General Knowledge Questions Answers for PSC Clerkship in Bengali

General knowledge Questions Answers play a very important role in the PSC Clerkship examination. If you are looking for question answers from the general studies or general knowledge section According to the syllabus and similar types of questions found in previous PSC Clerkship examinations, then this article is for you.

General Knowledge Questions Answers for PSC Clerkship in Bengali
পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সাধারণত জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। যদি আপনারা সেই রকম ধরনের সিলেবাস অন্তর্ভুক্ত প্রশ্ন এবং উত্তরের খোঁজ করে থাকেন তারা আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য।পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য নিম্নলিখিত প্রশ্ন এবং উত্তরগুলোর নিয়মিত অনুশীলন অত্যন্ত প্রয়োজনীয়।

ভূগোল: জেনারল নলেজ ইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজ ভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজ সাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজ খেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২

পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন এবং উত্তর ।


প্রশ্ন: নর্মদা নদীর নামের অর্থ কি?

উত্তর :➤ গভীর নীল জল।


প্রশ্ন: কাবেরী নদীর নামের অর্থ কি?

উত্তর :➤ বাগান যুক্ত সরোবর।


প্রশ্ন: উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর :➤ গোরখপুর।


প্রশ্ন: জেরোফ্থলমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

উত্তর :➤ ভিটামিন এ।


প্রশ্ন: মেথিলেটেড স্পিরিট কার কার মিশ্রণে উৎপন্ন হয়?

উত্তর :➤ মিথানল ও মিথেনের মিশ্রণে।


প্রশ্ন: মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর :➤ বৈশালীতে।


প্রশ্ন: আসামের রাজধানীর নাম কি?

উত্তর :➤ দিসপুর।


প্রশ্ন: ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?

উত্তর :➤ মুহাম্মদ বিন তুঘলক।


প্রশ্ন: ইসরাইলের মুদ্রার নাম কি?

উত্তর :➤ সেকেল।


প্রশ্ন: ‘ড্রিবল’ এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর :➤ ফুটবল।


প্রশ্ন: সরকারিভাবে ভারত অলিম্পিকে কত সালে অংশগ্রহণ করেছিল?

উত্তর :➤ ১৯৩২ সালে ।


প্রশ্ন: নৈনিতাল শৈল শহর কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :➤ উত্তরাখান্ড।


প্রশ্ন: মীনাক্ষী দেবীর মন্দির ভারতবর্ষের কোথায় অবস্থিত?

উত্তর :➤ মাদুরাইতে ।


প্রশ্ন: সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর :➤ দিল্লিতে।


প্রশ্ন: তামাক উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম দেশ কোনটি?

উত্তর :➤ চীন।


প্রশ্ন: আলজেরিয়ার সরকারি ভাষা কি?

উত্তর :➤ আরবি।


প্রশ্ন: পৃথিবীর গভীরতম মহাসাগর এর নাম কি?

উত্তর :➤ প্রশান্ত মহাসাগর।


প্রশ্ন: মোস্তাক আলী কিসের সঙ্গে যুক্ত?

উত্তর :➤ সেতার।


প্রশ্ন: তামার পাত্রে যে সবুজ মরচে পড়ে তার নাম কি?

উত্তর :➤ ম্যালাকাইট।


প্রশ্ন: কোন মাটি তাপে সহজে গলে যায় না?

উত্তর :➤ দুর্গল মাটি (Fire Clay)।


প্রশ্ন: ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন?

উত্তর :➤ টরিসেলি।


ভূগোল: জেনারল নলেজ ইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজ ভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজ সাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজ খেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২


প্রশ্ন: ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

উত্তর :➤ আমেদাবাদ কে।


প্রশ্ন: বাংলা সাহিত্যে কাকে টেকচাঁদ ঠাকুর নামে অভিহিত করা হয়?

উত্তর :➤ প্যারীচাঁদ মিত্র কে।


প্রশ্ন: আন্তর্জাতিক অর্থভাণ্ডার কোথায় অবস্থিত বা এর সদর দপ্তর কোথায়?

উত্তর :➤ ওয়াশিংটন।


প্রশ্ন: ১২ই জানুয়ারি কার জন্মদিন পালন করা হয়?

উত্তর :➤ স্বামী বিবেকানন্দ।


প্রশ্ন: সরল ভোল্টিও কোষের E.M.F কতো ?

উত্তর :➤ ১.০৮ ভোল্ট।


প্রশ্ন: বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর :➤ রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: ‘উপভোক্তা জোট’ এর রচয়িতা কে?

উত্তর :➤ লর্ড ওয়েলেসলি।


প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?

উত্তর :➤ ইয়াং সিকিয়াং।


প্রশ্ন: দিল্লির কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন?

উত্তর :➤ আলাউদ্দিন খলজী।


প্রশ্ন: দাড়ি কামানোর সময় কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

উত্তর :➤ অবতল দর্পণ।


প্রশ্ন: ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ ভারতে অর্থনৈতিক পরিকল্পনা রূপকার ছিলেন তার নাম কি?

উত্তর :➤ এম বিশ্বেশরায় ।


প্রশ্ন: যে যুদ্ধে নেপোলিয়ন যুগ এর অবসান ঘটে সেই যুদ্ধের নাম কি?

উত্তর :➤ ওয়াটার লু যুদ্ধ।


প্রশ্ন: জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?

উত্তর :➤ বোম্বেতে।


প্রশ্ন: “সরকার জনগণের সরকার জনগণের জন্য এবং জনগণের দ্বারা (government of the people, by the people, for the people)” – এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর :➤ আব্রাহাম লিংকন।


প্রশ্ন: আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় কাদের সঙ্গে?

উত্তর :➤ বৃটেনের সঙ্গে।


প্রশ্ন: ভারতে প্রাথমিক শিক্ষার ধারণা কে দেন?

উত্তর :➤ মহাত্মা গান্ধী।


প্রশ্ন: মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর :➤ পোরবন্দর।


প্রশ্ন: বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর :➤ তুঙ্গ ভদ্রার নদীর তীরে।


প্রশ্ন: পূর্ণ স্বরাজের দাবি ওঠে কোন কংগ্রেসের সম্মেলনে?

উত্তর :➤ লাহোর।


প্রশ্ন: স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কে চালু করেছিলেন?

উত্তর :➤ লর্ড রিপন।


প্রশ্ন: ইব্রাহিম লোদী কত সালে সিংহাসনে আরোহণ করেছিলেন?

উত্তর :➤ ১৫১৭ সালে ।


প্রশ্ন: শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতকানা রোগ হয়?

উত্তর :➤ ভিটামিন এ।


প্রশ্ন: হৃদপিণ্ড যে ঝিল্লির দ্বারা আবৃত থাকে তার নাম কি?

উত্তর :➤ পেরিকার্ডিয়াম।


প্রশ্ন: প্রভু গ্রন্থি কাকে বলা হয়?

উত্তর :➤ পিটুইটারি গ্রন্থিকে।


প্রশ্ন: রাইবোজোম এর প্রধান কাজ কি?

উত্তর :➤ প্রোটিন সংশ্লেষণ করা।


প্রশ্ন: পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?

উত্তর :➤ লোকসভার স্পিকার।


প্রশ্ন: ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা কে চালু করেছিলেন?

উত্তর :➤ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।


প্রশ্ন: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তর :➤ শ্রীমতি শ্রীমাভো বন্দর নায়েক।


প্রশ্ন: লাক্ষা দ্বীপের প্রধান প্রিয়া স্থল কোথায়?

উত্তর :➤ কাভারাত্তি।


প্রশ্ন: সিকিম ভারতের রাজ্য হিসেবে পরিগণিত হয় কত তারিখে?

উত্তর :➤ ২৬শে এপ্রিল ১৯৭৫( ২৬/০৪/১৯৭৫)।


প্রশ্ন: ভারতবর্ষের রাষ্ট্রপতির সঠিক পরিচয় কি?

উত্তর :➤ প্রধান রায় দাতা ও সেনাবাহিনীর শ্রেষ্ঠ কমান্ডার।


প্রশ্ন: ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল?

উত্তর :➤ ২৬শে নভেম্বর ১৯৪৯ (২৬/১১/১৯৪৯)।


প্রশ্ন: ভারতবর্ষের জাতীয় সংগীতের পঙক্তি সংখ্যা কয়টি?

উত্তর :➤ পাঁচটি।


প্রশ্ন: কত সালে কলকাতা স্থাপিত হয়?

উত্তর :➤ ১৬৯০সালে ।


প্রশ্ন: বিক্রমাদিত্যের রাজধানীর নাম কি ছিল?

উত্তর :➤ উজ্জয়িনী।


প্রশ্ন: ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর :➤ সম্রাট আকবর।


প্রশ্ন: দিল্লিতে লালগড় কে তৈরি করেছিলেন?

উত্তর :➤ সম্রাট শাহজাহান।


প্রশ্ন: চেঙ্গিস খানের আসল নাম কি ছিল?

উত্তর :➤ তেমুজিন।


প্রশ্ন: ভারতবর্ষের সংবিধানের রূপকার কাকে বলা হয়?

উত্তর :➤ ডঃ বি আর আম্বেদকর।


প্রশ্ন: ইউনাইটেড নেশন অর্গানাইজেশন (UNO) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :➤ ১৯৪৫ সালে ।


প্রশ্ন: কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়?

উত্তর :➤ লৌহ।


প্রশ্ন: ভারতবর্ষের প্রাচীন রাজধানীর নাম কি ছিল?

উত্তর :➤ ইন্দ্রপ্রস্থ।


প্রশ্ন: বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে?

উত্তর :➤ ৯জন ।


প্রশ্ন: ভিসুভিয়াস ইউরোপের কোথায় অবস্থিত?

উত্তর :➤ ইটালিতে।


প্রশ্ন: মেগাস্থিনিস কে ছিলেন?

উত্তর :➤ একজন গ্রীক দূত।


প্রশ্ন: অশোকের পিতার নাম কি ছিল?

উত্তর :➤ বিন্দুসার।


প্রশ্ন: শত্রুদের আত্মসমর্পণের জন্য পতাকার রং থাকে?

উত্তর :➤ সাদা।


প্রশ্ন: বাবর শব্দের অর্থ কি ছিল?

উত্তর :➤ বাঘ।


প্রশ্ন: জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন?

উত্তর :➤ সম্রাট আকবর।


প্রশ্ন: মার্টিন লুথার কিং কে ছিলেন?

উত্তর :➤ একজন আমেরিকান নেতা।


প্রশ্ন: বরাদলি সত্যাগ্রহ কে করেছিলেন?

উত্তর :➤ মহাত্মা গান্ধী।


প্রশ্ন: মাও সে তুং কত সালে মারা যান?

উত্তর :➤ ১৯৭৬ সালে ।


প্রশ্ন: শ্রীমতি ইন্দিরা গান্ধী কত সালে মারা যান?

উত্তর :➤ ১৯৮৪সালে ।


প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

উত্তর :➤ ১৯১৮সালে ।


প্রশ্ন: ইংরেজি সাহিত্যের পিতা কাকে বলা হয়?

উত্তর :➤ বেজ কে ।


প্রশ্ন: ইংরেজি গদ্যের জনক কাকে বলা হয়?

উত্তর :➤ জিওফ্রে চসার কে।


প্রশ্ন: ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়?

উত্তর :➤ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে।


প্রশ্ন: আগ্রার আগের নাম কি ছিল?

উত্তর :➤ আগ্রাবাদ।


প্রশ্ন: আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল?

উত্তর :➤ ১৭৭৫ থেকে ১৭৮৩ পর্যন্ত ।


প্রশ্ন: মহাবলীপুরম কে স্থাপন করেছিলেন?

উত্তর :➤ নরসিংহ বর্মন।


প্রশ্ন: মোহাম্মদ গজনী কত সালে সোমনাথ মন্দির লুট করেছিলেন?

উত্তর :➤ ১০২৫সালে ।


প্রশ্ন: যকৃৎ থেকে উৎপন্ন পদার্থ কে কি বলে?

উত্তর :➤ পিত্তরস।


প্রশ্ন: সকল উৎসেচক কি জাতীয় পদার্থ?

উত্তর :➤ প্রোটিন জাতীয় পদার্থ।


প্রশ্ন: ’সারে জাহা সে আচ্ছা’ এই গানটি কার লেখা?

উত্তর :➤ মোহাম্মদ ইকবাল।


প্রশ্ন: যে শহরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল তার নাম কি?

উত্তর :➤ অমৃতসর।


প্রশ্ন: সপ্তম শতকে ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল?

উত্তর :➤ নালন্দা বিশ্ববিদ্যালয়।


প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?

উত্তর :➤ নীলনদ।


প্রশ্ন: এশিয়ার শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ কোনটি?

উত্তর :➤ জাপান।


প্রশ্ন: আন্দামানের দ্বীপ সংখ্যা কয়টি?

উত্তর :➤ ২০৫টি ।


প্রশ্ন: বর্তমান বিশ্বে মোট দেশের সংখ্যা কয়টি?

উত্তর :➤ ২১২টি।


প্রশ্ন: কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন ধরে চলেছিল?

উত্তর :➤ ১৮দিন।


প্রশ্ন: বিশ্বের সর্বাধিক কফি পাওয়া যায় কোন দেশে?

উত্তর :➤ ব্রাজিলের।


প্রশ্ন: ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?

উত্তর :➤ ৫৬৪ কিলোমিটার।


প্রশ্ন: যিনি প্রথম ভারতে গোলাপ গাছ নিয়ে আসেন তার নাম কি?

উত্তর :➤ বাবর।


প্রশ্ন: ভারতের দীর্ঘতম দিন কোনটি?

উত্তর :➤ ২১শে জুন।


প্রশ্ন: 24 ঘন্টায় কতবার জোয়ার ভাটা আছে?

উত্তর :➤ ২বার ।


প্রশ্ন: পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

উত্তর :➤ শুক্র গ্রহ।


প্রশ্ন: সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর :➤ কৈলাস পর্বত।


প্রশ্ন: কর্নাটকের কোন শহরকে উদ্যান নগরী বলা হয়?

উত্তর :➤ ব্যাঙ্গালোর।


প্রশ্ন: রক্তের রং লাল কেন?

উত্তর :➤ রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ কাকে বলে।


প্রশ্ন: রক্ত কণিকা কত প্রকারের হয়?

উত্তর :➤ তিন প্রকারের।


প্রশ্ন: মহাভারতের পুরো নাম কি?

উত্তর :➤ জয়া।


প্রশ্ন: ভজ গোবিন্দ রচনা কে করেছিলেন?

উত্তর :➤ দয়া নন্দ সরস্বতী।


প্রশ্ন: শিখদের শেষ গুরু কে ছিলেন?

উত্তর :➤ গুরু গোবিন্দ সিং।


প্রশ্ন: ভারতের নদী কাকে বলা হয়?

উত্তর :➤ গঙ্গা কে।


প্রশ্ন: পার্সিদের ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর :➤ জেন্দ আবেস্তা।


প্রশ্ন: 24 তম তীর্থঙ্কর কে ছিলেন?

উত্তর :➤ মহাবীর।


প্রশ্ন: বৌদ্ধদের ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা?

উত্তর :➤ বাংলা ভাষায়।


প্রশ্ন: মৌলিক অধিকার গুলি সংবিধানের অধ্যায় সংকলিত হয়েছে?

উত্তর :➤ তৃতীয় (৩য়) অধ্যায়।


প্রশ্ন: দেবদাস গ্রন্থের রচয়িতা কে?

উত্তর :➤ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


প্রশ্ন: হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

উত্তর :➤ মহানদী।


প্রশ্ন: ম্যাডোনা চিত্রটি অঙ্কন শিল্পী কে?

উত্তর :➤ রাফায়েল।


প্রশ্ন: ম্যাডোনা চিত্রটি অঙ্কন শিল্পী কে?

উত্তর :➤ রাফায়েল।


প্রশ্ন: কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যের সৃষ্টি করা হয়েছিল?

উত্তর :➤ মধ্যপ্রদেশ।


প্রশ্ন: টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে?

উত্তর :➤ তামিলনাড়ু।


প্রশ্ন: ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস অফিসার কে?

উত্তর :➤ কিরণ বেদী।


প্রশ্ন: রামনিধি গুপ্ত কি নামে বিখ্যাত?

উত্তর :➤ নিধুবাবু।


প্রশ্ন: বিশুদ্ধ HNO3এর রং কি?

উত্তর :➤ বর্ণহীন।


প্রশ্ন: খাদ্যের হজম হওয়া কিরূপ পরিবর্তন?

উত্তর :➤ রাসায়নিক পরিবর্তন।


প্রশ্ন: ডি-ফরেস্ট যে নতুন তড়িৎদ্বার এর প্রবর্তন করেছিলেন তার নাম কি?

উত্তর :➤ গ্রিড।


প্রশ্ন: রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর :➤ স্বামী বিবেকানন্দ।


প্রশ্ন: ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক জেলা রয়েছে?

উত্তর :➤ উত্তর প্রদেশ।


প্রশ্ন: ম্যাডোনা চিত্রটি অঙ্কন শিল্পী কে?

উত্তর :➤ রাফায়েল।


প্রশ্ন: একপ্রকার কি?

উত্তর :➤ লিপিড।


প্রশ্ন: গার্ডেন সিটি অফ ইন্ডিয়া কোন নগরীকে বলা হয়?

উত্তর :➤ ব্যাঙ্গালোর।


প্রশ্ন: উত্তর গোলার্ধে কোন দিনটি সব থেকে ছোট?

উত্তর :➤ ২২শে ডিসেম্বর।


প্রশ্ন: শাইলক চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন?

উত্তর :➤ উইলিয়াম শেক্সপিয়ার।


প্রশ্ন: মুজট্যাগ আটা কোন দেশের শীর্ষ পর্বত?

উত্তর :➤ চীন।


প্রশ্ন: ‘Broken Wing’ গ্রন্থটি কার রচিত?

উত্তর :➤ সরোজিনী নাইডু।


প্রশ্ন: থার্মোমিটার কে আবিষ্কার করেছিলেন?

উত্তর :➤ গ্যালিলিও।


প্রশ্ন: শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন?

উত্তর :➤ হর্ষবর্ধন।


প্রশ্ন: ‘স্কুপ’ – শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর :➤ হকি।


প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি?

উত্তর :➤ সুপিরিয়র হ্রদ।


প্রশ্ন: ইউনেস্কোর(UNESCO) সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর :➤ প্যারিসে।


প্রশ্ন: অলিম্পিকের পাঁচটি রংয়ের মধ্যে লাল রং কি কি?

উত্তর :➤ আমেরিকা মহাদেশকে বোঝায়।


আরও দেখুন:

ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং উত্তর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন এবং উত্তর ।

Leave a Comment

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!