4th January Bengali Current Affairs 2023

4th January Bengali Current Affairs 2023  has been presented here. Bengali Current Affairs is an essential portion for every competitive exam like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.

4th January Bengali Current Affairs 2023

Bengali Current Affairs 4th January 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৪ঠা জানুয়ারি ২০২৩

4th January Bengali Current Affairs 2023  সাজানো হয়েছে বিভিন্ন সূত্র, খবরের চ্যানেল, এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা বিভিন্ন খবরের মাধ্যমে ।4th January Bengali Current Affairs 2023 সংক্রান্ত  বাংলায় দশটি প্রশ্ন ও উত্তর সাজানো হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং উত্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত প্রশ্নের শেষে দেওয়া হয়েছে।
আরও দেখুন
ভূগোল: জেনারল নলেজ ইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজ ভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজ সাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজ খেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর: জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২


4th January Bengali Current Affairs 2023 Questions Answers ||৪ঠা জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর

4th January Bengali Current Affairs 2023 সংক্রান্ত  Questions and Answers নীচে দেওয়া হলো যার নিয়মিত পাঠ যেকোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। বিশ্ব ব্রেইল দিবস প্রত্যেক বছর কত তারিখে পালিত হয়?

(ক) 4 জানুয়ারি
(খ) 3 জানুয়ারি
(গ) 2 জানুয়ারি
(ঘ) 1 জানুয়ারি


২। সম্প্রতি কোন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে 2022 সালে বিশ্বে খাদ্যের দাম সর্বাধিক ছিল?

(ক) ফুড এন্ড রিসার্চ অর্গানাইজেশন
(খ) ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন
(গ) ফুড এন্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশন
(ঘ) ফুড এন্ড এস্টিমেট অর্গানাইজেশন


৩। বিশ্বের দীর্ঘতম জলগামি ক্রূজ এর নাম কি?

(ক) ভ্রমণবিলাস
(খ) জলবিলাস
(গ) গঙ্গা বিলাস
(ঘ) সমুদ্র বিলাস


৪। সম্প্রতি 2022 সালের আমানতের জন্য সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকা আরবিআই প্রকাশ করেছে তার মধ্যে প্রথম স্থানে কোন ব্যাংক রয়েছে?

(ক) ICICI
(খ)HDFC
(গ) PNB
(ঘ)SBI


৫। সম্প্রতি কোন রাজ্যে দশম শ্রেণীর এক পড়ুয়া অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে একটি সুরক্ষিত স্মার্ট হেলমেট বানিয়েছে?

(ক)হিমাচল প্রদেশ
(খ) অন্ধপ্রদেশ
(গ) মিজোরাম
(ঘ) অরুণাচল প্রদেশ


৬। সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্যে বিশ্বের সবচাইতে বড় হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে?

(ক) পশ্চিমবঙ্গ
(খ) উড়িষ্যা
(গ) গুজরাট
(ঘ) পাঞ্জাব


৭। যোশীমঠ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত সাম্প্রতিক জলের তলায় তলিয়ে গিয়েছে?

(ক) আসাম
(খ)মেঘালয় হ
(গ) উত্তরাখণ্ড
(ঘ) বিহার


৮। চরম আবহাওয়ার কারণে সরকার কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী 2022 সালে কোন রাজ্যে সর্বাধিক ব্যক্তির মৃত্যু ঘটেছে?

(ক) মহারাষ্ট্র
(খ) উত্তর প্রদেশ
(গ) আসাম
(ঘ) বিহার


৯। বিশ্বকাপ হকি প্রতিযোগিতা 2023 সালে ভারতের প্রথম ম্যাচ কত তারিখ থেকে শুরু হতে চলেছে?

(ক)১৩ই জানুয়ারি
(খ) ১৪ই জানুয়ারি
(গ) ১৫ই জানুয়ারি
(ঘ) ১৬ই জানুয়ারি


১০। অটো বিক্রির দিক থেকে 2022 সালে ভারত বর্ষ বিশ্বব্যাপী কততম হয়েছে?

(ক) দ্বিতীয় বৃহত্তম
(খ) তৃতীয় বৃহত্তম
(গ) চতুর্থ বৃহত্তম
(ঘ) পঞ্চম বৃহত্তম


4th January Bengali Current Affairs 2023 Answers || ৪ঠা জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ উত্তর

4t January Bengali Current Affairs 2023 এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।

১। (ক) 4 জানুয়ারি

গুরুত্বপূর্ণ তথ্য: বিশ্ব ব্রেইল দিবস প্রতি বছর 4 জানুয়ারি লুই ব্রেইলের সম্মানে পালন করা হয়, যিনি অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি পঠন ও লেখার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ব্রেইল (19 শতকের ফ্রান্সে এর উদ্ভাবক লুই ব্রেইলের নামে নামকরণ করা হয়েছে) অন্ধ এবং আংশিকভাবে দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিরা ভিজ্যুয়াল ফন্টে মুদ্রিত বই এবং সাময়িকী পড়ার জন্য ব্যবহার করেন। বিশ্ব ব্রেইল দিবস, 2019 সাল থেকে পালিত হয়, অন্ধ এবং আংশিকভাবে দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্রেইলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে।

2। (খ) ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন

গুরুত্বপূর্ণ নোট: জাতিসংঘের খাদ্য সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) জানিয়েছে, ২০২২ সালে বিশ্ব খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। FAO-এর খাদ্য মূল্য সূচক, খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্য ট্র্যাক করে।এই সংস্থা 1990 সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ, FAO বলেছে।

৩। (গ) গঙ্গা বিলাস

গুরুত্বপূর্ণ নোট: গঙ্গা বিলাস, বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ যা 13 জানুয়ারী যাত্রা শুরু করবে এবং এটি, 50 দিনে 3,200 কিলোমিটার অতিক্রম করবে। এটি ভারত ও বাংলাদেশের 27টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে। এটিতে 18টি স্যুট রয়েছে এবং এতে 80 জন যাত্রী থাকতে পারে। ক্রুজে জিম, স্পা, ওপেন-এয়ার অবজারভেশন ডেক এবং ব্যক্তিগতকৃত বাটলার পরিষেবার মতো সুবিধা থাকবে।

৪। (ঘ) SBI

গুরুত্বপূর্ণ নোট: বর্তমানে ভারতে প্রাইভেট সেক্টর ব্যাংকের সংখ্যা 21 টি ও পাবলিক সেক্টর ব্যাংক এর সংখ্যা 12 টি। 2022 সালের আরবিআই কর্তৃক প্রকাশিত সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকায় প্রথম স্থানে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাংক ও তৃতীয় স্থানে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক.

৫। (ক) হিমাচল প্রদেশ

গুরুত্বপূর্ণ নোট: হিমাচল প্রদেশের চাম্বা জেলার দশম শ্রেণীর ছাত্রী ঋদ্ধিমা ঠাকুর এই স্মার্ট হেলমেট বানিয়েছে। বাইক বা স্কুটি আরোহীর কোনো দুর্ঘটনা ঘটলেই বিপদ হলে এই স্মার্ট হেলমেটটি তার বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। হেলমেট তৈরিতে প্রেসার প্লেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

৬। (খ) উড়িষ্যা

গুরুত্বপূর্ণ নোট: উড়িষ্যা রাউলকেল্লা বিশ্বের সবচাইতে বড় হকি স্টেডিয়াম সম্প্রতি তৈরি করা হয়েছে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এ রয়েছে ২২৫ ঘর। হকি বিশ্বকাপের খেলা গুলি স্টেডিয়ামে হবে।স্টেডিয়াম টির নাম হল বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম।

৭। (গ) উত্তরাখণ্ড

গুরুত্বপূর্ণ নোট: ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির ডিরেক্টর কালাচাঁদ সাইন বলেছেন, বেশ কয়েকটি কারণ উত্তরাখণ্ডের জোশিমঠের তলিয়ে যাওয়ার দিকে পরিচালিত করেছে যার মধ্যে এর দুর্বল ভিত্তি রয়েছে কারণ এটি একটি ভূমিধসের ধ্বংসাবশেষের উপর তৈরি হয়েছিল। জোশিমঠ সিসমিক জোন V-এ অবস্থিত, যা ভূমিকম্প এবং জলের ক্ষরণ প্রবণ। জনসংখ্যা এবং পর্যটকদের চাপও বেড়েছে, সাইন যোগ করেছেন।

৮। (ঘ) বিহার

গুরুত্বপূর্ণ নোট: 2022 সালে চরম আবহাওয়ার কারণে ভারতে 2,227 জন মারা গেছে, সরকার বলেছে। 2022 সালে বিহারে চরম আবহাওয়ার কারণে 418 জন মারা গেছে, তারপরে আসাম (257) এবং উত্তর প্রদেশ (201)। আরও, 2022 সালে চরম আবহাওয়ার কারণে মহারাষ্ট্র এবং ওড়িশায় 194 জন মারা গিয়েছিল।

৯। (ক) ১৩ই জানুয়ারি

গুরুত্বপূর্ণ নোট: 2023 সালে হকি বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ 13 ই জানুয়ারি স্পেনের বিরুদ্ধে নব-নির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে হবে। ভারতের গ্রুপে রয়েছে ইংল্যান্ড স্পেন এবং ওয়েলস। ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে।

১০। (খ) তৃতীয় বৃহত্তম

গুরুত্বপূর্ণ নোট: 2022 সালে ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটো বাজারে পরিণত হয়েছে, Nikkei Asia রিপোর্ট করেছে৷ ভারতের নতুন গাড়ির বিক্রি ছিল 42.5 লাখ ইউনিট, যা জাপানে বিক্রি হওয়া 42 লাখের উপরে।

আরও দেখুন
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!