25th April Current Affairs in Bengali 2023

25th April Current Affairs in Bengali 2023 contains updated news of Today’s Bengali Current Affairs 2023 happening worldwide.

Stay ahead of the curve with the 25th April Daily Current Affairs in Bengali 2023, an essential resource for both current affairs lovers and for those preparing for competitive exams like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

So, stay up-to-date with the Daily Current Affairs in Bengali on 25th April 2023 which is coined with the latest news and events worldwide. So why wait? Check it out today and discover the latest current affairs in the Bengali Language from around the world!

Questions Answers on 25th April Current Affairs in Bengali || ২৫শে এপ্রিল ২০২৩ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

25th April Current Affairs in Bengali 2023 সংক্রান্ত আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর (Questions and Answers) নীচে দেওয়া হলো যা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের 25th April Daily Current Affairs in Bengali 2023 শিরোনামের অন্তর্গত; যার নিয়মিত পাঠ যে কোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আর অপেক্ষা করবেন না, আজই ২৫শে এপ্রিল বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর দেখুন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!


International Current Affairs in Bengali

। কোন পাক বংশোদ্ভুত ব্যক্তি সম্প্রতি স্কটল্যান্ড এর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন?

(ক) হামজা ইউসুফ

(খ) ইমরান খান

(গ) তসলিমা নাসরিন

(ঘ ) মোঃ ইউসুফ

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) হামজা ইউসুফ

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: স্কটিশ ন্যাশনাল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হন তিনি। নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবেই তাঁকে বেছে নেওয়া হয়। ২০১২ সাল থেকে সরকারের বিচার সচিব এবং পরিবহন মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হামজা ইউসুফ। স্কটিশ প্রধানমন্ত্রী নিকোলা স্টার্জেনের ইস্তফার পর মঙ্গলবারই পাক (Pakistan) বংশোদ্ভূত এই রাজনৈতিক নেতাকে তরুণতম ও প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে স্কটল্যান্ডের (Scotland) পার্লামেন্টে। ৩৭ বছরের ইউসুফ সোমবারই অল্প ভোটের ব্যবধানে জিতে স্কটিশ ন্যাশনাল পার্টির সর্বোচ্চ পদে আসীন হন।[/expand]


২। সিডনি ক্রিকেট গ্রাউন্ড (SCG) কোন ভারতীয় ক্রিকেটারের ৫০তম জন্মদিনে তার নামে গেট নামকরণ করে সম্মানিত করেছে?

(ক) অনিল কুম্বলে  

(খ) সৌরভ গাঙ্গুলী 

(গ) শচীন টেন্ডুলকার

(ঘ ) রাহুল দ্রাবিড়

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ) শচীন টেন্ডুলকার

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: সিডনি ক্রিকেট গ্রাউন্ড (SCG) শচীন টেন্ডুলকারকে তার 50 তম জন্মদিনে তার নামে গেট নামকরণ করে সম্মানিত করেছে। সকল সফরকারী ক্রিকেটাররা লারা-টেন্ডুলকার গেটসের মাধ্যমে মাঠে নামবেন, এসসিজি জানিয়েছে। এসসিজিতে ব্রায়ান লারার 277 রানের ইনিংসের 30 বছর পূর্তি হল গেটগুলির উন্মোচনও করা হয়।[/expand]


Important Day Current Affairs 2023

৩। বিশ্ব ম্যালেরিয়া দিবস (World Malaria Day) কোন দিনটি পালন করা হয়ে থাকে ?

(ক) ২৫শে এপ্রিল

(খ) ২৪শে এপ্রিল

(গ) ২৬শে এপ্রিল

(ঘ ) ২৩শে এপ্রিল

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক)  ২৫শে এপ্রিল 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: বিশ্ব ম্যালেরিয়া দিবস (WMD) হল একটি আন্তর্জাতিক পালন যা প্রতি বছর ২৫শে এপ্রিল স্মরণ করা হয় এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। এটি ২০০৭ সালের ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় ডাব্লুএইচও সদস্য দেশগুলি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[/expand]


৪। ২৪শে এপ্রিল কোন বিখ্যাত ভারতীয় ক্রিককেটার তাঁর ৫০তম জন্ম দিন পালন করলেন?

(ক) মহেন্দ্র সিং ধোনি 

(খ)  সচিন তেন্ডুলকর 

(গ)  রহিত শর্মা 

(ঘ ) বিরাট  কহোলি

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) সচিন তেন্ডুলকর 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: শচীন রমেশ টেন্ডুলকার হলেন একজন ভারতীয় প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়। তাঁর  জন্ম ২৪ শে এপ্রিল ১৯৭৩ মুম্বাইতে । তিনি টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেট , মোট ১০০ টি শত রান করেছেন যা এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন অক্ষত রেকর্ড।[/expand]


National Current Affairs in Bengali

৫।  বিশ্বের প্রথম উচ্চতম রেল সেতুর (World’s Highest Railway Bridge) নাম কি?

(ক) হাইবার ব্রিজ

(খ)  লাদাখ ব্রিজ

(গ)   বৈকাল ব্রিজ

(ঘ ) চেনাব ব্রিজ

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ) চেনাব ব্রিজ

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: বিশ্বে প্রথম উচ্চতম রেল সেতু চেনাব ব্রিজ (Chenab Bridge)। এর মোট দৈর্ঘ্য ৩৫৯ মিটার। প্য়ারিসের আইফেল টাওয়ারের থেকেও ১০০ মিটার উঁচু এই রেল সেতু। [/expand]


৬। মারাঠওয়াড়া রেলওয়ে কোচ কারখানায় ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত যেখানে সম্প্রতি ১২০টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে?

(ক) মহারাষ্ট্র  

(খ) পশ্চিমবঙ্গ 

(গ) গুজরাট 

(ঘ ) অন্ধ্র প্রদেশ

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) মহারাষ্ট্র 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: মহারাষ্ট্রের লাতুরে 120টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। অন্তত 120টি বন্দে ভারত ট্রেন মহারাষ্ট্রের লাতুরে মারাঠওয়াড়া রেলওয়ে কোচ কারখানায় তৈরি করা হবে এবং আগস্টের মধ্যে উৎপাদন শুরু করার প্রচেষ্টা চলছে, কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব পাতিল দানভে বলেছেন।[/expand]


৭। সম্প্রতি সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন (CBSE) দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বছর বয়সের নিচে শিশুদের প্রথম শ্রেণীতে ভর্তি করা যাবে না?

(ক) পাঁচ বছর

(খ)  ছয় বছর ছ মাস

(গ) ছয় বছর

(ঘ ) সাত বছর ছয় মাস

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ)  ছয় বছর

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ২০২৩২৪ শিক্ষাবর্ষে সেকেন্ডারী বোর্ড অফ এডুকেশন দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোন শিশুর বয়স ৩১ শে মার্চ ২০২৩ অনুযায়ী ৬ বছরের নিচে হলে প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। [/expand]


৮। সম্প্রতি কোন রাজ্যে চারটি ই-গভর্নেন্স পরিষেবা সর্বভারতীয় স্তরে পুরস্কৃত হয়েছে?

(ক) গুজরাট

(খ)  উত্তর প্রদেশ

(গ) আসাম 

(ঘ ) পশ্চিমবঙ্গ

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ)  পশ্চিমবঙ্গ 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চালু করা হয় অভিযোগ পেয়ে সমাধানের পরিষেবা। যাতে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন বহু মানুষ। আর সেই পরিষেবার জন্যই এক্সেলেন্স পুরস্কার এল রাজ্যের ঘরে। এর পাশাপাশি আরও তিনটি ই-গভর্ন্যান্স পরিষেবা জিতে নিয়েছে সর্বভারতীয় পুরস্কার। মাইনর মিনারেল সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাত্‍ জলের সমস্যা মেটাতে সফল হয়েছে সরকার। খাদ্যসাথী অনলাইন পরিষেবা। এবং ইন্ট্রিগ্রেটেড কোভিড ম্য়ানেজমেন্ট সিস্টেম। অর্থাত্‍ করোনা মোকাবিলায় রাজ্য যে পদক্ষেপ নিয়েছে, তাও প্রশংসা কুড়িয়েছে জাতীয় স্তরে। রাজ্য সরকারকে এই পরিষেবাগুলির জন্য পুরস্কৃত করেছে কম্পিৃউটার সোসাইটি অফ ইন্ডিয়া।[/expand]


Sports Current Affairs in Bengali

। সম্প্রতি কোন দেশ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৫ম উইকেট জুটির বিশ্ব রেকর্ড ভেঙেছে?

(ক) ভারত 

(খ) নিউজিল্যান্ড

(গ) অস্ট্রেলিয়া

(ঘ ) পাকিস্তান

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) নিউজিল্যান্ড

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: পাকিস্তানের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে পঞ্চম উইকেটের সর্বোচ্চ জুটির বিশ্ব রেকর্ড ভেঙেছে। মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশাম রেকর্ড গড়তে 121 রানের অপরাজিত অংশীদারিত্ব করেন। আগের রেকর্ডটি (119 রান) যৌথভাবে পাকিস্তানের মিসবাহ-উল-হক এবং শোয়েব মালিক এবং আয়ারল্যান্ডের জর্জ ডকরেল এবং কার্টিস ক্যাম্পারের দখলে ছিল।[/expand]


১০। সম্প্রতি IPL ইতিহাসে দিল্লি ক্যাপিটালস তাদের সর্বনিম্ন স্কোর রক্ষা করে, কোন দলকে পরাজিত করে তাদের টানা ২য় জয় রেকর্ড করে?

(ক)  কলকাতা নাইট রাইডার্স

(খ) সান রাইজার্স হায়দ্রাবাদ

(গ)  গুজরাট টাইটানস

(ঘ )  রাজস্থান রয়েলস

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  সানরাইজার্স হায়দ্রাবাদ

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: দিল্লি ক্যাপিটালস (ডিসি) সোমবার সফলভাবে আইপিএল ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর রক্ষা করেছে, সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) সাত রানে হারিয়েছে। ডিসি মোট 144/9 স্থাপন করে এবং তাদের 20 ওভারে SRH কে 137/6 এ সীমাবদ্ধ করতে সক্ষম হয়। ডিসি এখন পরপর দুটি ম্যাচ জিতেছে, আর এসআরএইচ তিনটি টানা পরাজিত হয়েছে।[/expand]


১১। ২০২৩ সালের আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে ২৪শে এপ্রিল ৩৪তম ম্যাচটি কোন কোন দলের মধ্যে খেলা হয়েছিল?

(ক)  মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটানস

(খ) দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ

(গ)  রাজস্থান রয়েলস এবং চেন্নাই সুপার কিংস

(ঘ )  রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজ হায়দ্রাবাদ 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ২০২৩ সালের আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে ৩৪ তম ম্যাচটি চব্বিশে এপ্রিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা হয়েছিল যে খেলায় দিল্লি ক্যাপিটাল ৭ রানে জয়লাভ করে। [/expand]


১২। ২০২৩ সালের আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে ২৪শে এপ্রিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটিতে প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কার কে পেয়েছিলেন?

(ক) হ্যারি ব্রুক

(খ)  অক্ষর প্যাটেল

(গ) ডেভিড ওয়ার্নার

(ঘ )  ভুবনেশ্বর কুমার

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  অক্ষর প্যাটেল

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ২০২৩ সালের ২৪ এপ্রিল আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের ৩৪তম ম্যাচ দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং এই ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার পান অক্ষর প্যাটেল।  তিনি ৩৪ বলে ৩৪ রান করেন এবং ৪ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট পান।[/expand]


আর পড়ুন:

26th April Bengali Current Affairs 2023
24th April Bengali Current Affairs 2023
Daily Bengali Current Affairs 2023
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!