Geography General Knowledge in Bengali has been provided in the following questions and answers form that plays a crucial role in every competitive Exam. In this article Geography Questions, Answers from General Knowledge have been arranged in the Bengali language.
Geography General Knowledge in Bengali
The following questions and answers prepared in the Bengali language from Geography General Knowledge have been seen in previous competitive exams.
১। লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত ?
(ক) ভারত মহাসাগর
(খ) আরব সাগর
(গ) বঙ্গোপসাগর
(ঘ) পক প্রণালী
উত্তর: (খ) আরব সাগর
২। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে ?
(ক) মহানদী
(খ) নর্মদা
(গ) তাপ্তি
(ঘ) সবরমতী
উত্তর: (ক) মহানদী
৩। সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায়?
(ক) যোধপুর
(খ) কোটা
(গ) জয়সালমীর
(ঘ) জয়পুর
উত্তর: (ঘ) জয়পুর
৪। সূর্যের নিকটতম গ্রহ হল –
(ক) শুক্র
(খ) বুধ
(গ) চন্দ্র
(ঘ) মঙ্গল
উত্তর: (খ) বুধ
৫। পৃথিবীর গড় দূরত্ব সূর্য থেকে প্রায় –
(ক) ৫কোটি কিলোমিটার
(খ) ১৫কোটি কিলোমিটার
(গ) ১০ কোটি কিলোমিটার
(ঘ) ২০কোটি কিলোমিটার
উত্তর: (খ) ১৫কোটি কিলোমিটার
৬। কোন গ্রহের কোন উপগ্রহ নেই?
(ক) শুক্র
(খ) মঙ্গল
(গ) নেপচুন
(ঘ) শনি
উত্তর: (ক) শুক্র
৭। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে ?
(ক) নর্মদা
(খ) তাপ্তি
(গ) গোদাবরী
(ঘ) মহানদী
উত্তর: (গ) গোদাবরী
৮। মহাবিষুব কোন দিনটিকে বলা হয়?
(ক) 21 শে মার্চ
(খ) 22 শে মার্চ
(গ) 20 মার্চ
(ঘ) 25 শে ডিসেম্বর
উত্তর: (ক) 21 শে মার্চ
৯। জলবিষুব কোন দিনটিকে বলা হয় ?
(ক) 22 শে সেপ্টেম্বর
(খ) 23 শে সেপ্টেম্বর
(গ) 21 শে সেপ্টেম্বর
(ঘ) 20 শে সেপ্টেম্বর
উত্তর: (খ) 23 শে সেপ্টেম্বর
১০। গ্রিনিচের দ্রাঘিমা কত ?
(ক) 90°
(খ) 35°
(গ) 45°
(ঘ) 0°
উত্তর: (ঘ) 0°
১১। নিরক্ষরেখার অপর নাম কি?
(ক) দ্রাঘিমা রেখা
(খ) অক্ষরেখা
(গ) সমাক্ষরেখা
(ঘ) বিষুব রেখা
উত্তর: (ঘ) বিষুব রেখা
১২। কোন রেখা কে মহাবৃত্ত বলা হয়?
(ক) সমাক্ষরেখা
(খ) দ্রাঘিমারেখা
(গ) নিরক্ষরেখা
(ঘ) অক্ষরেখা
উত্তর: (গ) নিরক্ষরেখা
১৩। গ্রানাইট হল একটি –
(ক) রূপান্তরিত শিলা
(খ) উদবেদী শিলা
(গ) পাললিক শিলা
(ঘ) আগ্নেয় শিলা
উত্তর: (ঘ) আগ্নেয় শিলা
১৪। সাতপুরা হল একটি –
(ক) ভঙ্গিল পর্বত
(খ) আগ্নেয় পর্বত
(গ) স্তুপ পর্বত
(ঘ) ক্ষয়জাত পর্বত
উত্তর: (গ) স্তুপ পর্বত
১৫। ভিসুভিয়াস হল একটি –
(ক) আগ্নেয় পর্বত
(খ) স্তুপ পর্বত
(গ) ক্ষয়জাত পর্বত
(ঘ) ভঙ্গিল পর্বত
উত্তর: (ক) আগ্নেয় পর্বত
১৬। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হল –
(ক) তিব্বতের মালভূমি
(খ) ছোটনাগপুর মালভূমি
(গ) পামির মালভূমি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) তিব্বতের
১৭। ভারতের খনিজ ভান্ডার বলা হয় ?
(ক) পামির মালভূমিকে
(খ) ছোটনাগপুর মালভূমিকে
(গ) দাক্ষিণাত্যের মালভূমিকে
(ঘ) আরব মালভূমিকে
উত্তর: (খ) ছোটনাগপুর মালভূমিকে
১৮। ভারতের সর্ববৃহৎ সমভূমির নাম হল ?
(ক) সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র পলি গঠিত সমভূমি
(খ) মিসিসিপি মিসৌরি সমভূমি
(গ) ইয়াংসিকিয়াং সমভূমি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র পলি গঠিত সমভূমি
১৯। পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ হলো?
(ক) গঙ্গার বদ্বীপ
(খ) নীল নদের বদ্বীপ
(গ) মহা নদীর বদ্বীপ
(ঘ) গোদাবরীর বদ্বীপ
উত্তর: (ক) গঙ্গার বদ্বীপ
২০। উত্তাপ ও বৃষ্টিপাত দুই বেশি হয় ?
(ক) নিরক্ষীয় অঞ্চলে
(খ) মেরু অঞ্চলের
(গ) শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে
(ঘ) মরু অঞ্চলে
উত্তর: (ক) নিরক্ষীয় অঞ্চলে
২১। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ?
(ক) লিভিংস্টোন
(খ) নায়াগ্রা
(গ) এঞ্জেল ফলস (ভেনেজুয়েলা)
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) এঞ্জেল ফলস (ভেনেজুয়েলা)
২২। শ্রীলংকার বৃহত্তম নদীর নাম কি ?
(ক) মহাবলী গঙ্গা
(খ) কেলানি গঙ্গা
(গ) ইরাবতী
(ঘ) বিপাশা
উত্তর: (ক) মহাবলী গঙ্গা
২৩। পাকিস্তানের দীর্ঘতম নদী হলো –
(ক) সিন্ধু
(খ) বিপাশা
(গ) শতদ্রু
(ঘ) ইরাবতী
উত্তর: (ক)
২৪। পৃথিবীর পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি ?
(ক) কোয়েটা
(খ) বেলুচিস্তান
(গ) জেকোবাবাদ
(ঘ) ভুটান
উত্তর: (গ) জেকোবাবাদ
২৫। ভারতের দীর্ঘতম হিমবাহ হল –
(ক) রিমো
(খ) সিয়াচেন
(গ) জেমু
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর: (খ) সিয়াচেন
২৬। ভারতের প্রাচীনতম পর্বত হল –
(ক) কারাকোরাম
(খ) বিন্ধ্য
(গ) আরাবল্লী
(ঘ) কাঞ্চনজঙ্ঘা
উত্তর: (গ) আরাবল্লী
২৭। কোন নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে?
(ক) গোদাবরী নদীতে
(খ) কৃষ্ণা নদীতে
(গ) মহানন্দা নদীতে
(ঘ) কাবেরী নদীতে
উত্তর: (ঘ) কাবেরী নদীতে
২৮। চিরহরিৎ অরণ্য অঞ্চলের একটি বৃক্ষের নাম কী ?
(ক) গর্জন
(খ) সুন্দর
(গ) সেগুন
(ঘ) সাল
উত্তর: (ক) গর্জন
২৯। কোন নদীর উপরে মাইথন বাঁধ নির্মিত হয়েছে ?
(ক) গঙ্গা নদীর উপরে
(খ) দামোদরের উপরে
(গ) বরাকর নদীর উপরে
(ঘ) তাপ্তি নদীর উপরে
উত্তর: (গ) বরাকর নদীর উপরে
৩০। পৃথিবীর উচ্চতম বাঁধের নাম কি ?
(ক) ভাকরানাঙ্গাল বাঁধ
(খ) হীরাকুদ বাঁধ
(গ) গান্ধীসাগর বাঁধ
(ঘ) ময়ূরাক্ষী বাঁধ
উত্তর: (খ) হীরাকুদ বাঁধ
৩১। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান?
(ক) দ্বিতীয়
(খ) প্রথম
(গ) চতুর্থ
(ঘ) তৃতীয়
উত্তর: (ক) দ্বিতীয়
৩২। ভারতে ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
(ক) পুনতে
(খ) কটকে
(গ) কানপুরে
(ঘ) সম্বলপুরে
উত্তর: (খ) কটকে
৩৩। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র টির নাম কী ?
(ক) সরাবতী
(খ) শিবসমুদ্রম
(গ) কয়না
(ঘ) ভিভপুরা
উত্তর: (খ) শিবসমুদ্রম
৩৪। ভারতের কোথায় মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে ?
(ক) বিশাখাপত্তনমে
(খ) হিন্দমোটর
(গ) দুর্গাপুরে
(ঘ) রিষড়াতে
উত্তর: (খ) হিন্দমোটর
৩৫। কোথায় ভারতে প্রথম জাহাজ নির্মাণ কারখানা গড়ে ওঠে?
(ক) মাদ্রাজে
(খ) কলকাতায়
(গ) বিশাখাপত্তনমে
(ঘ) মুম্বাইতে
উত্তর: (গ) বিশাখাপত্তনমে
৩৬। নিম্নলিখিত কোন জায়গায় ডিজেল ইঞ্জিন তৈরি হয়?
(ক) কানপুরে
(খ) চিত্তরঞ্জন
(গ) দুর্গাপুরে
(ঘ) ব্যাঙ্গালোরে
উত্তর: (খ) চিত্তরঞ্জন
৩৭। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী ?
(ক) কাস্পিয়ান সাগর
(খ) চিল্কা হ্রদ
(গ) সুপিরিয়র হ্রদ
(ঘ) জেনেভা হ্রদ
উত্তর: (ক) কাস্পিয়ান সাগর
৩৮। পৃথিবীর গভীরতম হ্রদ এর নাম কী ?
(ক) জেনেভা
(খ) সুপ্রিয়ার
(গ) বৈকাল
(ঘ) চিলকা
উত্তর: (গ) বৈকাল
৩৯। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ নোম কী ?
(ক) জেনেভা
(খ) সুপ্রিয়ার
(গ) বৈকাল
(ঘ) চিলকা
উত্তর: (গ) বৈকাল
৪০। প্রাচ্যের ম্যান্চেস্টর কাকে বলে ?
(ক) ওসাকাকে
(খ) টোকিওকে
(গ) কোবেকে
(ঘ) বেজিংকে
উত্তর: (ক) ওসাকাকে
৪১। পৃথিবীর বৃহত্তম তৈল খনি কোথায় আছে ?
(ক) তেহেরান
(খ) হাসা
(গ) ঘওয়ার
(ঘ) সাফানিয়া
উত্তর: (গ) ঘওয়ার
৪২। ভারতে সবরমতী আশ্রম কোথায় আছে?
(ক) কানপুরে
(খ) আমেদাবাদে
(গ) দিল্লিতে
(ঘ) হায়দ্রাবাদে
উত্তর: (খ) আমেদাবাদে
৪৩। কোন শহরকে ভারতের প্যারিস বলে অভিহিত করা হয় ?
(ক) জয়পুরকে
(খ) আমেদাবাদকে
(গ) হায়দ্রাবাদকে
(ঘ) কানপুরকে
উত্তর: (ক) জয়পুরকে
৪৪। কোন জায়গাকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় ?
(ক) ছোটনাগপুরকে
(খ) কানপুরকে
(গ) মধ্যপ্রদেশকে
(ঘ) গুজরাটকে
উত্তর: (ক) ছোটনাগপুরকে
৪৫। তারাপুর একটি ____________ কেন্দ্র আছে।
(ক) পারমাণবিক বিদ্যুৎ
(খ) তাপবিদ্যুৎ
(গ) জলবিদ্যুৎ
(ঘ) আণবিক বিদ্যুৎ
উত্তর: (ক) পারমাণবিক বিদ্যুৎ
৪৬। নিম্নলিখিত কোনটি পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি?
(ক) তুরান সমভূমি
(খ) সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি
(গ) সাইবেরিয়ান সমভূমি
(ঘ) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সমভূমি
উত্তর: (গ) সাইবেরিয়ান সমভূমি
৪৭। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
(ক) ইয়াং-সি-কিয়াং
(খ) হোয়াং হো
(গ) অন্ডান
(ঘ) গঙ্গা
উত্তর: (ক) ইয়াং-সি-কিয়াং
৪৮। পোরবন্দর শহরটির সাথে কোন জাতীয় শিল্প জড়িত?
(ক) সিমেন্ট
(খ) মোটরগাড়ি
(গ) লৌহ ইস্পাত
(ঘ) পেট্রোকেমিক্যাল
উত্তর: (ক) সিমেন্ট
৪৯। উড়িষ্যায় অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি কি নামে পরিচিত ?
(ক) বারমুডা
(খ) হিরাকুঁদ
(গ) পাইকাড়া
(ঘ) শিবসমুদ্রম
উত্তর: (খ) হিরাকুঁদ
৫০। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহানদী শতদ্রু বিতস্তা চন্দ্রভাগা?
(ক) ভারত মহাসাগর
(খ) আরব সাগর
(গ) বঙ্গোপসাগর
(ঘ) পক প্রণালী
উত্তর: (খ) আরব সাগর
আরও দেখুন:
ভূগোল: সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর | ভারতে নদী প্রকল্পের তালিকা |
ভারতের শিল্প শহর ও তাদের অবস্থান | ভারতের শীর্ষ গবেষণামূলক প্রতিষ্ঠান |