24th March Bengali Current Affairs 2023

Today 24th March Bengali Current Affairs 2023 provides updated news on – বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ,and many more.

So, stay up-to-date with the 24th March Current Affairs in Bengali 2023 with the latest news and events from around the world and grab them. So why wait? Check it out today and discover the latest current affairs from around the world!

Stay ahead of the curve with the 24th March Daily Bengali Current Affairs 2023, an essential resource for both current affairs lovers and for those preparing for competitive exams like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

Questions Answers on 24th March Bengali Current Affairs || ২৪শে মার্চ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর

24th March Bengali Current Affairs 2023 সংক্রান্ত  Questions and Answers নীচে দেওয়া হলো যার নিয়মিত পাঠ যেকোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আর অপেক্ষা করবেন না, আজই ২৪শে মার্চ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর দেখুন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!


১। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ২০২১-২৩ এর কতগুলি ম্যাচ কে সেরা ম্যাচের নাম দিয়েছে?

(ক)  পাঁচটি

(খ)  ছটি

(গ)  সাতটি

(ঘ ) আটটি

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক)  পাঁচটি 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 চক্রের পাঁচটি সেরা ম্যাচের নাম দিয়েছে। এটি এই মাসের শুরুতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টকে সবচেয়ে স্মরণীয় বলে অভিহিত করেছে। ম্যাচের শেষ বলে শ্রীলঙ্কাকে হারিয়েছে নিউজিল্যান্ড। অন্যান্য টেস্টের মধ্যে রয়েছে পাকিস্তান-ইংল্যান্ড (রাওয়ালপিন্ডি, 2022), শ্রীলঙ্কা-পাকিস্তান (গালে, 2022), ইংল্যান্ড-ভারত (বারমিংহাম, 2022) এবং ভারত-নিউজিল্যান্ড (কানপুর, 2021)।[/expand]


২। কোন দেশের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ?

(ক)  নেদারল্যান্ড

(খ)  আয়ারল্যান্ড

(গ) আফগানিস্তান

(ঘ )  জিম্বাবুয়ে

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) আয়ারল্যান্ড 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বাংলাদেশ ১০ উইকেটে ম্যাচ জিতেছে। বাংলাদেশ 13.1 ওভারে 102 রানের লক্ষ্য তাড়া করে, ওডিআইতে তাদের সফল রান তাড়ার মধ্যে রান রেটে তাদের তৃতীয় সর্বোচ্চ জয়।[/expand]


৩। কোন দেশের বিপক্ষে সূর্য কুমার যাদব ইতিহাসের প্রথম ক্রিকেটার হয়ে ওডিআই সিরিজে তিনটি গোল্ডেন ডাক রেকর্ড করেছেন?

(ক) সাউথ আফ্রিকা

(খ) ইংল্যান্ড

(গ) অস্ট্রেলিয়া

(ঘ ) ওয়েস্ট ইন্ডিজ

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ) অস্ট্রেলিয়া

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ভারতের মিডল-অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব আজ ইতিহাসের প্রথম ক্রিকেটার হয়ে ওডিআই সিরিজে তিনটি গোল্ডেন ডাক রেকর্ড করেছেন। চেন্নাইয়ে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগারের বলে গোল্ডেন ডাকে ক্লিন বোল্ড হন ৩২ বছর বয়সী এই তারকা। প্রথম দুই ওয়ানডেতে মিচেল স্টার্কের বোলিংয়ে তিনি প্রথম বলে শূন্য রানে আউট হন।[/expand]


আর পড়ুন

23rd March Bengali Current Affairs 2023
25th March Bengali Current Affairs 2023
Daily Bengali Current Affairs 2023

৪। সম্প্রতি কোন ব্যক্তি সাড়ে ৮ ফুটের দাড়ি রেখে জায়গা করে নিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে?

(ক)   অমরেন্দ্র সিং

(খ)   বিজয় ইন্দ্র সিং 

(গ)   রঞ্জিত সিং 

(ঘ ) সারওয়ান সিং

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ) সার ওয়ান সিং

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: সাড়ে ৮ ফুটের দাড়ি রেখে গিনিস বুকে রেকর্ড সৃষ্টি করলেন ভারতীয় শিখ সারওয়ান সিং।  তিনি বর্তমানে কানাডার বাসিন্দা সারওয়ানের দাড়ি লম্বা ২.৫৪ মিটার অর্থাৎ সাড়ে ৮ ফুট। [/expand]


৫। ২০২৩ সালে কলা জগতে বিশেষ অবদানের জন্য উত্তরবঙ্গের শ্রী মঙ্গলা কান্ত রায় মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে কি পুরস্কার পেলেন? 

(ক) পদ্মশ্রী পুরস্কার

(খ) পদ্মভূষণ  পুরস্কার

(গ) ভারতরত্ন পুরস্কার

(ঘ ) দাদা সাহেব ফালকে পুরস্কার

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) পদ্মশ্রী পুরস্কার 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: কলা জগতে বিশেষ অবদানের জন্য মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রী মঙ্গলা কান্ত রায়। তিনি 2017 সালে বঙ্গরত্ন পেয়েছিলেন লোকশিল্পী হিসেবে তার বিশেষ পরিচয়। বয়স তার ১০০ পেরিয়ে গিয়েছে। তিনি সারিঞ্জাই বাদক হিসাবে বিখ্যাত। [/expand]


৬। আইবিএ বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়ানশিপের (IBA World Boxing Championships) ফাইনাল পৌঁছে গেলেন কোন ভারতীয় বক্সার?

(ক) সুনিতা ঘাঙ্ঘাস

(খ)  নীতু ঘাঙ্ঘাস

(গ)   শেফালীঘাঙ্ঘাস

(ঘ )  অনিতা ঘাঙ্ঘাস

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)   নীতু ঘাঙ্ঘাস

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে (Indira Gandhi Stadium) আয়োজিত সেমিফাইনাল (semifinal) ম্যাচে কাজাখাস্তানের (Kazakhstan) মহিলা বক্সার (Woman boxer) আলা বালকিবেকোভাকে (Alua Balkibekova) হারিয়ে আইবিএ বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়ানশিপের (IBA World Boxing Championships) ফাইনাল পৌঁছে গেলেন ভারতীয় বক্সার নীতু ঘাঙ্ঘাস (Indian boxer Nitu Ghanghas)।[/expand]


৭। কোন কর্মসূচি অন্তর্গত রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মত বিনিময়ের জন্যে যৌথমঞ্চ তৈরি করছে?

(ক) ডেকোমেন্ড

(খ) ইজি মেড

(গ) হেকোমেড

(ঘ ) ডিজি মেড 

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ) হেকোমেড 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মত বিনিময়ের জন্য যৌথ মঞ্চ তৈরি করেছে, মেডিকেল ও ডেন্টাল কলেজের পড়ুয়া এবং তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীরা সেই মঞ্চ ব্যবহার করবেন। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে থেকো এই কর্মসূচি আরম্ভ করা হবে।[/expand]


৮। কত তারিখে বিশ্বযক্ষা দিবস দিনটি পালন করা হয়ে থাকে?

(ক)   ২৫ মার্চ

(খ)   ২২ মার্চ

(গ)   ২৩ মার্চ

(ঘ )  ২৪ মার্চ

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ)  ২৪ মার্চ

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: প্রতিবছর ২৪ মার্চ যক্ষা দিবস হিসেবে পালন করা হয়। ১৮৮২ সালের ২৪ মার্চ ডাক্তার রবার্ট কক যক্ষা রোগের জীবাণু মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেন। যক্ষা রোগের জীবাণু আবিষ্কারের ১০০ বছর পর ১৯৮২ সালের ২৪শে মার্চ জীবাণু আবিষ্কারের দিনটিকে স্মরণীয় করা ও যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়। [/expand]


৯। ২০২৩ সালে আর্থ আওয়ার (Earth Hour) কোন দিনটিকে পালন করা হয়?

(ক) ২৫ মার্চ 

(খ) ২৪ মার্চ

(গ) ২৩ মার্চ

(ঘ ) ২২ মার্চ

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) ২৫ মার্চ

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আর্থ আওয়ার হল ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) দ্বারা সংগঠিত একটি বিশ্বব্যাপী আন্দোলন। ইভেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হয়, ব্যক্তি, সম্প্রদায় এবং ব্যবসায়িকদের প্রতি প্রতিশ্রুতির প্রতীক হিসাবে, সাধারণত 8:30 থেকে 9:30 টা পর্যন্ত এক ঘন্টার জন্য অ-প্রয়োজনীয় বৈদ্যুতিক আলো বন্ধ করতে উত্সাহিত করে। ২০২৩ সালে আর্থ আওয়ার (Earth Hour) Sat, Mar 25, 2023 8:30 PM – 9:30 PM পালন করা হয়।[/expand]


১০। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ 45-48 কেজি বিভাগে কে স্বর্ণপদক জয়লাভ করেন?

(ক) সুনিতা ঘাঙ্ঘাস

(খ)  নীতু ঘাঙ্ঘাস

(গ)   শেফালীঘাঙ্ঘাস

(ঘ )  অনিতা ঘাঙ্ঘাস

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)   নীতু ঘাঙ্ঘাস

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ভারতের 22 বছর বয়সী বক্সার নিতু ঘাংহাস শনিবার মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ 45-48 কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন।মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক নিতুর প্রথম।[/expand]

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!