ বেড়ীপায়ে দিয়া কাজ (প্রস্তরখণ্ড সকল ) করিতেছে, অর্থাৎ সে একজন কয়েদী ) Do not throw stones

(গ) Abstract Nouns. যথা, Kindness, wisdom. Working, Chemistry.

কিন্তু যখন Abstract noun-কে plural করা হয়, তখন তাহা Common  noun হইয়া যায় ও তাহাতে সাধারণতঃ ‘কার্য’ বঝোয় । 

যথা,  I shall never forget his kindnesses (দয়া কाথ সমহে ) ।

(ঘ) কতকগুলি Collective Nouns যथा, Cattle, furniture, mankind, machinery, offspring, posterity, scenery ইত্যাদি।

১৮। কতকগুলি noun-এর plural করিলে দুই প্রকার আকার হয় ও তাহাদের ভিন্ন ভিন্ন অর্থ হয়। যথা-

SingularPlural
BeefBeefs ( গোমাংস )Beeves (বল সমূহ )
BrotherBrothers (সহোদরগণ )Brethren ( সমব্যবসায়িগণ বা একই সমাজের সভ্যগণ )
ClothClothes (নানা প্রকারের বস্ত্র)Clothes (পোষাক )
DieDies (দ্রর ছাঁচ)Dice (খোলবার পাশ,টিগলি )
FishFish (ভিন্ন ভিন্ন জাতীয় মৎস্য )Fishes (মৎস্যের সংখ্যা ) — যেমন, There are three fishes
GeniusGeniuses (প্রতিভাশালী ব্যক্তিগণ)Genii ( দৈত্যগণ )
IndexIndexes (পতকের সচীপত্র )Indices ( বীজগণিতের চিহ্নবিশেষ )
PeaPeas (পৃথক পৃথক কলাই মটর ইত্যা—ি যেমন, A pot contains nine peas.)Pease (কতকগুলি কলাই, মটর ইত্যাদি—যেমন, A bushel of pease)
PennyPennies (পেনি নামক তাম্রম,দ্রাসমূহ )Pence (মোট মূল্য ; যেমন; This cost me fivepence ; এখানে pennies হইবে না )
ShotShots (গোলা সকল )Shot (যতবার গোলা ছোঁড়া যায় )

১৯। কতকগুলি noun-এর singular-এ এক প্রকার অর্থ ও plural-এ অন্য প্রকার অর্থ হয়। যথা—

SingularPlural
Compass (নাবিকের-দিক নির্ণয় করিবার যন্ত্র)Compasses (গোল চিত্র আঁকিবার কাঁটা কম্পাস)
Content (আধেয় )Contents ( প,স্তকের বিষয়গুলি)
Corn (শস্য)Corns (পায়ের কড়া )
DieDies (দ্রর ছাঁচ)Dice (খোলবার পাশ,টিগলি)
Domino (ছদ্মবেশাধ’ বড় অঙ্গ- রাখা বিং)Dominoes ( ক্রীড়াবিশেষ)
Force (বল) Forces (সৈন্য)
Good (ভাল)Goods (দ্রব্যসামগ্রী)
Ground (ভূমি)Grounds (যুক্তি )
Iron (লৌহ)Irons (লৌহনির্মিত দ্রব্য সকল)
Sand (বালি)Sands (সমদ্রতীর) 
Return (প্রত্যাগমন)Returns (আয়)
Spectacle (দশ্য)Spectacles (চশমা) 
Vapour (বাষ্প)Vapours (বিভীষিকা রোগ)
Vesper (সন্ধ্যা)Vespers (সন্ধ্যাস্তোর)

Exercises

1. Number কাহাকে বলে ?

2. Number কয়টি ও তাহাদের নাম কি?

3. Singular a Plural কাহাকে কছে ?

4. সাধারণতঃ কির পে Plural করিতে হয়?

5. কিরূপে হইলে noun-এর শেষে es দিয়া Plural করিতে হয় ?

6.যে সকল noun-এর শেষে থাকে, তাহাদের Plural করিতে হইলে কখনই বা ” বদলাইয়া যায়, আর কখনই বা বদলাইয়া যায় না ? প্রত্যেক প্রকারের ছয়টি করিয়া উদাহরণ দাও ।

7. Noun-এর শেষে f কিংবা fe থাকিলে কিরুপে plural করিতে হয়।

8. শেষে / থাকিলে কেবল দিয়া Plural করিতে হয়, এরপে দশটি noun-এর নাম কর।

9. Ch soft sch hard, ইহাদের অর্থ কি ? যে সকল noun-এর শেষে ch থাকে, কিরূপে তাহাদের plural করিতে হয় ?

10. Singular ও Plural-এ একই আকার, এমন ছয়টি noun-এর নাম কর ।

11. নিত্যই Plural, এমন দশটি noun-এর নাম কর ।

12. Proper noun-এর শেষে যদি y থাকে, তাহা হইলে কিরূপে তাহার plural করিতে হয় ?

13. যে সকল noun-এর শেষে man থাকে, কিরূপে তাহাদের plural করিতে হয় ?

14. যে সকল noun-এর শেষে ful বা quy থাকে, কিরূপে তাহাে plural করিতে হয় ?

15. Compound noun-এর করপে plural করিতে হয় ?

16. কোন কোন প্রকার noun-এর plural হয় না ? এবং plural করিলেই বা তাহাদের কিরূপে অর্থ— হইয়া যায় ?

17. Plural-এ দুই প্রকার আকার ও ভিন্ন ভিন্ন অর্থ হয়, এরূপে ছয়টি noun-এর নাম কর ।

18. Singular-এ এক প্রকার অর্থ ও Plural-এ আর এক প্রকার অর্থ-এর প ছয়টি noun-এর নাম কর :

19. নিম্নলিখিত noun-গলির number পরিবর্তন কর :-

Man, swine, monarch, arch, bamboo, chimney, memento watch, beauty, buffalo, father-in-law, people, brightness. Henry, genius, attorney, belief, Lieutenant – Governor, duty,

forger-me-not, ashes, domina, passer-by, potato, roof, thief, children, half, money, soliloquies, grief.