1st May Current Affairs in Bengali 2023

1st May Current Affairs in Bengali 2023 contains updated news of Today Bengali Current Affairs 2023 happening worldwide.

Stay ahead of the curve with the 1st May Current Affairs in Bengali 2023, an essential resource for both current affairs lovers and for those preparing for competitive exams like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

So, stay up-to-date with the Daily Current Affairs in Bengali on 1st May 2023 which is coined with the latest news and events worldwide. So why wait? Check it out today and discover the latest current affairs in the Bengali Language from around the world!

Questions Answers on 1st May Current Affairs in Bengali || ১লা মে ২০২৩ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

1st May Current Affairs in Bengali 2023 সংক্রান্ত আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর (Questions and Answers) নীচে দেওয়া হলো যা প্রতিদিনের সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের 1st May Daily Current Affairs in Bengali 2023 শিরোনামের অন্তর্গত; যার নিয়মিত পাঠ যে কোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আর অপেক্ষা করবেন না, আজই ১লা মে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর দেখুন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!


১। ভারতবর্ষে ‘মে দিবস’ প্রথম  কত সালে পালিত হয়েছিল?

(ক) ১৯২৩

(খ)  ১৯২০

(গ)  ১৯৪৭

(ঘ ) ১৯৫০

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক)  ১৯২৩

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১ মে, ১৯২৩। তৎকালীন মাদ্রাজে (বর্তমানে চেন্নাই)। হিন্দুস্তান লেবার কিষান পার্টি এর আয়োজনে করেছিল।[/expand]


২। কত সাল থেকে সরকারিভাবে ভারতবর্ষে শ্রমজীবীদের মর্যাদা দিতে ১লা মে বাধ্যতামূলক ছুটির দিন ঘোষণা করা হয়?

(ক) ১৯৫০

(খ)  ১৯৪৮

(গ) ১৯৪৭

(ঘ ) ১৯৪৩

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) ১৯৪৮

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ১৯৪৮ সাল থেকে সরকারি ভাবে ভারতে সারা বিশ্বের শ্রমজীবীদের মর্যাদা দিতে ১ মে বাধ্যতামূলক ছুটির দিন ঘোষণা করা হয়। এই দিনে, দেশের প্রতিটি বিভাগের শ্রমিকরা সম্মানিত হয়। তাঁদের অবদান স্বীকার করা হয়।[/expand]


৩। ভারতবর্ষে প্রথম কোথায় ১লা ‘মে দিবস’ পালন করা হয়েছিল?

(ক)  বম্বে ( বর্তমান মুম্বই)

(খ)  কালকাটা ( বর্তমান কলকাতা) 

(গ)  মাদ্রাজ ( বর্তমান চেন্নাই)

(ঘ )  ব্যাঙ্গালোর ( বর্তমান বেঙ্গালুরু)

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ)  মাদ্রাজ ( বর্তমান চেন্নাই)

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ১৯২৩ সালের ১ মে বা পয়লা মে ভারতে প্রথম চেন্নাইয়ে ‘মে দিবস’ পালন করা হয় লেবার কিষাণ পার্টি অব হিন্দুস্থানের উদ্যোগে। উদ্যোক্তা ছিলেন পার্টির বলিষ্ঠ নেতা সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। তাঁর ব্যবস্থাপনা অনুসারে তখনকার মাদ্রাজের দুটি ভিন্ন স্থানে উদযাপিত হয় শ্রমিক দিবস।[/expand]


৪। আন্তর্জাতিক ক্ষেত্রে মে দিবস প্রথম কত সালে পালিত হয়েছিল?

(ক)  ১৯০০

(খ)  ১৮৯০

(গ)  ১৮৮৮

(ঘ ) ১৮৮৯

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ) ১৮৮৯

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: পূর্বে সমস্ত শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা ধরে কাজ করতে হত। এই সমস্যা নিয়ে ১৮৮৬ সালের ১লা মে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার শ্রমিক দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিলেন। আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের বিশাল জমায়েত ও বিক্ষোভ হয়েছিল। আন্দোলনরত শ্রমিকদের রুখতে পুলিশ সেখানে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক এবং আহত হয়েছিলেন অনেকে। এছাড়া, গ্রেপ্তারও করা হয় অনেককে এবং ফাঁসি দেওয়া হয় কিছুজনকে।তীব্র আন্দোলনের মুখে পড়ে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার। এরপর ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।[/expand]


৫। বর্তমানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যিনি ঐ রাজ্যে কোভিড 19 ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ফাঁস মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন?

(ক) সুখবিন্দর সিং সুখু

(খ)  অমরেন্দ্র সিং সুখো

(গ)  দ্বিজেন্দ্র সিং সুখু

(ঘ ) ভুপিনদর  সিং 

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) সুখবিন্দর সিং সুখু

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বুধবার রাজ্যে ক্রমবর্ধমান মামলার মধ্যে মানুষকে COVID-19 যথাযথ আচরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি ভাইরাসের বিস্তার রোধ করার জন্য জনাকীর্ণ জায়গায় মাস্ক পরতে বলেছেন।[/expand]


৬। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোরটি  কী?

(ক) 257/5

(খ) 263/5

(গ)  246/5

(ঘ ) 245/6

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  263/5

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: RCB 23 এপ্রিল, 2013-এ PWI-এর বিরুদ্ধে 263/5 স্কোর করে IPL-এ সর্বকালের সর্বোচ্চ স্কোর রেকর্ড করে। LSG ২০২৩ সালে  PBKS-এর বিরুদ্ধে দ্বিতীয়-সর্বোচ্চ মোট (257/5) রেকর্ড করেছে। RCB 14 মে, 2016-এ GL-এর বিরুদ্ধে তৃতীয়-সর্বোচ্চ মোট (248/3) রেকর্ড করেছিল। 3 এপ্রিল, 2010-এ RR-এর বিরুদ্ধে CSK-এর 246/5 ​​হল চতুর্থ-সর্বোচ্চ মোট। এটি KKR-এর 245/6 (IPL 2018-এ PBKS-এর বিরুদ্ধে) অনুসরণ করে।[/expand]


৭। সম্প্রতি আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে করা নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলগত রান কত?

(ক) 346/5 

(খ) 326/5 

(গ) 336/5 

(ঘ ) 316/5 

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ) 336/5 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড তাদের সর্বোচ্চ ওয়ানডে স্কোর রেকর্ড করেছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড মোট 336/5 করেছে। পাকিস্তানের মাটিতে তাদের আগের সর্বোচ্চ স্কোরটি 29শে নভেম্বর, 2003-এ এসেছিল, যখন তারা লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে মোট 291/5 করেছিল।[/expand]


৮। পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণে কত তারিখে ঘটবে যা আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখতে পাওয়া যাবে?

(ক) ৬ মে

(খ) ৪ মে

(গ) ৩ মে

(ঘ ) ৫ মে

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ)  ৫মে

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: একটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণে, চাঁদ পৃথিবীর পেনাম্ব্রা বা তার ছায়ার ক্ষীণ বাইরের অংশের মধ্য দিয়ে ভ্রমণ করে। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ গ্রহন দেখতে পাবে, যেটি 5 মে ঘটবে। পেনাম্ব্রাল গ্রহনের সময়, চাঁদের উজ্জ্বলতা হ্রাস পাবে, তবে এর বেশিরভাগ চাকতি কিছুটা আলোকিত থাকবে।[/expand]


৯। সাম্প্রতি কে মহাকাশে হাঁটা  প্রথম আরব নভোচারী হয়েছেন?

(ক) সুলতান আল-নেয়াদি

(খ)  মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম

(গ)  খলিফা বিন জায়েদ আল নাহিয়ান

(ঘ ) আহমেদ বুখাতির

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) সুলতান আল-নেয়াদি

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মহাকাশচারী সুলতান আল-নেয়াদি ‘অভিযান 69’ নামে একটি মহাকাশ মিশনের অংশ হিসাবে মহাকাশে হাঁটা প্রথম আরব নভোচারী হয়েছেন। মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে বেরিয়ে এসে তার স্পেসওয়াক সম্পন্ন করেন। [/expand]


১০। সম্প্রতি নতুন দাবা  বিশ্বচ্যাম্পিয়নের নাম কি?

(ক) ইয়ান নেপোমনিয়াচ্চি

(খ)  ডিং লিরেন

(গ) কৌস্তভ চ্যাটার্জি

(ঘ ) রাজা ঋত্বিক

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) ডিং লিরেন

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: চীনের 30 বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ডিং লিরেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2023-এ রাশিয়ার 32 বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচ্চিকে পরাজিত করে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। ক্লাসিক্যাল খেলার পর স্কোর 7-7 এ টাই হওয়ার পর টাইব্রেকের মাধ্যমে বিজয়ীর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে ১০ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ম্যাগনাস কার্লসেনের রাজত্বের অবসান হলো। কার্লসেন গত বছর ঘোষণা করেছিলেন যে তিনি তার শিরোপা রক্ষা করবেন না।[/expand]


আর পড়ুন:

2nd May Bengali Current Affairs 2023
30th April Bengali Current Affairs 2023
Daily Bengali Current Affairs 2023
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!