General Knowledge Topics and Syllabus in Bengali

General knowledge provides common ideas or information regarding every topic of our day-to-day life that one must be aware of. This article contains a General Knowledge syllabus and topics in Bengali that are essential for competitive exams and students of different classes.

Intro: General Knowledge content in Bengali (ভূমিকা: বাংলায় সাধারণ জ্ঞান বিষয়বস্তু)

জেনারেল নলেজ এই কথাটির বাংলা অর্থ সাধারণ জ্ঞান।প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞানের অত্যন্ত প্রয়োজন। এই পোস্টে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে যে সমস্ত বিষয়বস্তুগুলি দেখতে পাওয়া যায় তা টাইটেল বার শিরোনাম সহ বর্ণনা করা হয়েছে। সাধারণ জ্ঞানের বিষয় এবং তাদের সংশ্লিষ্ট পাঠ্যক্রম নিয়ে আলোচনা করার জন্য এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে। সাধারণ জ্ঞান আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি আমাদের জ্ঞাত সিদ্ধান্ত নিতে এবং বর্তমান ইভেন্টগুলিতে আপ-টু-ডেট থাকতে সাহায্য করে। আপনাকে অবগত থাকতে সাহায্য করার জন্য, এই ব্লগটি আপনাকে বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান সামগ্রী সরবরাহ করবে।

General Knowledge Topics and Syllabus in Bengali (বাংলায় সাধারণ জ্ঞানের বিষয়)

সাধারণ জ্ঞানের উপর অত্যন্ত জরুরী বিষয় গুলি বাংলায় পরপর সাজিয়ে দেওয়া হল। এইগুলি অত্যন্ত প্রয়োজনীয় সাম্প্রতিক বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষাগুলো ক্ষেত্রে অথবা বিভিন্ন ক্লাসের সাধারণ জ্ঞান বিষয়গুলি জানতে। সম্প্রতি গতিতে লক্ষ্য করা গিয়েছে সাধারন জ্ঞানের বিভিন্ন বিষয় গুলোর উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন পত্র চাকরির পরীক্ষায় করা হয়েছে এবং সাধারণ জ্ঞানের বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল না থাকে এই সমস্ত প্রশ্নের উত্তর সহজে করা সম্ভব নয়।

General Knowledge Topics and Syllabus in Bengali (বাংলায় সাধারণ জ্ঞানের সিলেবাস)

সাধারণ জ্ঞান বলতে গেলে বিভিন্ন বিষয় যেমন সাহিত্য,ইতিহাস, ভূগোল, বিজ্ঞান,  খেলাধুলা,  অর্থনীতি,  সংবিধান এবং বিশ্বের যে সমস্ত ঘটনাগুলো অতীতে বা সাম্প্রতিক অতীতে ঘটেছে সেইগুলোকে বোঝানো হয়। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে অথবা বিভিন্ন ক্লাসের সাধারণ জ্ঞানের যে পাঠ্যসূচি তৈরি করা হয়েছে সেইগুলির প্রত্যেকটি বিভাগের আলাদা আলাদা নামকরণ অনুযায়ী নিম্নে টেবিলে দেয়া হল যা বিভিন্ন চাকরিপ্রার্থীদের অথবা বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে উপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে। 

List of General Knowledge Topics and Syllabus in Bengali (সাধারণ জ্ঞানের বিষয় এবং সিলেবাসের তালিকা)

সাধারণ জ্ঞানের সিলেবাস এর অন্তর্গত বিভিন্ন বিষয়ের উপ-বিভাগ গুলিকে নিম্নে তালিকা আকারে সাজানো হয়েছে যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা বিভিন্ন ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক।

Literature (সাহিত্য)

সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এর সিলেবাস এর অন্তর্গত সাহিত্য বিভাগ থেকে যে সমস্ত টপিক গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিগত বছরগুলোর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাওয়া গিয়েছে সেগুলো বিষয়সূচি আকারে নিম্নে টেবিল এর মাধ্যমে সাজিয়ে দেওয়া হল ।

সাহিত্যের উপর মডেল প্রশ্ন ও উত্তরকয়েকটি বিখ্যাত মানুষের উপাধি ও ছদ্মনাম
বিখ্যাত লেখকদের ছদ্মনামকয়েকটি বিখ্যাত উপন্যাস ও তার চরিত্র
বিখ্যাত চিত্র ও চিত্রকারবিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি

History (ইতিহাস)

ইতিহাস বিভাগ সাধারণ জ্ঞানের সিলেবাসের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক বা বিভিন্ন ক্লাসের পরীক্ষায় প্রশ্ন দেখতে পাওয়া গিয়েছে । সেই সমস্ত টপিকগুলো ইতিহাস বিভাগ থেকে বিষয়সূচি আকারে টেবিলের মাধ্যমে নিম্নে সাজিয়ে দেওয়া হল।

ইতিহাস সাধারণ জ্ঞানের মডেল প্রশ্ন উত্তরঐতিহাসিক সাম্রাজ্য প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট ও শেষ সম্রাট
ঐতিহাসিক যুদ্ধ চুক্তি সন্ধিকিছু ঐতিহাসিক চরিত্র তাদের উপাধি
কিছু ঐতিহাসিক বই ও তার লেখককিছু ইতিহাস বিখ্যাত চরিত্র তাদের উপাধি

Geography (ভূগোল)

ভূগোল বিষয়ের বিভিন্ন টপিকগুলো সাধারণ জ্ঞানের সিলেবাসের অন্তর্গত একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় অংশ যেখান থেকে সাম্প্রতিক অতীতে বিভিন্ন ক্লাসের পরীক্ষায় বা জাতীয় ও রাজ্য স্তরের বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র দেখতে পাওয়া গেছে। ভূগোল বিষয়ের অন্তর্গত সেই গুরুত্বপূর্ণ টপিকস গুলোকে নিম্নের টেবিল এর মাধ্যমে সাজিয়ে দেওয়া হল।

ভূগোলের সাধারণ জ্ঞানের মডেল প্রশ্ন ও উত্তরভারতের নদী প্রকল্প ও তার অবস্থান
ভারতের শিল্প শহর ও তাদের অবস্থানভারতের গবেষণামূলক শহর ও তাদের অবস্থান

Science (বিজ্ঞান)

সাধারণ জ্ঞানের সিলেবাসের অন্তর্গত আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়সূচি হল বিজ্ঞান। এই বিজ্ঞান বিভাগ থেকে বিভিন্ন বিষয়গুলি নিম্নে টেবিল এর মাধ্যমে সাজিয়ে দেওয়া হল।

বিজ্ঞানের প্রশ্ন উত্তরসাধারণ জ্ঞান বিজ্ঞানের ১০০টি মডেল প্রশ্ন ও উত্তর
প্রাণী ও উদ্ভিদের রেচন অঙ্গ ও পদার্থবিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার ব্যবহার
নিত্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের পরিচয়
বিজ্ঞানের বিভিন্ন শাখা

Indian Constitution (ভারতীয় সংবিধান)

ভারতীয় সংবিধানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ জ্ঞানের সিলেবাসের অন্তর্গত। ভারতীয় সংবিধান থেকে বিভিন্ন প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখা যায়। নিম্নে ভারতীয় সংবিধানের অন্তর্গত বিভিন্ন টপিকস গুলোকে টেবিলের মাধ্যমে সাজিয়ে দেয়া হলো।

ভারতীয় সংবিধানের মডেল প্রশ্ন উত্তরবিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এর পরিচয়

India General Knowledge (ভারতের সাধারণ জ্ঞান)

ভারত বর্ষ ও সেই সম্পর্কিত বিভিন্ন টপিকস গুলো সাধারণ জ্ঞানের সিলেবাস এর অন্তর্গত একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় বিষয়সূচি যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা বিভিন্ন ক্লাসের পরীক্ষা প্রশ্ন দেখতে পাওয়া যায়। ভারত বর্ষ এবং সেই সম্পর্কিত বিভিন্ন টপিকস গুলোকে নিম্নে টেবিল এর মাধ্যমে পরপর সাজিয়ে দেওয়া হলো।

ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীভারতীয় বিভিন্ন নৃত্য ও রাজ্য
প্রথম ভারতীয় পুরুষ ও মহিলাভারতবর্ষের উপর ১৫০টি মডেল প্রশ্ন ও উত্তর
ভারতীয় শহর ও তার পার্শ্ববর্তী নদী৬৭তম ভারতীয় চলচিত্রের ফিল্মফেয়ার পুরস্কার ২০২২

World General Knowledge (বিশ্বের সাধারণ জ্ঞান)

সারাবিশ্ব সম্পর্কিত সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কারণ এই অংশের অন্তর্গত বহু সুচি থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাওয়া যায় যেগুলোকে নিম্নে টেবিল এর মাধ্যমে সূচি আকারে সাজিয়ে দেওয়া হল।

১৯০টি দেশের রাজধানী ও মুদ্রার নামপৃথিবীর উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম
বিভিন্ন দেশ ও তাদের স্বাধীনতা দিবসবিভিন্ন দেশ ও তার জাতীয় প্রতীক
বিশ্বের বিভিন্ন দেশের উপনামবিশ্বের বিভিন্ন শহর ও সংলগ্ন নদী
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও তাদের প্রধান দপ্তর
৮০তম গোল্ডেন গ্লোব পুরষ্কার ২০২৩ তালিকা

Sports (খেলাধুলা)

খেলাধুলা বা স্পোর্টস সাধারণ জ্ঞান তথা জেনারেল নলেজ এর সিলেবাসের অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। খেলাধুলা থেকে সাধারণ জ্ঞান বিভাগে বিভিন্ন প্রশ্নপত্র বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাওয়া গিয়েছে।খেলাধুলার ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় গুলোকে নিম্নে টেবিল এর মাধ্যমে সাজিয়ে দেওয়া হল।

খেলাধুলার ১৫০টি প্রশ্ন ও উত্তরটি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২২
কমনওয়েলথ গেমসএশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর বাংলায় পূর্ণাঙ্গ সময়সূচীফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 এর তথ্য ও ঘটনাবলী ও ফলাফল
অলিম্পিক গেমসএকদিনের ক্রিকেটের কিছু রেকর্ড
কিছু খেলার সংশ্লিষ্ট মাঠ ও খেলায় ব্যবহৃত শব্দ

Questions Answers GK (প্রশ্ন ও উত্তরের সাধারণ জ্ঞান)

জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের বিভাগ থেকে যে বিষয় ভিত্তিক প্রশ্ন গুলো বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের ধারা এবং প্রবণতা অনুযায়ী বিগত বছরগুলোতে দেখতে পাওয়া গিয়েছেে, সেই বিষয় গুলিকে একত্রিত ভাবে প্রশ্ন-উত্তর আকারে নিম্নে তালিকার মাধ্যমে দেওয়া হয়েছে।

ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন এবং উত্তর

১। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি নাম কি?

[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]


উ: দ্রৌপদী মুর্[/expand]


২। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি?

[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]


উ: জাগদীপ ধনকার[/expand]


৩। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ২০২২এ কয়টি নতুন জেলার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে?

[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]


উ: সাতটি নতুন জেলা[/expand]


৪। কোন দেশের মহিলা ফুটবল দল আট বারের চ্যাম্পিয়ন জার্মানি কে পরাজিত করে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ জয়লাভ করেছে?

[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]


উ: ইংল্যান্ড[/expand]


৫। কে সম্প্রতি ভারতবর্ষের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে?

[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]


উ: উদয় উমেশ ললিত[/expand]


৬। বর্তমান ভারতবর্ষের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান কে?

[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]


উ: এস সোমনাথ[/expand]


৭। ২০২২ কোন দল বিশ্ব কাপ ফুটবল চ্যাম্পিয়ন হোয়েছে ?

[expand title=”👁️Show Answer” swaptitle=”Hide Answer”]


উ: আর্জেন্টিনা[/expand]

How to prepare general knowledge for a competitive exam (প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কীভাবে প্রস্তুত করবেন)

সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এর সম্পর্কে প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বলতে আমরা বিভিন্ন বিষয়ে অর্থাৎ সাহিত্য, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ,সংবিধান ইত্যাদি বোঝানো বুঝি । বিভিন্ন ক্লাসের এই সমস্ত বিষয় ভিত্তিক বইগুলিকে নিয়মিত অধ্যায়ন করলে অথবা বাজার চলতি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সম্পর্কিত যে সমস্ত বই গুলো পাওয়া যায় সেগুলো নিয়মিত অধ্যায়ন করলে অথবা ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত সাধারণ জ্ঞান সম্পর্কিত ব্লগ পোষ্ট গুলো তৈরি করা হয়েছে সেগুলো নিয়মিত অধ্যায়ন করলে অত্যন্ত সুফল বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায়। বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সম্পর্কিত সমস্ত বিষয় ভিত্তিক টপিকস গুলোকে নিয়মিত অধ্যায়ন ও সেগুলির চর্চা অত্যন্ত আবশ্যিক। 

Conclusion:

সাধারণ জ্ঞান শুধুমাত্র বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রের জন্য নয় বাস্তব জীবনের জন্যএটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সম্পর্কিত উপরোক্ত আলোচনা, বিষয়ভিত্তিক তালিকা, প্রশ্নপত্রের ধরন, সিলেবাস ও টপিকস অনুযায়ী সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের নিয়মিত অধ্যায়ন যে কোন পরীক্ষার্থী তথা সাধারণ মানুষের সাধারণ জ্ঞান বর্ধিত করতে নিঃসন্দেহে সাহায্য করবে।

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!