Bengali Current Affairs 8th January 2023||বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই জানুয়ারি ২০২৩
8th January Bengali Current Affairs 2023 Questions Answers || ৮ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। হেরিটেজ বেঙ্গল গ্লোবাল সম্প্রতি বিশ্বের কোন দেশে নেতাজির 125 তম জন্ম দিবস পালন করবে?
(ক) ইংল্যান্ডে
(খ) ভারতে
(গ) সাউথ আফ্রিকায়
(ঘ) বাংলাদেশ
২। থিরু শিবকুমার নাদেশন কোন দেশের নাগরিক তিনি সম্প্রতি ‘প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন?
(ক) নেপাল
(খ) শ্রীলংকা
(গ) জাপান
(ঘ)বাংলাদেশ
৩। ডিজিটাল মাধ্যমে নাগরিকদের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার পুরস্কার হিসাবে পশ্চিমবঙ্গকে কোন প্রকল্পের জন্য সম্মানিত করা হয়েছে?
(ক) রোজগার যোজনা
(খ) উজ্জ্বল অর্থনীতি
(গ) দুয়ারে সরকার
(ঘ) বাচাও বিদ্যুৎ
৪। ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য ই সার্ভিসের জন্য ‘গোল্ড সম্মান’ পাচ্ছে Public Digital Platforms – Centaral Ministries, Departments and States এর পক্ষ থেকে?
(ক) মিজোরাম
(খ)নাগাল্যান্ড
(গ)অরুণাচল প্রদেশ
(ঘ)মনিপুর
৫। সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্যে একটি জলাধারের নাম ‘হীরাবা স্মৃতি সরোবর’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
(ক) গুজরাট
(খ)মহারাষ্ট্র
(গ) উত্তরাখান্ড
(ঘ) উত্তর প্রদেশ
৬। Bangaluru বার্ষিক ফুলের প্রদর্শনীর 213 তম সংস্করণ 19 জানুয়ারি কোথায় শুরু হবে?
(ক) কাবন পার্ক
(খ) লালবাগে
(গ) ব্যাঙ্গালোর প্যালেস
(ঘ) ন্যাশনাল গ্যালারি
৭। ইটালির ফুটবল দলের হয়ে বিশ্বকাপ খেলা কোন মহান ফুটবলার সম্প্রতি পরলোকগমন করেছেন?
(ক) জিয়ান্নি রিভেরা
(খ) লুইগি রিভা
(গ) জিয়ানলুকা ভিয়ালি
(ঘ) স্যান্ড্রো মাজোলা
৮। সম্প্রতি রবীন্দ্রসঙ্গীতের কোন কিংবদন্তি শিল্পী পরলোক গমন করেছেন?
(ক)সুচিত্রা সেন
(খ) শ্যামলী মিত্র
(গ) সুচিত্রা মিত্র
(ঘ) সুমিত্রা সেন
৯। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এর ডিরেক্টর অফ ক্রিকেট পদে কোন বিখ্যাত প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় যোগ দিয়েছেন?
(ক) সৌরভ গাঙ্গুলী
(খ)রাহুল দ্রাবিড়
(গ)অনিল কুম্বলে
(ঘ)মহেন্দ্র সিং ধোনি
১০। সম্প্রতি ফ্রান্সের কোন বিখ্যাত ফুটবল খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন?
(ক) লিনিয়ান থুরাম
(খ) হুগো লরিস
(গ) থিয়েরি হেনরি
(ঘ) অলিভার জিরুদ
8th January Bengali Current Affairs 2023 Answers || ৮ই জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ উত্তর
8th January Bengali Current Affairs 2023 এর Answers গুলো গুরুত্বপূর্ণতথ্য সমেত নিচে দেওয়া হল।
১। (ক) ইংল্যান্ডে
গুরুত্বপূর্ণ তথ্য: আগামী 22 শে জানুয়ারি মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্ম বার্ষিকী পালন করবে হেরিটেজ বেঙ্গল গ্লোবাল( HBG)। অনুষ্ঠানটি হবে লন্ডনের ইলিন টাউনহলে। সেই উপলক্ষে ভারত সরকারের আজাদী কা অমৃত মহোৎসব এর অংশ হিসাবে পোট্রেট আঁকার প্রতিযোগিতা উদ্যোগ নিয়েছেন ব্রিটেনে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষ।
2। (খ) শ্রীলংকা
গুরুত্বপূর্ণ নোট: প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হলেন শ্রীলংকার প্রথম সারির তামিল সংবাদপত্রের সম্পাদক থিরু শিবকুমার নাদেশন। এটি প্রবাসী ভারতীয়দের জন্য ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান। আগামী 7 ই জানুয়ারি থেকে 10 ই জানুয়ারি মধ্যপ্রদেশে আয়োজিত 17 তম প্রবাসী ভারতীয় দিবস এর অনুষ্ঠানের তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের পাশে থাকার জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে।
৩।(গ) দুয়ারে সরকার
গুরুত্বপূর্ণ নোট: ‘পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্মস – সেন্ট্রাল মিনিস্ট্রির, ডিপার্টমেন্টস এন্ড স্টেটস’ শীর্ষক এই বিভাগে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্যের জন্য প্লাটিনাম পুরস্কার দেওয়া হচ্ছে। দুয়ারে সরকারের ব্যাপক প্রভাব এর জন্য প্লাটিনাম পুরস্কার পাচ্ছে বাংলা। বিজ্ঞানভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার তুলে দেবেন।
৪।(ঘ) মনিপুর
গুরুত্বপূর্ণ নোট: ‘পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্মস – সেন্ট্রাল মিনিস্ট্রির, ডিপার্টমেন্টস এন্ড স্টেটস’ শীর্ষক এই বিভাগের পক্ষ থেকে গোটা দেশের মধ্যে মনিপুরকে গোল্ড সম্মান পুরস্কার দেওয়া হচ্ছে ডিজিটাল মাধ্যমে নাগরিকদের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেবার পুরস্কার হিসাবে।
৫।(ক) গুজরাট
গুরুত্বপূর্ণ নোট: রাজকোট শহর সংলগ্ন ভাগুদাগ্রামে নিওয়ারি নদীর অববাহিকায় এই জলাধার তৈরি করেছে গির গঙ্গা পরিবার ট্রাস্ট। এই জলাধার টির নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন এর নামে পরিচিত হবে। এই জলাধারটির নাম রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে হিরাবা স্মৃতি সরোবর।
৬। (খ) লালবাগে
গুরুত্বপূর্ণ নোট: ই জানুয়ারি রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এর ফলে ভারত এখন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ১০টি আন্তর্জাতিক সিরিজ জিতেছে।
৭।(গ) জিয়ানলুকা ভিয়ালি
গুরুত্বপূর্ণ নোট: ইটালির প্রাক্তন ফুটবলার জিয়ানলুকা ভিয়ালি ৫৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। বিশ্ব ফুটবলে জিয়ানলুকা ভিয়ালি বেশ পরিচিত নাম তিনি হাজার 986 1990 দুটি বিশ্বকাপে ইটালির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দেশের জার্সিতে মোট 59 টি ম্যাচের 16 টি গোল করেছেন।
৮। (ঘ) সুমিত্রা সেন
গুরুত্বপূর্ণ নোট: গত ৩রা জানুয়ারির 2023 সালের রবীন্দ্রসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র সুমিত্রা সেন 89 বছর বয়সে পরলোকগমন করেন। তার জন্ম 1933 সালে। 2012 সালে তিনি ‘সংগীত মহাসম্মানে’ ভূষিত হয়েছিলেন।
৯। (ক) সৌরভ গাঙ্গুলী
গুরুত্বপূর্ণ নোট: সৌরভ গাঙ্গুলী বিসিসিআর প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে যোগদান করলেন। তাকে ভারতবর্ষের ক্রিকেটার ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। তার অধিনায়কত্বে ভারত ২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলে।
১০।(খ) হুগো লরিস
গুরুত্বপূর্ণ নোট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হুগো লরিস। 2018 সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। 2022 সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে তার দল আর্জেন্টিনার কাছে পরাস্ত হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।