28th April Current Affairs in Bengali 2023

28th April Current Affairs in Bengali 2023 contains updated news of Today’s Bengali Current Affairs 2023 happening worldwide.

Stay ahead of the curve with the 28th April Daily Current Affairs in Bengali 2023, an essential resource for both current affairs lovers and for those preparing for competitive exams like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

So, stay up-to-date with the Daily Current Affairs in Bengali on 28th April 2023 which is coined with the latest news and events worldwide. So why wait? Check it out today and discover the latest current affairs in the Bengali Language from around the world!

Questions Answers on 28th April Current Affairs in Bengali || ২৮শে এপ্রিল ২০২৩ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

28th April Current Affairs in Bengali 2023 সংক্রান্ত আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর (Questions and Answers) নীচে দেওয়া হলো যা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের 28th April Daily Current Affairs in Bengali 2023 শিরোনামের অন্তর্গত; যার নিয়মিত পাঠ যে কোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আর অপেক্ষা করবেন না, আজই ২৮শে এপ্রিল বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর দেখুন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকুন!


১।কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস (World Day for Safety and Health at Work) কোন দিনটি পালন করা হয়?

(ক) এপ্রিল ২৮ 

(খ)  এপ্রিল ২৭ 

(গ) এপ্রিল ২৬ 

(ঘ ) এপ্রিল ২৫

 [expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক)  এপ্রিল ২৮

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস হল জাতিসংঘের একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি ২৮ এপ্রিল পালিত হয়। এই বছরের ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক 2022 থিম হল “একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ একটি মৌলিক নীতি এবং কর্মক্ষেত্রে অধিকার ( “A safe and healthy working environment as a fundamental principle and right at work”)”। থিমের ফোকাস হল একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশের মাধ্যমে চমৎকার কর্মক্ষেত্রের স্বাস্থ্য বৃদ্ধির বিষয়ে হাইলাইট প্রদান করা।[/expand]


২। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) তে স্নাতক এবং মাস্টার ডিগ্রী একসঙ্গে কোথায় পড়াশোনা করবার উপরে জোর দেওয়া হয়েছে।

(ক) মহাবিদ্যালয়

(খ)  বিশ্ববিদ্যালয়

(গ)  নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে

(ঘ ) গবেষণাগারে

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ) বিশ্ববিদ্যালয়

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: নতুন জাতীয় শিক্ষানীতি তে স্নাতক এবং মাস্টার ডিগ্রী একসঙ্গে বিস্ময় বিদ্যালয়গুলির পড়াশোনার পরিকাঠামোকে ঢেলে সাজানো হচ্ছে এবং অনলাইনে একাধিক কোর্সের উপরে জোর দেওয়া হয়েছে।[/expand]


৩। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) তে পড়ুয়াদের জন্য কত বছরের স্নাতক ডিগ্রী করা হয়েছে?

(ক) পাঁচ বছর

(খ) ছয় বছর

(গ) চার বছর

(ঘ ) সাড়ে তিন বছর

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ)  চার বছর

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: নতুন জাতীয় শিক্ষানীতি তে চার বছরের স্নাতক ডিগ্রি পাবে পড়ুয়ারা, আগের মতো তিন বছর শেষের স্নাতক স্তরের ডিগ্রী কোর্স এবং দু বছর শেষে মাস্টার ডিগ্রী কোর্স বাতিল করা হয়েছে জাতীয় শিক্ষানীতি তে প্রত্যেক বছরই সেমিস্টার ভিত্তিক সার্টিফিকেট দেওয়াসহ অনলাইনে একাধিক করছে সুবিধা থাকবে।[/expand]


৪। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy)তে কত বছর পড়াশোনা করলে ব্যাচেলার ডিগ্রী উইথ অনার্স আর রিসার্চ পাওয়া যাবে?

(ক)   সাড়ে তিন বছর। 

(খ)   তিন বছর

(গ)   পাঁচ বছর

(ঘ )   চার বছর

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ)   চার বছর

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: পড়ুয়ার চার বছর পরলে ব্যাচেলার ডিগ্রী উইথ অনার্স অর রিসার্চ পাবে। পড়ুয়াদের মোট আটটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে চতুর্থ বছরে রিসার্চ স্ট্রিম যারা নেবে তাদের ব্যাচেলার ডিগ্রী রিসার্চ বলা হবে। [/expand]


৫। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) অনুযায়ী চার বছরের অনার্স ডিগ্রি সম্পূর্ণ করার পরে  পড়ুয়াদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবার জন্য কত বছর পড়াশোনা করতে হবে?

(ক) এক বছর

(খ) দু’বছর

(গ) তিন বছর

(ঘ) ৬ মাস

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক) এক বছর

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আটটি সেমিস্টারের চার বছরের ব্যাচেলর ডিগ্রী উইথ অনার্স আর রিসার্চ থাকলে পড়ুয়াদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য এক বছরের পড়াশোনা করতে হবে। [/expand]


৬। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) অনুযায়ী মোট কটি সেমিস্টারের পরীক্ষার মাধ্যমে একজন পড়ুয়া ব্যাচেলার ডিগ্রী উইথ অনার্স আর রিসার্চ পাবে?

(ক)  ৭টি

(খ)   ৮টি 

(গ)  ৬টি

(ঘ )  ৪টি

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  ৮টি

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মোট আটটি সেমিস্টারের মাধ্যমে একজন পড়ুয়া তার ব্যাচেলর ডিগ্রি উইথ অনার্স রিসার্চ পাবে অর্থাৎ তাকে মোট চার বছর পড়াশোনা করতে হবে। [/expand]


৭। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) অনুযায়ী প্রথম ছটি সেমিস্টারে মোট কত শতাংশ নম্বর পেলে তবেই একজন পড়ুয়া অনার্স পড়ার সুযোগ পাবে।?

(ক) ৬৫%

(খ)  ৮০%

(গ)  ৭৫%

(ঘ )  ৫০%

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (গ)  ৭৫% 

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: একজন পড়ুয়া ৩ বছরের মোট ছটি সেমিস্টারে সর্বমোট ৭৫ শতাংশ নম্বর পেলেই তবে অনার্স পড়ার সুযোগ পাবে। [/expand] 


৮।জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) অনুযায়ী যে সমস্ত পড়ুয়ারা তিন বছরের ব্যাচেলার ডিগ্রি করেছেন তাদের জন্য স্নাতকোত্তর ডিগ্রী পাওয়ার জন্য কত বছরের পড়াশোনা করতে হবে?

(ক) এক বছর

(খ) আড়াই বছর

(গ) দেড় বছর

(ঘ ) দুই বছর

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ঘ) দুই বছর

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তিন বছরের অনার্স ডিগ্রিধারী পড়বাদের স্নাতকোত্ত ডিগ্রি করতে গেলে আরো দু বছর পড়তে হবে এবং শেষ বছর সম্পূর্ণ রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে হবে। [/expand]


৯। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) অনুযায়ী কোন ডিগ্রী পাওয়ার জন্য স্নাতকোত্তর বা চার বছরের ব্যাচেলর ডিগ্রি উইথ অনার্স আর রিসার্চ করতে হবে?

(ক)   পি এইচ ডি

(খ)    এম এইচ ডি

(গ)   বি এল বি

(ঘ )   এম এস সি

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (ক)  পি এইচ ডি

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: কোন আগ্রহী শিক্ষার্থী পিএইচডি করতে চাইলে তাকে অবশ্যই নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্নাতকোত্তর বা চার বছরের ব্যাচেলার ডিগ্রী উইথ অনার্স আর রিসার্চ করতে হবে।[/expand]


১০। জাতীয় শিক্ষানীতি ২০২৩ (National Education Policy) অনুযায়ী কত বছর পড়াশোনা করলে সার্টিফিকেট এবং ডিপ্লোমা পাওয়া যাবে।?

(ক)   ছয় মাস পরলে সার্টিফিকেট এবং আট মাস পড়লে ডিপ্লোমা।

(খ)   এক বছর পরলে সার্টিফিকেট এবং দু’বছর পড়লে ডিপ্লোমা

(গ)   , তিন বছর পড়লে সার্টিফিকেট এবং চার বছর পরলে ডিপ্লোমা

(ঘ )   ৬ মাস পরলে সার্টিফিকেট এবং এক বছর পরলে ডিপ্লোমা

[expand title=”👁️উত্তর দেখুন” swaptitle=”বন্ধ করুন”]

উত্তর: (খ)  এক বছর পরলে সার্টিফিকেট এবং

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য:  ২০২৩ নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কোন পড়ুয়া এক বছর পড়লেই সার্টিফিকেট পাবে এবং তাকে দুটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে। এছাড়া সেই পড়ুয়া যদি ডিপ্লোমা কোর্স অর্জন করতে চায়  তাহলে তাকে দুবছর পড়তে হবে এবং চারটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। তিন বছর পড়লে স্নাতক ডিগ্রী পাবেন যা ছটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে এবং চার বছর পড়লে ব্যাচেলার উইথ অনার্স অর রিসার্চ পাবে যা আটটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। [/expand]


আর পড়ুন:

29th April Bengali Current Affairs 2023
27th April Bengali Current Affairs 2023
Daily Bengali Current Affairs 2023
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!