General Knowledge of the Indian Constitution in Bengali MCQ

General Knowledge of the Indian Constitution has been arranged in Bengali in the following MCQ form. Questions from General Knowledge of the Indian Constitution have been set in competitive exams. 

The following Multiple Choice Questions of General Knowledge prepared in the Bengali language from the Indian Constitution have been seen in previous competitive exams.

Contents show

General Knowledge of the Indian Constitution

General Knowledge of the Indian Constitution is an important part of any competitive exam. Let’s check it.

১। কোন দশকে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল?

(ক) ষাটের দশকে

(খ) নব্বইয়ের দশকে

(গ) আশির দশকে

(ঘ) পঞ্চাশের দশকে

উত্তর: (ক) ষাটের দশকে


২। কোন সালের অর্থনৈতিক নীতিতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় উদ্যোগ গুলির বেসরকারিকরণের নীতি গ্রহণ করেছিলেন?

(ক) ১৯৬১সালে

(খ) ১৯৭১ সালে

(গ) ১৯৯১ সালে

(ঘ) ১৯৫৭ সালে

উত্তর:(গ) ১৯৯১ সালে


৩।১৯৫১ সালের প্রথম পরিকল্পনার সূচনায় ভারতে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ এর সংখ্যা কত ছিল?

(ক) পাঁচটি

(খ) চারটি

(গ) ছয়টি

(ঘ) নয়টি

উত্তর: (ক) পাঁচটি


৪। দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল?

(ক) দ্বিতীয়

(খ) প্রথম

(গ) চতুর্থ

(ঘ) পঞ্চম

উত্তর: (গ) চতুর্থ


৫। ১৯৪৭ সালের গ্যাট চুক্তি প্রথম স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত ছিল?

(ক)৩২ টি

(খ) ২২ টি

(গ) ২৯ টি

(ঘ) ২৩ টি

উত্তর:  (ঘ) ২৩ টি


৬। ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোনটি?

(ক) ১৮৭৭সালে নাগপুর এক্সপ্রেস মিলের শ্রমিকদের ধর্মঘট

(খ) ১৮৩২সালে রেলওয়ে কর্মীদের ধর্মঘট

(গ) ১৮৯০ সালের বোম্বাইতে ধর্মঘট

(ঘ) ১৯১৮ সালের মাদ্রাজি ধর্মঘট

উত্তর: (ক) ১৮৭৭সালে নাগপুর এক্সপ্রেস মিলের শ্রমিকদের ধর্মঘট


৭। ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন?

(ক) মহালানবিস

(খ) বি কে আর ভি রাও

(গ) দাদাভাই নওরোজী

(ঘ) সারিস

উত্তর:  (গ) দাদাভাই নওরোজী


৮। বিশ্ব গ্রামীণ রোজগার সৃষ্টির জন্য পরিকল্পনা প্রথম কোথায় চালু হয়েছিল?

(ক) উত্তরপ্রদেশে

(খ) মহারাষ্ট্রে

(গ) কর্নাটকে

(ঘ) পশ্চিমবঙ্গে

উত্তর:  (ঘ) পশ্চিমবঙ্গে


৯। আন্তর্জাতিক অর্থভাণ্ডার এর হিসাব অনুসারে ভারতের অর্থনীতিতে পৃথিবীর মধ্যে স্থান কত?

(ক) চতুর্থ

(খ) ষষ্ঠ

(গ) অষ্টম

(ঘ) দশম

উত্তর:  (খ) ষষ্ঠ


১০। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?

(ক) গোবিন্দ বল্লভ পন্থ

(খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(গ) জহরলাল নেহেরু

(ঘ) মহাত্মা গান্ধী

উত্তর: (খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ


১১। ভারতীয় সংবিধান কত সালে এবং কত তারিখে গৃহীত হয়েছিল?

(ক) ১৯৪৭ সাল ২রা অক্টোবর

(খ) ১৯৫০ সাল ১৫ জানুয়ারি

(গ) ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর

(ঘ) ১৯৪৮ সালে ২৬শে জানুয়ারি

উত্তর:  (গ) ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর


১২। ভারতের সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যে সংশোধনীতে যোগ করা হয়েছিল সেটি হল

(ক) 65 তম সংশোধনী

(খ) 72 তম সংশোধনী

(গ) 42 তম সংশোধনী

(ঘ) 52 তম সংশোধনী

উত্তর:  (গ) 42 তম সংশোধনী


১৩। ভারতের সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেছিলেন?

(ক) জহরলাল নেহেরু

(খ) ডঃ বি আর আম্বেদকর

(গ) সুভাষচন্দ্র বসু

(ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ

উত্তর:  (খ) ডঃ বি আর আম্বেদকর


১৪। ভারতীয় সংবিধানের যে নাগরিকত্বের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তা হলো –

(ক) দ্বৈত নাগরিকত্ব

(খ) চতুর্থ নাগরিকত্ব

(গ) এক নাগরিকত্ব

(ঘ) বহু নাগরিকত্ব

উত্তর:  (গ) এক নাগরিকত্ব


১৫। ভারতের নাগরিকত্ব লাভ করা যায় না –

(ক) নির্দিষ্ট শর্ত পূরণ করে নাগরিকত্বের জন্য আবেদন জানিয়ে

(খ) জন্মসূত্রে

(গ) পিতৃ পিতামহের নাগরিকত্ব অনুসারে

(ঘ) শুধুমাত্র সম্পত্তি অর্জন করে

উত্তর: (খ) জন্মসূত্রে


১৬। ভারতীয় সংবিধান অনুসারে নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয়?

(ক) সাম্যের অধিকার

(খ) ধর্মের স্বাধীনতা

(গ) ধর্ম গ্রহণ করবার অধিকার

(ঘ) শোষণের বিরুদ্ধে অধিকার

উত্তর:  (গ) ধর্মঘট করবার অধিকার


১৭। ভারতের সংবিধানে কেন্দ্রীয় সরকারের কার্যনির্বাহী ক্ষমতা ন্যস্ত করা হয়েছে –

(ক) প্রধানমন্ত্রীকে

(খ) মন্ত্রিপরিষদকে

(গ) রাষ্ট্রপতিকে

(ঘ) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে

উত্তর: (গ ) রাষ্ট্রপতিকে


১৮। ভারতের রাষ্ট্রপতি হলেন- ?

(ক) রাষ্ট্রপ্রধান ও শাসক প্রধান

(খ) রাষ্ট্রপ্রধান

(গ) সরকারের প্রধান ও শাসক প্রধান

(ঘ) কোনোটিই নয়

উত্তর:  (খ) রাষ্ট্রপ্রধান


১৯। লোকসভায় ইঙ্গ ভারতীয় কতজন সদস্য কে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারেন?

(ক) চারজন

(খ) দুইজন

(গ) দশজন

(ঘ) একজন

উত্তর:  (খ) দুইজন


২০। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন –

(ক) ডাক্তার জাকির হোসেন

(খ) লাল বাহাদুর শাস্ত্রী

(গ) ডাক্তার রাজেন্দ্র প্রসাদ

(ঘ) জহরলাল নেহেরু

উত্তর: (গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ


আরও জানুন:

ভূগোল: জেনারল নলেজইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজসাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজখেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২৩

২১। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে তাকে কার কাছে পদত্যাগ পত্র জমা দিতে হয়?

(ক) পার্লামেন্টের কাছে

(খ) উপরাষ্ট্রপতির কাছে

(গ) প্রধানমন্ত্রীর কাছে

(ঘ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে

উত্তর:  (খ) উপরাষ্ট্রপতির কাছে


২২। রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হতে পারেন ?

(ক) 12 জন

(খ) 10 জন

(গ) আট জন

(ঘ) 11 জন

উত্তর: (ক) 12 জন


২৩। পরপর দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন

(ক) ডক্টর এস রাধাকৃষ্ণাণ

(খ) ভিভি গীরি

(গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(ঘ) এদের মধ্যে কেউ নন

উত্তর:  (গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ


২৪। উপরাষ্ট্রপতির কার্যকালের কত ?

(ক) রাষ্ট্রপতির ইচ্ছামত

(খ) রাষ্ট্রপতির সঙ্গে একই রকমভাবে

(গ) পাঁচবার

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তর:  (গ) পাঁচ বছর


২৫। ভারতের সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে?

(ক) দুইপ্রকার

(খ) ছয়প্রকার

(গ) তিনপ্রকার

(ঘ) দশপ্রকার

উত্তর: (গ) তিন প্রকার


২৬। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের কে নিয়োগ করেন?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) পার্লামেন্টের সুপারিশ মতো রাষ্ট্রপতি

(ঘ) প্রধানমন্ত্রীর সুপারিশ মত রাষ্ট্রপতি

উত্তর:  (ঘ ) প্রধানমন্ত্রীর সুপারিশ মত রাষ্ট্রপতি


২৭। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ভারতীয় প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) পার্লামেন্টের সবচেয়ে প্রধান সদস্য হতে হবে

(খ) লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলনেতা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হতে হবে

(গ) শুধুমাত্র রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হতে হবে

(ঘ) উপরোক্ত কোনোটিই নয়

উত্তর: (খ) লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল নেতা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হতে হবে


২৮। মন্ত্রীদের দপ্তর বন্টন কে করেন?

(ক) লোকসভার স্পিকার

(খ) রাষ্ট্রপতি তার পছন্দ অনুসারে

(গ) প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতি

(ঘ) প্রধানমন্ত্রী

উত্তর:  (ঘ) প্রধানমন্ত্রী


২৯। লোকসভায় নির্বাচিত সদস্যের সর্বোচ্চ সংখ্যা কত ?

(ক) ৪৫০জন

(খ) ৫৭০ জন

(গ)৫৪৩ জন

(ঘ) ৫৫০ জন

উত্তর: (গ) ৫৪৩ জন


৩০। নিম্নলিখিত কিসের ভিত্তিতে লোকসভা ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধির সংখ্যা স্থির হয়?

(ক) রাজ্যের আয়তন সম্পদ এবং জনসংখ্যার ভিত্তিতে

(খ) সেই রাজ্যের শুধুমাত্র জনসংখ্যা ভিত্তিতে

(গ) রাষ্ট্রপতির সিদ্ধান্তের ভিত্তিতে

(ঘ) রাজ্যের আয়তন ও প্রাকৃতিক সম্পদের পরিমাণ এর ভিত্তিতে

উত্তর:  (খ) সেই রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে


৩১। রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সংখ্যা কত?

(ক) ২৩৩জন

(খ) ২৪০ জন

(গ) ২৩৯

(ঘ) ২৪৮ জন

উত্তর:  (ক) ২৩৩জন


৩২। লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

(ক) স্পিকার

(খ) রাষ্ট্রপতি

(গ) উপরাষ্ট্রপতি

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তর: (ক) স্পিকার


৩৩। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ছাড়া বিচারপতি সর্বাধিক সংখ্যা কত হয় ?

(ক) ৫জন

(খ) ১০জন

(গ) ২৫জন

(ঘ) ৩৫ জন

উত্তর:  (গ) ২৫ জন


৩৪। সুপ্রিম কোর্ট ভারতবর্ষে নিম্নলিখিত কোন অবস্থার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল?

(ক) ১৯৫০ সালের পার্লামেন্ট প্রণীত আইনের দ্বারা

(খ) সংবিধানের ধারা

(গ) ১৯৫০ সালের ভারত শাসন আইনের ভিত্তিতে

(ঘ) ১৯৪৭  সালে গৃহীত ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট অনুসারে

উত্তর: (ক ) ১৯৫০ সালের পার্লামেন্ট প্রণীত আইনের দ্বারা


৩৫।ভারতবর্ষের রাষ্ট্রপতি কি ধরনের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন?

(ক) একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে

(খ) স্তূপীকৃত ভোটের মাধ্যমে

(গ) জনগণের ভোটের মাধ্যমে

(ঘ) একটি করে অস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে

উত্তর: (ক) একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে


৩৬। নিম্নলিখিত কোন জায়গায় ডিজেল ইঞ্জিন তৈরি হয়?

(ক) কানপুরে

(খ) চিত্তরঞ্জন

(গ) দুর্গাপুরে

(ঘ) ব্যাঙ্গালোরে

উত্তর:  (খ) চিত্তরঞ্জন


৩৭। ভারতীয় সংবিধান রচনা করেছে –

(ক) ভারতীয় গণপরিষদ

(খ) ভারতীয় জনসাধারণ

(গ) ব্রিটিশ পার্লামেন্ট

(ঘ) প্রাদেশিক আইন সভার সদস্যরা

উত্তর: (ক) ভারতীয় গণপরিষদ


আরও জানুন:

ভূগোল: জেনারল নলেজইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজসাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজখেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২৩

৩৮।নিম্নলিখিত কে রাষ্ট্রপতিকে নিয়োগ করতে পারেন না?

(ক) উপরাষ্ট্রপতি

(খ) যে কোন রাষ্ট্রদূত

(গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

(ঘ) প্রধানমন্ত্রী

উত্তর:  (ঘ) প্রধানমন্ত্রী


৩৯। ভারতের রাজ্যগুলির রাজ্যপাল এরা সংশ্লিষ্ট কার দ্বারা নিযুক্ত হন ?

(ক) সংশ্লিষ্ট রাজ্যের বিধায়কদের দ্বারা

(খ) রাষ্ট্রপতি দ্বারা

(গ) ভারতের প্রধান বিচারপতির ধারা

(ঘ) প্রধানমন্ত্রীর দ্বারা

উত্তর: (খ) রাষ্ট্রপতি দ্বারা


৪০। ভারতীয় সংবিধান অনুসারে ভারতের অঙ্গরাজ্য গুলির শাসন বিভাগের প্রধান কে?

(ক) রাষ্ট্রপতি

(খ) রাজ্যপাল

(গ) মুখ্যমন্ত্রী

(ঘ) এদের কেউ নয়

উত্তর:  (খ) রাজ্যপাল


৪১। রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান –

(ক) হাইকোর্টের প্রধান বিচারপতি

(খ) ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

(গ) রাষ্ট্রপতি

(ঘ) রাজ্যের মুখ্যমন্ত্রী

উত্তর: (ক) হাইকোর্টের প্রধান বিচারপতি


৪২। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক কে কি বলা হয়?

(ক) চীপ কমিশনার

(খ) মুখ্যমন্ত্রী

(গ) লেফটেন্যান্ট গভর্নর

(ঘ) অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক

উত্তর: (গ ) লেফটেন্যান্ট গভর্নর


৪৩। রাজ্যের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ?

(ক) ভারতের প্রধান বিচারপতি

(খ) রাজ্যপাল

(গ) রাষ্ট্রপতি

(ঘ) রাজ্যের মুখ্যমন্ত্রী

উত্তর:  (ক) ভারতের প্রধান বিচারপতি


৪৪। ভারতবর্ষে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়?

(ক) ১৯৫০ সালের সংশোধিত একটি আইন অনুসারে

(খ) সংবিধান অনুসারে

(গ) ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন অনুসারে

(ঘ) ১৯৫০ লে রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের

উত্তর:  (খ) সংবিধান অনুসারে


৪৫। সর্বভারতীয় চাকুরীর ক্ষেত্রে নিয়োগপত্রে কে স্বাক্ষর করেন?

(ক) উপরাষ্ট্রপতি

(খ) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি

(গ) ভারতের রাষ্ট্রপতি

(ঘ) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর:  (ঘ) ভারতের রাষ্ট্রপতি


৪৬। ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়-

(ক) সংসদ প্রণীত আইনের দ্বারা

(খ) কমিশনের সাংবিধানিক ও আইনের দ্বারা

(গ) প্রত্যক্ষ সংবিধানের ধারা

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তর:  (গ) সংবিধানের ধারা


৪৭। নিম্নলিখিত কার দ্বারা মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন?

(ক) রাষ্ট্রপতি দ্বারা

(খ) প্রধানমন্ত্রীর দ্বারা

(গ) সংসদ বা পার্লামেন্টের দ্বারা

(ঘ) স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা

উত্তর: (ক) রাষ্ট্রপতি দ্বারা


৪৮। ভারতের সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে?

(ক) ১৬ টি ভাষাকে

(খ) ১৪ টি ভাষাকে

(গ) ১৮ টি ভাষাকে

(ঘ) ১৫ টি ভাষাকে

উত্তর:  (গ) ১৮ টি ভাষাকে


৪৯। ভারতবর্ষে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সূত্রপাত কত সালে হয় ?

(ক) ১৯৭৩

(খ) ১৯৫১

(গ) ১৯৬৭

(ঘ) ১৯৫৯

উত্তর:  (খ) ১৯৫৯


৫০। ভারতবর্ষের কোন রাজ্যে এখনও পর্যন্ত পঞ্চায়েতিরাজ প্রবর্তিত হয় নি?

(ক) আসাম

(খ) ঝাড়খন্ড

(গ) নাগাল্যান্ড

(ঘ) উত্তরাখান্ড

উত্তর: (গ) নাগাল্যান্ড


আরও দেখুন :

ভারতীয় সংবিধানের মডেল প্রশ্ন উত্তরবিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এর পরিচয়
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!