Bengali Current Affairs 23rd January 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৩শে জানুয়ারি ২০২৩
23rd January Bengali Current Affairs 2023 Questions Answers || ২৩শে জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। ২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবাংলার থিম কি?
(ক) দুর্গা ও নারীর ক্ষমতায়ন
(খ) অর্থনৈতিক উন্নয়ন
(গ) বেকারত্বের সমাধান
(ঘ) পুত্র ও শিশু কন্যা
২। ২০২৩ সালে কত জন শিশুকে রাষ্ট্রীয় বাল পুরস্কারে (National Child Award) পুরস্কৃত করেছেন ভারতের রাষ্ট্রপতি?
(ক)১২ জন
(খ) ১১ জন
(গ)১৩ জন
(ঘ)১০ জন
৩। সম্প্রতি ভারতবর্ষের কোন প্রতিবেশী দেশ সম্প্রতি ভারত বর্ষ থেকে ডিজেল আমদানির জন্য পাইপলাইন তৈরি কাজ করছে?
(ক)মায়ানমার
(খ) শ্রীলংকা
(গ) বাংলাদেশ
(ঘ) আফগানিস্তান
৪। কোন দেশের রাষ্ট্রপতি ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন?
(ক)ইউএসএ
(খ) জার্মানি
(গ)ফ্রান্স
(ঘ) মিশর
৫। সম্প্রতি রিয়াদে আয়োজিত মরক্কোর কোন ফুটবলার বর্ষসেরা জয় অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন?
(ক)আছরাফ হাকিমি
(খ) হাকিম জিয়াছ
(গ)আবদে ইজ্জালজৌলি
(ঘ) ইউসুফ এন-নেসিরি
৬। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোথায় ত্রয়োদশ বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব শুরু হয়েছে?
(ক)দুর্গাপুর
(খ)হলদিয়া
(গ) কলকাতা
(ঘ) বারাসাত
৭। চন্দ্রাপৃষ্ঠে পা রাখা দ্বিতীয় ব্যক্তি কে যিনি ২০শে জানুয়ারি ২০২৩ সালে ৯৩ তম জন্ম দিবস পালন করলেন?
(ক) ইয়ন হারপে
(খ) নীল আর্মস্ট্রং
(গ) এডউইন অলড্রিন
(ঘ) নীল জোনস
৮। বিশ্বের প্রথম কোভিড নেজাল ভ্যাকসিন এর নাম কি যেটি ভারতের বাজারে ২৬ শে জানুয়ারি থেকে পাওয়া যাবে?
(ক) নেজোভ্যাক
(খ) কোভিভ্যাক
(গ) অভিভ্যাক
(ঘ) ইনকোভ্যাক
৯। সম্প্রতি ভারতবর্ষের কোথায় ১২তম ‘জীবন কাইট এন্ড রিভার ফেস্টিভ্যাল’ উৎসবটি আয়োজিত হয়েছে?
(ক)আসাম
(খ)উত্তরাখান্ড
(গ) কর্ণাটক
(ঘ)পাঞ্জাব
১০। সম্প্রতি কোন মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা ভারতবর্ষ থেকে এক মাসে ১০০ কোটিরও বেশি ফোন রপ্তারি করা কোম্পানিতে হয়ে উঠেছে?
(ক) স্যামসাং
(খ) অ্যাপেল
(গ) অ্যাপেল
(ঘ)মটোরোলা
23rd January Bengali Current Affairs 2023 Answers || ২৩শে জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ উত্তর
23rd January Bengali Current Affairs 2023 এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।
১। (ক) দুর্গা ও নারীর ক্ষমতায়ন
গুরুত্বপূর্ণ তথ্য: ইউনেস্কোর হেরিটেজের তাকমা ছিনিয়ে নিয়েছে কলকাতার দুর্গাপুজো। সেই বিষয়কেই সামনে রেখে এবার সাধারণতন্ত্র দিবসে (Republic Day) রাজধানীর কর্তব্যপথে পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম দূর্গা ও নারীর ক্ষমতায়ন। ২০২৩ সালের ২৬ শে জানুয়ারি দিল্লির কর্তব্যপথে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব কে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ (Intangible Cultural Heritage) তাকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। এই পুজোকেই থিম করেই ট্যাবলো সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি তুলে ধরা হবে রাজ্যের নারী শক্তির ক্ষমতায়নকেও। এর নাম দেওয়া হয়েছে দুর্গা ও নারীর ক্ষমতায়ন।
2। (খ) ১১ জন
গুরুত্বপূর্ণ নোট: ২৩ শে জানুয়ারি ২০২৩ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজ্ঞান ভবনে 11 জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (PMRBP) দিয়ে সম্মানিত করবেন। অসাধারণ কৃতিত্বের জন্য শিশুদের এই রাষ্ট্রীয় ভালো পুরস্কার দেয়া হয়ে থাকে। এই পুরষ্কারগুলি 5 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য 6টি ভিন্ন বিভাগে দেওয়া হয়, যারা জাতীয় স্বীকৃতির জন্য যোগ্য। ২০২৩ সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেশের সমস্ত অঞ্চল থেকে নির্বাচিত 11 জন শিশুকে, শিল্প ও সংস্কৃতিতে 4, সাহসিকতার জন্য 1, উদ্ভাবনের জন্য 2, সমাজসেবার জন্য 1 এবং খেলাধুলার জন্য 3 জনকে দেওয়া হচ্ছে। এ বছর প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার পাওয়া মোট ১১ জন শিশুর মধ্যে ৬ জন ছেলে এবং ৫ জন মেয়ে। সমস্ত পুরস্কার বিজয়ীদের একটি মেডেল, 1 লাখ টাকা এবং একটি সার্টিফিকেট দেওয়া হয়।
৩।(গ) বাংলাদেশ
গুরুত্বপূর্ণ নোট: ভারত থেকে ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রাজধানী ঢাকায় জাতীয় সংসদে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির জন্য ভারতীয় ভূখণ্ডের ৫ কিলোমিটার সহ প্রায় ১৩১.৫ কিলোমিটার ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ করা হয়েছে।
৪।(ঘ) মিশর
গুরুত্বপূর্ণ নোট: ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতেয় আল সিসি। মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতেয় আল সিসি এবারের রিপাবলিক ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মিশরের সেনাবাহিনীর একটি দল এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবে।
৫।(ক) আছরাফ হাকিমি
গুরুত্বপূর্ণ নোট: আচরাফ হাকিমি মুহ 4 নভেম্বর 1998 স্পেনের মাদ্রিদে জন্ম গ্রহণ করেন। আচরাফ হাকিমি একজন পেশাদার ফুটবলার যিনি লিগ 1 ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই এবং মরক্কো জাতীয় দলের হয়ে খেলেন। তিনি মূলত রাইট ব্যাক হিসেবে খেলেন। তার গতি, রান এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত, তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা রাইট ব্যাক হিসাবে বিবেচনা করা হয়।
৬। (খ) হলদিয়া
গুরুত্বপূর্ণ নোট: ২০২৩ সালে ২১ শে জানুয়ারি ত্রয়দশ বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব হলদিয়ার নলেজ সিটির হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সাইন্স ক্যাম্পাসে শুরু হয়েছে। এই উৎসব চলবে ২৩ শে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন কবি সাহিত্যিক শিল্পী এই উৎসবে অংশ নিয়েছেন। বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, থেকে প্রবাসী বাংলা ভাষার কবি ও সাহিত্যিকরাও এই উৎসবে যোগদান করেছেন।
৭।(গ) এডউইন অলড্রিন
গুরুত্বপূর্ণ নোট: ১৯৬৯ সালের এপেলো-১১ চন্দ্রাভিযানের অন্যতম নায়ক ছিলেন তিনি । নীল আর্মস্ট্রং এর ঠিক ১৯ মিনিট পর চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিলেন তিনি। গত ২০ শে জানুয়ারি তিনি তার ৯৩ তম জন্ম দিবস পালন করলেন। ১৯৬৯ সালে অ্যাপেলো-১১ তে চন্দ্রাভিযানে গিয়েছিলেন এডউইন অলড্রিন এবং তার সঙ্গে ছিলেন নীল আর্মস্ট্রং ও মাইকেল কলিংস। ১৯৬৯ সালের ২০শে জুলাই চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখেন আমস্ট্রং। তার ঠিক ১৯ মিনিট পর এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হন তিনি। ১৯৭১ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ থেকে অবসর গ্রহণ করেন এডউইন অলড্রিন। এরপর ১৯৯৮ সালে মহাকাশ অভিযানের সাহায্যার্থে শেয়ার সেন্স ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি।
৮। (ঘ) ইনকোভ্যাক
গুরুত্বপূর্ণ নোট: ২৬ শে জানুয়ারি ভারতের বাজারে বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন ইনকোভ্যাক আসছে। এই টিকাটি তৈরি করেছে ভারত বায়োটেক। এই টিকাটি ইন্ত্রনেজাল অর্থাৎ নাকে নিতে হবে। দেশে তৈরি এটি বিশ্বের প্রথম নেজাল ভ্যাকসিন। এই নেজাল ভ্যাকসিন এর প্রতি ডোজ সরকারকে ৩২৫ টাকা দরে এবং বেসরকারিভাবে ৮০০ টাকায় বিক্রি করা হবে। ভারত বায়োটেক সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এলা এই কথা জানিয়েছেন।
৯। (ক) আসাম
গুরুত্বপূর্ণ নোট: আসামের গুয়াহাটিতে ফ্লাওয়ার লেনের বিপরীত নদীর তীরে ফ্যান্সি বাজারে ১২ তম জীবন কাইট অ্যান্ড রিভার ফেস্টিভাল (12th Jeevan Kite River Festival) উৎসবটি ২২শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। উৎসবটি চলবে ২৯ শে জানুয়ারি পর্যন্ত। উৎসবটি প্রত্যেকদিন শুরু হবে সকাল ১১টা থেকে এবং চলবে রাত্রি ১০টা পর্যন্ত। ১২তম জীবন ঘুড়ি নদী উত্সব জীবন ইনিশিয়েটিভ দ্বারা সংগঠিত, একটি স্বেচ্ছাসেবক সমিতি 2010 সালে ভারতীয় ট্রাস্ট আইন 1882 এর অধীনে নিবন্ধিত। উৎসবের মূল উদ্দেশ্য হল পরিচ্ছন্নতা ও সৃজনশীলতাকে উন্নীত করা। ব্রহ্মপুত্র অভিযান ব্রহ্মপুত্র এবং এর উপনদীগুলির নদীতীরগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা।
১০।(খ) অ্যাপেল
গুরুত্বপূর্ণ নোট: অ্যাপল ভারত থেকে এক মাসে $1 বিলিয়ন ফোন রপ্তানি করতে প্রথম কোম্পানি হয়ে উঠেছে। অ্যাপল ভারত থেকে এক মাসে $1 বিলিয়ন মূল্যের স্মার্টফোন রপ্তানি করা প্রথম সংস্থা হয়ে উঠেছে বলে জানা গেছে। কোম্পানিটি 2022 সালের ডিসেম্বরে 8,100 কোটি টাকার আইফোন রপ্তানি করেছে, ইকোনমিক টাইমস রিপোর্ট করেছে। Apple তামিলনাড়ু এবং কর্ণাটকে তার চুক্তি নির্মাতাদের মাধ্যমে দেশে আইফোন 12, 13 এবং 14-এর মতো বেশ কয়েকটি আইফোন লাইনআপ তৈরি করছে।
আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন | |
---|---|
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন | পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন |
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf) | |
---|---|
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স | Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স |