21st March Bengali Current Affairs 2023

Today 21st March Bengali Current Affairs 2023 provides updated news on – রাজ্যে নতুন ১৯ টি জেলা, চার বছরের স্নাতক কোর্স শুরু and many more.

So, stay up-to-date with the 21st March Current Affairs in Bengali 2023 with the latest news and events from around the world and grab them. So why wait? Check it out today and discover the latest current affairs from around the world!

Stay ahead of the curve with the 21st March Daily Bengali Current Affairs 2023, an essential resource for both current affairs lovers and for those preparing for competitive exams like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

Questions Answers on 21st March Bengali Current Affairs || ২১শে মার্চ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর

21st March Bengali Current Affairs 2023 সংক্রান্ত  Questions and Answers নীচে দেওয়া হলো যার নিয়মিত পাঠ যেকোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আর অপেক্ষা করবেন না, আজই ২১শে মার্চ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর দেখুন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!


১।  সম্প্রতি কে এশীয় বিলিয়ার্ডস খেতাব জিতলেন?

(ক)  পঙ্কজ আডবাণী

(খ)  ব্রিজেশ দামানি

(গ)  সৌমেশ রামপাল 

(ঘ )  সৌরভ ঘটক

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক)  পঙ্কজ আডবাণী

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: বিলিয়ার্ডসে এ বারও এশিয়া সেরা হলেন পঙ্কজ আডবাণী। দোহায় রবিবার ১০০-আপ ফর্ম্যাটের ফাইনালে তিনি ভারতেরই ব্রিজেশ দামানিকে হারালেন ৫-১ ফলে। অবিশ্বাস্য ২৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন আডবাণী! আর এশীয় বিলিয়ার্ডস খেতাব জিতলেন এই নিয়ে মোট আট বার। গতবারও তিনিই চ্যাম্পিয়ন হয়েছিলেন।[/expand]


২। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে কোন রাজনৈতিক দলকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বলে দাবি করা হয়েছে?

(ক) Bharatiya Janata Party

(খ) Chinese Communist Party

(গ) Justice and Development Party

(ঘ ) People Power Party

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)   Bharatiya Janata Party

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি রাজনৈতিক দলের (world’s most important party) নাম বিজেপি (BJP)- এমনই জানানো হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালে (Wall Street Journal) প্রকাশিত একটি কলামে। ওয়াল্টার রাসেল মিডের লেখা ওই মতামত অনুযায়ী, ‘আমেরিকান দৃষ্টিকোণ থেকে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি রাজনৈতিক দল হল ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। এই পার্টি নিয়ে বোঝাপড়াও সম্ভবত সবচেয়ে কম।'[/expand]


৩। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের করা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্কোর কত?

(ক) ৩৫৯/৬

(খ)  ৩২৯/৬

(গ) ৩৪৯/৬

(ঘ ) ৩১৯/৬

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ)  ৩৪৯/৬

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ভাসিলেটে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মোট ৩৪৯/৬ করে ওয়ানডে ইতিহাসে তাদের সর্বোচ্চ স্কোর করেছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টা আগে নিজেদের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তারা তাদের আগের সর্বোচ্চ স্কোর করেছিল ৩৩৮/৮।[/expand]


আর পড়ুন

22nd March Bengali Current Affairs 2023
20th March Bengali Current Affairs 2023
Daily Bengali Current Affairs 2023

৪। সম্প্রতি উইজডেন কর্তিক প্রকাশিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 চক্রের সেরা একাদশে কত জন ভারতীয় খেলোয়াড় আছে ?

(ক) ১ জন

(খ) ২ জন 

(গ) ৪ জন

(ঘ ) ৩ জন

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ)  ৩ জন

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: উইজডেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 চক্রের সেরা একাদশ ঘোষণা করেছে। একাদশে তিনজন ভারতীয়, চারজন অস্ট্রেলিয়ান, দুজন শ্রীলঙ্কান এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের একজন করে খেলোয়াড় রয়েছে। একাদশে রয়েছেন তিন ভারতীয় ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহ। চক্রে ৮৬৮ রান করা পন্তকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।[/expand]


৫। সম্প্রতি কে কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হলেন?

(ক) পদ্মা লক্ষ্মী

(খ) বিজয় লক্ষ্মী 

(গ) সিলচন লক্ষ্মী 

(ঘ ) শীতা লক্ষ্মী

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) পদ্মা লক্ষ্মী 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: পদ্মা লক্ষ্মী কেরালার বার কাউন্সিলে একজন উকিল হিসাবে নথিভুক্ত হন, তাকে রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী করে তোলে। রাজ্যের আইনমন্ত্রী পি রাজীব ইনস্টাগ্রামে আইনজীবীর একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। “প্রথম হওয়া সবসময়ই ইতিহাসের সবচেয়ে কঠিন অর্জন। লক্ষ্যের পথে কোন পূর্বসূরি নেই,” রাজীব লিখেছেন।[/expand]


৬। বিশ্বে আন্তর্জাতিক সুখ দিবস (International Happiness Day) কোন দিনটি পালন করা হয়?

(ক) ২১ মার্চ

(খ) ২০ মার্চ

(গ)  ২২ মার্চ

(ঘ ) ১৯ মার্চ

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) ২০ মার্চ

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: জাতিসংঘের উপদেষ্টা এবং শান্তি ও নিরাপত্তা অর্থনীতিবিদদের প্রতিনিধি জেম এলিয়েন দিবসটির প্রতিষ্ঠাতা। তবে আন্তর্জাতিক সুখ দিবস প্রচলনের প্রচারটি শুরু হয় মূলত আমাদের প্রতিবেশী দেশ ভুটানের হাত ধরে। তারা জাতিসংঘের কাছে বছরের একটি দিন সুখ দিবস হিসেবে পালনের আহ্বান জানায়। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের পক্ষ থেকে ‘আন্তর্জাতিক সুখ দিবস’ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০১২ সালের ২৮ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি দেশের প্রতিনিধিরা দিবসটিকে স্বীকৃতি দেন। এর পর থেকে প্রতিবছর বিশ্বের একাধিক দেশ নানা আয়োজনে দিনটি পালন করে আসছে।[/expand]


৭। ২০২৩-এর জি-২০ সামিটের বা সন্মেলন এর লোগো কি?

(ক)  প্রস্ফুটিত গোলাপ 

(খ)  প্রস্ফুটিত জবা  

(গ)  প্রস্ফুটিত পদ্ম

(ঘ ) প্রস্ফুটিত অপরাজিতা

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ) প্রস্ফুটিত পদ্ম

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এবারের জি-২০ সামিটের লোগো হল, সাতটি পাপড়ি বিশিষ্ট প্রস্ফুটিত পদ্ম। এই লোগোর বিশেষ তাত্‍পর্যও রয়েছে। মূলত বিশ্বের সাতটি মহাদেশ এবং সুরের সাতটি স্বরের প্রতীক হল পদ্মফুলের সাতটি পাপড়ি। পদ্মফুল ভারতের পৌরাণিক ঐতিহ্য। আমাদের বিশ্বাস, আমাদের বুদ্ধিমত্তাকে চিত্রিত করে প্রস্ফুটিত পদ্ম। এবারের জি-২০ বিশ্বকে সম্প্রীতির বন্ধনে একত্রিত করবে- লোগোর মাধ্যমে এমনটাই বোঝানো হয়েছে।[/expand]


৮।  ওয়ার্ল্ড স্প্যারো ডে বা বিশ্ব চড়াই দিবস কোন দিনটি পালন করা হয় ?

(ক)  ২২ মার্চ 

(খ)   ২১ মার্চ 

(গ)   ১৯ মার্চ 

(ঘ )  ১৮ মার্চ

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ)  ২০ মার্চ

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: বিশ্ব চড়ুই দিবস হল এমন একটি দিন যা ঘরের চড়ুই এবং তারপরে অন্যান্য সাধারণ পাখিদের শহুরে পরিবেশে সচেতনতা বাড়াতে এবং তাদের জনসংখ্যার জন্য হুমকির বিষয়ে 20 মার্চ পালন করা হয়। এটি ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশন (ফ্রান্স) এবং সারা বিশ্বের অসংখ্য অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় নেচার ফরএভার সোসাইটি অফ ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগ।[/expand]


৯। ‘হ্যারি পটার’ সিরিজের গবলিন (Goblin) চরিত্রে এবং ‘স্টার ওয়ার্স: রিটার্ন অব দ্য জেডাই’ সিনেমায় ইওক চরিত্রে অভিনয় করা কোন অভিনেতা সম্প্রতি মারা গেছেন?

(ক) পল গ্র্যান্ট

(খ)  রাব্বি কলন্ট্রন

(গ) লেসলি ফিলিপস 

(ঘ ) কলিং কোডরে

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) পল গ্র্যান্ট

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সিঙ্গাপুরের প্রতিপক্ষ লি হিসিয়েন লুং-এর উপস্থিতিতে সিঙ্গাপুরের PayNow পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হয়েছিল। এই সংযোগ উভয় দেশের বাসিন্দাদের আরও দ্রুত এবং সস্তায় আন্তঃসীমান্ত রেমিট্যান্স পাঠাতে সক্ষম করবে। “ভারত-সিঙ্গাপুর সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক যখন আমরা রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট সিস্টেমগুলিকে সংযুক্ত করি,” প্রধানমন্ত্রী বলেছিলেন।[/expand]


১০ । ভারতবর্ষে এই প্রথম কোন মহিলা খেলোয়াড়ের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে?

(ক) মীরাবাই চানু

(খ) রানি রামপাল

(গ)  হিমা দাস

(ঘ ) পি ভি সিন্ধু

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  রানি রামপাল 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই প্রথম একজন মহিলা খেলোয়াড়ের নামে স্টেডিয়ামের নামকরণ করা হল। ভারতীয় হকি দলের তারকা রানি রামপালের নামে উত্তরপ্রদেশের রায়বরেলিতে হকি স্টেডিয়ামের উদ্বোধন হল। উত্তরপ্রদেশের রায়বরেলিতে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের নামে হকি স্টেডিয়ামের উদ্বোধন হল। এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে রানিস গার্লস হকি টার্ফ। ১৪ বছর বয়সে প্রথমবার ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান রানি রামপাল। তিনি অলিম্পিক্স, বিশ্বকাপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে খেলেছেন। ২০১০ সালে এফআইএইচ অলস্টার টিমে সুযোগ পান রানি রামপাল। ২০১৬ সালে অর্জুন পুরস্কার, ২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং ২০২০ সালে পদ্মশ্রী পান রানি। টোকিও অলিম্পিক্সে ভারতের মহিলা দলের নেতৃত্বে ছিলেন রানি রামপাল। সেবার সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। এই প্রথম অলিম্পিক্সের সেমি ফাইনাল খেলে ভারতের মহিলা হকি দল।[/expand]

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!