Stay informed and up-to-date on the latest 8th February Bengali Current Affairs 2023 with our comprehensive coverage and reliable updates on the events shaping the Bengali Community. Discover the latest news and trends in Bengali current affairs today!
Basically, Bengali Current Affairs is a well-known topic that consists of daily happenings worldwide in the Bengali language. Today 8th February Bengali Current Affairs 2023 has been published here as can be seen in this article that is important for every competitive exam like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.
Bengali Current Affairs 8th February 2023 || ৮ই ফেব্রুয়ারী বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩
8th February Bengali Current Affairs 2023 সাজানো হয়েছে বিভিন্ন সূত্র, খবরের চ্যানেল, এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা বিভিন্ন খবরের মাধ্যমে।7th February Bengali Current Affairs 2023সংক্রান্ত বাংলায় দশটি প্রশ্ন ও উত্তর সাজানো হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং উত্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত প্রশ্নের শেষে দেওয়া হয়েছে।
Questions Answers on 8th February Bengali Current Affairs || ৮ই ফেব্রুয়ারী বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
8th February Bengali Current Affairs 2023 সংক্রান্ত Questions and Answers নীচে দেওয়া হলো যার নিয়মিত পাঠ যেকোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। সম্প্রতি ভারতবর্ষের কোথায় এরো ইন্ডিয়া ২০২৩ এর প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়েছে?
(ক) বেঙ্গালুরুতে
(খ) কলাইকুন্ডাই
(গ) গুজরাটে
(ঘ) হায়দ্রাবাদে
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (ক) বেঙ্গালুরুতে
গুরুত্বপূর্ণ তথ্য: ২০২৩ সালের অ্যারো ইন্ডিয়ার বিমান প্রদর্শনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে।[/expand]
২। সম্প্রতি কত তারিখ থেকে indian oil corporation জ্বালানি সপ্তাহ পালন করেছে?
(ক) ৫ই থেকে ৮ই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি
(খ) ৬ থেকে ৯ই ফেব্রুয়ারি
(গ)৭ই থেকে ৯ই ফেব্রুয়ারি
(ঘ)৬ই থেকে ১০ই ফেব্রুয়ারি
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (খ) ৬ থেকে ৯ই ফেব্রুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: ৬ই ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত জ্বালানি সপ্তাহ পালন করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই বিশেষ সপ্তাহে প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহার করে জ্যাকেট ও মাফলার তৈরি করা হয়েছে।[/expand]
৩। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন কতগুলি ব্যাংককে ডিজিটাল কারেন্সি প্রকল্পের অধীনে নিয়ে এসেছে?
(ক)তিনটি
(খ)চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (গ) পাঁচটি
গুরুত্বপূর্ণ নোট: রিজার্ভ ব্যাংকের ডিজিটাল কারেন্সি প্রকল্পে সংযোগ হল আরো পাঁচটি নতুন ব্যাংকের। ২০২২ সালের ডিসেম্বরে পাঁচটি শহরে আটটি ব্যাংকে নিয়ে এই প্রকল্প ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুরু করেছিল।[/expand]
৪। এশিয়ার প্রথম ফ্রোজেন লেক ম্যারাথনের আসর কোথায় বসতে চলেছে?
(ক)মানসার লেক
(খ) উলার লেক
(গ) তসো মরিরি লেক
(ঘ) প্যাংগং লেকে
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (ঘ) প্যাংগং লেকে
গুরুত্বপূর্ণ নোট: এশিয়ার প্রথম হাই অলটিটিউড ক্লাইমেট ম্যারাথনের আসর বসতে চলেছে বরফাবৃত প্যাংগং লেকে। এই আসরটির নাম ‘দা লাস্ট রান’। খেলাধুলার মাধ্যমে জলবায়ু সচেতনতা প্রচার করতেই আগামী ২০ ফেব্রুয়ারি এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এটির উদ্যোগ নিয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন অফ লাদাখ।[/expand]
৫। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়াতে ভারত যে অপারেশন চালিয়েছে তার নাম কি?
(ক)অপারেশন দোস্ত
(খ)অপারেশন মার্ক
(গ) অপারেশন ক্লিন
(ঘ) অপারেশন হেল্প
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (ক) অপারেশন দোস্ত
গুরুত্বপূর্ণ নোট: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকারী দল থেকে ত্রাণ চিকিৎসক ঔষধ সব ধরনের সাহায্য পৌঁছে দিচ্ছে ভারত এই কর্মকান্ডের নাম দেওয়া হয়েছে অপারেশন দোস্ত ভারতীয় বায়ুসেনার চতুর্থ ব্লকবাস্টার বিমান সি 17 তুরস্কের মাটি স্পর্শ করেছে। সমস্ত ধরনের ত্রাণ নিয়ে।[/expand]
৬। সম্প্রতি কত তারিখ থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে নবম লিটারেচার ফেস্টিভ্যাল?
(ক) ৮ই ফেব্রুয়ারি
(খ) ৯ ফেব্রুয়ারি
(গ)১০ই ফেব্রুয়ারি
(ঘ) ৭ ফেব্রুয়ারি
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (খ) ৯ই ফেব্রুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: কলকাতা বইমেলা প্রাঙ্গণে ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা লিটারেচার festival এবং এই ফেস্টিভেল চলবে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত।[/expand]
৭। সম্প্রতি সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট এর ডিরেক্টর পদে কে যোগ দিয়েছেন?
(ক) ডক্টর কমল নাথ ত্রিপাঠী
(খ) ডক্টর অসিত বরন চ্যাটার্জী
(গ) ডক্টর নরেশ চন্দ্র মুর্মু
(ঘ) ডক্টর সাদাব হোসেন
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (গ) ডক্টর নরেশ চন্দ্র মুর্মু
গুরুত্বপূর্ণ নোট: সিএসআইআর- সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুরের ডিরেক্টর পদে যোগ দিলেন ডাক্তার ডক্টর নরেশ চন্দ্র মুর্মু। তিনি 1992 সালে শিবপুরের আইআইএসটি বিই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক ডিগ্রী লাভ করেছিলেন। তিনি ১০০টি গবেষণা পত্র লিখেছেন।[/expand]
৮। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোন ভারতীয় বোলার দ্রুততম ৪৫০টি উইকেট সংগ্রহ করেছেন?
(ক) রবীন্দ্র জাদেজা
(খ) কুলদীপ যাদব
(গ) যুজবেন্দ্র চাহাল
(ঘ)রবিচন্দন আশ্বিন
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (ঘ) রবিচন্দন আশ্বিন
গুরুত্বপূর্ণ নোট: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অ্যালেক্স কেরিকে ফেরানোর সঙ্গে সঙ্গে রবিচন্দন আশ্বিন ভারতীয় হিসাবে দ্রুততম ৪৫০ উইকেট সংগ্রহ করলেন টেস্ট ক্রিকেটে। তিনি এই কৃতি স্থাপন করতে নিয়েছেন ৮৯ টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। এর আগে এই কীর্তি করেছিলেন অনিল কুমলে যিনি ৪৫০টি উইকেট পেয়েছিলেন ৯৩ আন্তর্জাতিক টেস্ট ম্যাচএ।[/expand]
৯। সম্প্রতি দাদাসাহেব ফালকে জয়ী কোন পরিচালক 92 বছর বয়সে পরলোকগমন করেছেন?
(ক) কালাতাপাসভি কে বিশ্বনাথ
(খ) মাজহার খান
(গ) ভি শান্তরাম
(ঘ) রাজ কানওয়ার
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (ক) কালাতাপাসভি কে বিশ্বনাথ
গুরুত্বপূর্ণ নোট: তিনি দাদাসাহেব ফাইলকে জয়ী তেলেগু সিনেমার অন্যতম মহান পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।[/expand]
১০। প্রথম ভারতীয় হিসাবে তিনটি গ্রামী (Grammy Award) পুরস্কার জিতে কে ইতিহাস সৃষ্টি করেছেন?
(ক)এ আর রহমান
(খ) রিকি কেজ
(গ) জলি মুখার্জী
(ঘ) দেবী প্রসাদ
[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]
উত্তর: (খ) রিকি কেজ
গুরুত্বপূর্ণ নোট: ভারতীয় সঙ্গীত সুরকার রিকি কেজ তার বিশ্বব্যাপী প্রশংসিত অ্যালবাম ডিভাইন টাইডস উইথ রক-লেজেন্ড স্টুয়ার্ট কোপল্যান্ডের জন্য 65তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে তার তৃতীয় গ্র্যামি পুরস্কার জিতেছেন। তার তৃতীয় গ্র্যামি জেতার পর, রিকি কেজ 3টি গ্র্যামি পুরস্কার জিতে একমাত্র ভারতীয় হয়ে ভারতে ইতিহাস তৈরি করেছেন। রিকির আগের জয়গুলি 2022 2015 সালে ডিভাইন টাইডস অ্যান্ড উইন্ডস অফ সামসারার জন্য ‘বেস্ট নিউ এজ অ্যালবাম’-এর জন্য এসেছিল।[/expand]