Bengali Current Affairs 26th January 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে জানুয়ারি ২০২৩
26th January Bengali Current Affairs 2023 Questions Answers || ২৬শে জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। কোন আবিষ্কারের জন্য ডক্টর দিলীপ মহলানবিশকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ দেওয়া হয়েছে?
(ক) ও আর এস
(খ) কোভিড 19 ভ্যাকসিন
(গ) পালস পোলিও ভ্যাকসিন
(ঘ) এইচআইভি ভ্যাকসিন
২। আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষের সেরা ক্রিকেটার কে হয়েছেন?
(ক) ঈশান কিষান
(খ) সূর্য কুমার যাদব
(গ)বিরাট কোহলি
(ঘ) বাবার আজাম
৩। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) দ্বারা পরিচালিত সৌর মিশনের নাম কি?
(ক)ভারত এল ওয়ান
(খ) আদমি এস টু
(গ)আদিত্য এল ওয়ান
(ঘ)পোলেড এল টু
৪। ভারতবর্ষে কোন দিনটিকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসাবে পালন করা হয়?
(ক)২৩ শে জানুয়ারি
(খ) ২৬ শে জানুয়ারি
(গ)২৪ শে জানুয়ারি
(ঘ)২৫শে জানুয়ারি
৫। ২০২৩ সালের ২৬শে জানুয়ারির পর থেকে ভারতের সর্বোচ্চ বিচারালয়, সুপ্রিম কোর্টের’ রায় কতগুলি আঞ্চলিক ভাষায় প্রকাশিত হবে?
(ক)১৩ টি আঞ্চলিক ভাষা
(খ) ১২ টি আঞ্চলিক ভাষা
(গ) ১১ টি আঞ্চলিক ভা
(ঘ) ২০টি আঞ্চলিক ভাষা
৬। ২৫শে জানুয়ারি ২০২৩ সালে কোন বিখ্যাত কবির দ্বিশতবর্ষ জন্ম দিবস পালন করা হয়েছে?
(ক)জন কিটস
(খ)মাইকেল মধুসূদন দত্ত
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) উইলিয়াম শেক্সপিয়ার
৭। কোন ভারতীয় সত্যজিৎ রায়ের পর একাডেমিক অ্যাওয়ার্ডস(অস্কার)এর মনোনয়ন পেয়ে বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন কে?
(ক) সৌম্য রায়
(খ) সুমিত মাইতি
(গ) শৌণক সেন
(ঘ)বিকাশ তালুকদার
৮। কোন শিল্পীর হাতে কাটা কাগজের চিত্রটি ভারতের 74 তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য গুগল দ্বারা নির্বাচিত হয়েছে?
(ক) হরমন প্রীত সিং
(খ) কল্যাণ কৃষ্ণমূর্তি
(গ) কৌরব ত্রিবেদী
(ঘ) পার্থ কোথেকার
৯। সম্প্রতি ইউনেস্কো (UNESCO) বিশ্বের কোন শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করেছে?
(ক) ইউক্রেনের ওডেসা
(খ)সুইডেনের গোথেনবার্গ
(গ) চীনের সুজৌ
(ঘ) সৌদি আরবের রিয়াদ
১০। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা মিশরের রাষ্ট্রপতির নাম কি?
(ক) আদলি মানসু
(খ) আবদেল ফাত্তাহ এল-সিসি
(গ) গামাল আবদেল নাসের
(ঘ)মোহাম্মদ হুসাইন তানতাভী
26th January Bengali Current Affairs 2023 Answers || ২৬শে জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ উত্তর
26th January Bengali Current Affairs 2023 এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।
১। (ক) ওআরএস
গুরুত্বপূর্ণ তথ্য: একবিংশ শতকের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ও আর এস এর জনক ডাক্তার দিলীপ মহলানবিশকে সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে তাকে মরণোত্তর পদ্মভিভূষণের মতো দেশের দ্বিতীয় বড় সম্মান প্রদানের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
2। (খ) সূর্য কুমার যাদব
গুরুত্বপূর্ণ নোট: আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্য কুমার যাদব। ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে তার সংগ্রহ মোট রান ১১৬৪। গড় ৪৬.৫৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। দুটি সেঞ্চুরির পাশাপাশি তিনি করেছেন নয়টি অর্ধশত রান।
৩।(গ) আদিত্য এল ওয়ান
গুরুত্বপূর্ণ নোট: ভারতের প্রথম সূর্যাভিনের অঙ্গ হিসাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো হাতে পেলোড নামক ভেজিবল লাইন এমিশন করোনাগ্রাফ (ভিএলইসি) তুলে দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রফিজিক্স। ২০২৩ সালের মাঝামাঝি ইসরোর সৌর মিশন ‘আদিত্য এল ওয়ান’ লঞ্চ করা হবে।
৪।(ঘ) ২৫ শে জানুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য, ভারত সরকার প্রতি বছর ২৫শে জানুয়ারিকে “জাতীয় ভোটার দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৫শে জানুয়ারী ২০১১ থেকে শুরু হয়েছে।
৫।(ক) ১৩ টি আঞ্চলিক ভাষা
গুরুত্বপূর্ণ নোট: দেশের ৭৪ তম সাধারণতন্ত্র দিবসে পর থেকে ১৩টি আঞ্চলিক ভাষায় মিলবে সুপ্রিম কোর্টের রায়। এই ভাষাগুলি হল অসমীয়া, গারো, কন্নড়, খাসি, মালায়ালাম, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু ও হিন্দিতে মিলবে পুরনো ১ হাজার ২৬৮ রায়ের অনুবাদ এবং করে তা বাংলা ভাষাতেও প্রকাশিত হবে। সুপ্রিম কোর্টের ওয়েব পোর্টাল ‘ই-এসসিআর’ এ মিলবে আঞ্চলিক ভাষার এই রায়গুলি ।
৬। (খ) মাইকেল মধুসূদন দত্ত
গুরুত্বপূর্ণ নোট: মাইকেল মধুসূদন দত্ত ২৫শে জানুয়ারি ১৮২৪সালে জন্মগ্রহণ করেছিলেন। ছিলেন বাঙালি কবি এবং নাট্যকার। মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়। তিনি বাংলা সনেটের জনক। তিনিই সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ (ফাঁকা শ্লোক) তৈরি করেন। ১৮৭৩ সালের ২৯ জুন ভারতের কলকাতায় দত্তের মৃত্যু হয়। তার দ্বিশতবর্ষ জন্ দিবস উপলক্ষে কলকাতার মধুসূদন মঞ্চে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবি কে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
৭।(গ) শৌণক সেন
গুরুত্বপূর্ণ নোট: তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস ’ ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য একাডেমিক আওয়ার্ডস অস্কার মনোনয়ন পেয়ে বিশ্বমঞ্চ ইতিহাস বললেন শৌণক সেন। ‘অল দ্যাট ব্রেদস’ রাইজ ফিল্মস-এর ব্যানারে শৌনক সেন, আমান মান এবং টেডি লিফার প্রযোজনা করেছেন। ‘অল দ্যাট ব্রেদস’ জটিল স্তরবিশিষ্ট প্রতিকৃতিটি একটি বিকশিত শহর এবং একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে উদ্দেশ্য দ্বারা আবদ্ধ প্রকাশ করে কারণ এটি ভাইবোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদকে অনুসরণ করে, যারা আহত পাখিদের উদ্ধার ও চিকিৎসা করে।
৮। (ঘ) পার্থ কোথেকার
গুরুত্বপূর্ণ নোট: আহমেদাবাদ-ভিত্তিক শিল্পী পার্থ কোথেকারের হাতে কাটা কাগজের চিত্রটি ভারতের 74 তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ডুডলের জন্য Google দ্বারা নির্বাচিত হয়েছিল। তিনি তার জটিল কাগজ-কাটা ডিজাইনের জন্য পরিচিত এবং তার কাজ লন্ডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে প্রদর্শিত হয়েছে বলে জানা গেছে। 2016 সালে নিউজিল্যান্ড সরকার তাকে তার কাজ প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানায়।
৯। (ক) ইউক্রেনের ওডেসা
গুরুত্বপূর্ণ নোট: ইউক্রেনের ওডেসা শহর, প্রায়শই “কালো সাগরের মুক্তা” হিসাবে বর্ণনা করা হয়, এটি ইউনেস্কো কর্তৃক বিপন্ন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে। “যখন যুদ্ধ চলছে, এই শিলালিপিটি আমাদের সম্মিলিত সংকল্পকে মূর্ত করে যাতে এই শহরটিকে আরও ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়,” বলেছেন ইউনেস্কোর মহাপরিচালক, অড্রে আজৌলে। রাশিয়া এই পদক্ষেপের নিন্দা করে বলেছে যে এটি “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত”।ইউক্রেনের ওডেসা শহর, প্রায়শই “কালো সাগরের মুক্তা” হিসাবে বর্ণনা করা হয়, এটি ইউনেস্কো কর্তৃক বিপন্ন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে। “যখন যুদ্ধ চলছে, এই শিলালিপিটি আমাদের সম্মিলিত সংকল্পকে মূর্ত করে যাতে এই শহরটিকে আরও ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়,” বলেছেন ইউনেস্কোর মহাপরিচালক, অড্রে আজৌলে। রাশিয়া এই পদক্ষেপের নিন্দা করে বলেছে যে এটি “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত”।
১০।(খ) আবদেল ফাত্তাহ এল-সিসি
গুরুত্বপূর্ণ নোট: মিশরীয় সেনাবাহিনীর দলটি বৃহস্পতিবার প্রথমবারের মতো কার্তব্য পথে যাত্রা করেছে কারণ ভারত তার 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। এই দলটির নেতৃত্বে ছিলেন কর্নেল মাহমুদ মোহাম্মদ আবদেল ফাত্তাহ এল খারাসাউয়ি এবং এতে ১৪৪ জন সৈন্য ছিল। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার সময় এটি আসে।
আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন | |
---|---|
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন | পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন |
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf) | |
---|---|
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স | Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স |