History General Knowledge in Bengali Questions Answers

History General Knowledge in Bengali plays an important role in every competitive Exam.  Here in this article History General Knowledge has been provided in the Bengali language in Questions and Answers form.

History General Knowledge in Bengali

The following questions of History general knowledge in the Bengali language had been found in different previous competitive exams.  

১। বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? W.B.C.SSC-98

(কবাজীরাও ও লর্ড ওয়েলেসলি 

(খ) রঞ্জিত সিংহ এবং মিন্টো

(গ)বর্মীজাতি এবং আমহার্স্ট

(ঘ) গোর্খা জাতি এবং অকটার লোনীউত্তর: 

উত্তর: (ক) বাজীরাও ও লর্ড ওয়েলেসলি


২। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন ? ’98

(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(খ)হর্ষবর্ধন

(গ) গোপাল দেব

(ঘ) অশোক

উত্তর: (খ) হর্ষবর্ধন


৩। কবীর, যাঁর জন্মকাহিনী রহস্যাবৃত তিনি নীচের কোন্ ব্যক্তির শিষ্য ছিলেন ? ’98

(ক) তুকারাম

(খ) চৈতন্য

(গ)রামানন্দ

(ঘ) রামানুজ

উত্তর: (গ) রামানন্দ


৪।  চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় ?

(ক) প্রথম পুলকেশী

(খ) দ্বিতীয় পুলকেশী

(গ) প্রথম বিক্রমাদিত্য 

(ঘ) দ্বিতীয় বিক্রমাদিত্যউত্তর: 

উত্তর:(খ) দ্বিতীয় পুলকেশী


৫। সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল— ’98

(ক) মোঙ্গল

(খ)তুর্কী

(গ) আরব

(ঘ) মুঘল

উত্তর: (গ) আরব


৬। ১৯৪২ সালে কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবের খসড়া কে তৈরী করেছিলেন?

(ক) মহাত্মা গান্ধী

(খ) মৌলানা আজাদ

(গ ) সর্দার বল্লভভাই প্যাটেল

(ঘ) জওহরলাল নেহেরু

উত্তর: (গ) সর্দার বল্লভভাই প্যাটেল


৭। ১৯০৬ সালে মুসলিম লীগে কে নেতৃত্ব দেন ? ’98

(ক) জিন্না

(খ)মনুসর আলি

(গ)কোনটিই নয়

(ঘ) লিয়াকত আলিউত্তর:

উত্তর:  (গ)কোনটিই নয়


৮। ভারতবর্ষকে নৃতত্ত্বের যাদুঘর বলেছেন-

(ক) ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়

(খ) দয়ারাম সাহনী

(গ) স্যার জন মার্শাল

(ঘ) ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ

উত্তর:  (ঘ) ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ 


৯। মহম্মদ বিন তুঘলক রাজধানী দিল্লীতে স্থানান্তরিত করবার পূর্বে উহার নাম কি ছিল?’2000

(ক) রত্নগিরি

(খ) দৌলতাবাদ

(গ) মুঙ্গের

(ঘ) দেবগিরি

উত্তর: (খ) দৌলতাবাদ


১০। আইহোল প্রশস্তি কে রচনা

(ক) কবি রবিকীর্তি

(খ) কবি সন্ধ্যাকর নন্দী

(গ) বিশাখ দত্ত

(ঘ) বানভট্টউত্তর:

উত্তর: (ক) কবি রবিকীর্তি


এই সম্পর্কিত আরও দেখুন

ইতিহাস সাধারণ জ্ঞানের মডেল প্রশ্ন উত্তরঐতিহাসিক সাম্রাজ্য প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট ও শেষ সম্রাট
ঐতিহাসিক যুদ্ধ চুক্তি সন্ধিকিছু ঐতিহাসিক চরিত্র তাদের উপাধি

১১। ‘হস্তিগুফা লিপি’ কার আমলের—

(ক)কলিঙ্গরাজ খারবেলের

(খ) চন্দ্রগুপ্তের

(গ) সমুদ্রগুপ্তের

(ঘ) দ্বিতীয় পুলকেশীর

উত্তর:(ক) কলিঙ্গরাজ খারবেলের


১২।“এলাহাবাদ প্রশস্তি” অনুশাসনে কার প্রশস্তি আছে ?

(ক)বাক্‌পতি

(খ) ভাস

(গ) কবি কলহন

(ঘ) কৌটিল্যউত্তর:

(গ)কবি কলহন


১৩।ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল

(ক) হরপ্পা সভ্যতা

(খ) সুমেরীয় সভ্যতা

(গ) দ্রাবিড় সভ্যতা

(ঘ)গ্রীক সভ্যতাউত্তর:

উত্তর:(গ) দ্রাবিড় সভ্যতা


১৪।সিন্ধু সভ্যতায় কোন্ ধাতুর ব্যবহার ছিল না ?

(ক) তামা

(খ) ব্রোঞ্জ

(গ) লোহা

(ঘ) কোনটিও নয়উত্তর:

উত্তর: (গ) লোহা


১৫।সিন্ধু সভ্যতায় কোন্ প্রাণীর ব্যবহার ছিল না—

(ক) ঘোড়া

(খ) ষাঁড়

(গ) হরিণ

(ঘ) কোনটিও নয়।উত্তর:

(ক) ঘোড়া


১৬।পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম—

(ক) ঋক বেদ

(খ)সাম বেদ

(গ) যজু বেদ

(ঘ)অথর্ব বেদ

উত্তর: (ক) ঋক বেদ


১৭।জৈনধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয়-

(ক) বর্ধমান মহাবীর

(খ) ঋষভনাথকে

(গ) বুদ্ধদেবকে

(ঘ) পার্শ্বনাথকে

উত্তর: (খ) ঋষভনাথকে


১৮।ত্রিপিটক কোন ভাষায় রচিত?

(ক)  সংস্কৃত

(খ)  বাংলা

(গ)  পালি

(ঘ)  হিন্দি

উত্তর: (গ)  পালি


১৯।অজাতশত্রু উপাধি কি ছিল?

(ক)  বিক্রমাদিত্য

(খ)  চানক্য

(গ)  কুনিক

(ঘ)  একরাট

উত্তর: (গ)  কুনিক


২০।মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(ক) বিম্বিসার

(খ)  অজাতশত্রু

(গ)  চন্দ্রগুপ্ত মৌর্য

(ঘ)  অশোক

উত্তর: (গ) চন্দ্রগুপ্ত মৌর্য


২১।প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিলেন?

(ক) সম্রাট অশোক

(খ) সম্রাট সমুদ্র গুপ্ত

(গ) সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(ঘ) অজাতশত্রু

উত্তর: (ক) সম্রাট অশোক


২২। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?

(ক)  সমুদ্র গুপ্ত

(খ)   বৃহদ্রথ

(গ)   অশোক

(ঘ)  অজাতশত্রু

উত্তর: (খ)   বৃহদ্রথ


২৩। আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার নাম কি?

(ক) তরাইনের প্রথম যুদ্ধ

(খ) হলদিঘাটের যুদ্ধ

(গ) হিদাসপিসের যুদ্ধ

(ঘ) পানিপথের যুদ্ধ

উত্তর: (গ) হিদাসপিসের যুদ্ধ


২৪। শকাব্দ কে প্রচলন করেছিলেন?

(ক) কনিষ্ক

(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(গ) অশোক

(ঘ) সমুদ্রগুপ্ত

উত্তর: (ক) কনিষ্ক


২৫। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

(ক) কানহা

(খ) পুষ্যমিত্র

(গ) প্রথম সাতকর্ণী

(ঘ) গৌতমীপুত্র সাতকর্ণী

উত্তর:(ঘ) গৌতমীপুত্র সাতকর্ণী


২৬।গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(ক) প্রথম চন্দ্রগুপ্ত

(খ) শ্রীগুপ্ত

(গ) সমুদ্রগুপ্ত

(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

উত্তর: (খ) শ্রীগুপ্ত


অন্যান্য জেনেরাল নলেজ:

ভূগোল: জেনারল নলেজইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজসাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজখেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২

২৭।কোন রাজাকে ভারতের নেপোলিয়ন বলা হয়?

(ক) অশোককে

(খ) প্রথম চন্দ্রগুপ্তকে

(গ) সমুদ্রগুপ্তকে

(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে

উত্তর:(গ) সমুদ্রগুপ্তকে


২৮। বাংলার সর্ব প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?

(ক) হর্ষবর্ধন

(খ) দেবপাল

(গ) গোপাল

(ঘ) শশাঙ্ক

উত্তর: (ঘ) শশাঙ্ক


২৯। হর্ষচরিত এর রচয়িতা কে ছিলেন?

(ক) হরিষেণ 

(খ) সন্ধ্যাকর নন্দী

(গ) কবি বানভট্ট  

(ঘ) কবি কলহন

উত্তর:(গ) কবি বানভট্ট  


৩০। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?

(ক) প্রথম মহিপাল

(খ) রামপাল

(গ) গোপাল  

(ঘ) দিব্য 

উত্তর:(ঘ)দিব্য  


৩১। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

(ক)  কীর্তি বর্মন 

(খ) অপরাজিত বর্মন 

(গ) বিষ্ণুগুপ্ত 

(ঘ) সিংহ বিষ্ণু 

উত্তর: (খ) অপরাজিত বর্মন 


৩২।চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?

(ক) প্রথম রাজেন্দ্র চোল 

(খ) নরসিংহ বর্মন 

(গ) মহেন্দ্র বর্মন 

(ঘ) প্রথম রাজ রাজ 

উত্তর: (ক) প্রথম রাজেন্দ্র চোল 


৩৩। ভারতের তোতাপাখি কাকে বলা হয়?

(ক)  আমির খসরু 

(খ)  আল বিরুনি  

(গ)  তানসেন  

(ঘ)  কোনোটিই নয়

উত্তর: (ক)  আমির খসরু


৩৪। নিম্নলিখিত কোনটি কে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয়?

(ক)  কৈলাসনাথ মন্দির

(খ)  তাঞ্জোরের রাজেশ্বর মন্দির

(গ)  বরবুদুরের স্তুপ 

(ঘ)  মহাবলীপুরমের রথ মন্দির 

উত্তর: (গ) বরবুদুরের স্তুপ   


৩৫। আল বিরুনী কার সঙ্গে ভারতবর্ষে আসেন?

(ক)  সুলতান মাহমুদ

(খ)  ইলতুৎমিস

(গ)  কুতুবউদ্দিন আইবক

(ঘ)  মুহাম্মদ বিন তুঘলক

উত্তর:  (ক) সুলতান মাহমুদ 


৩৬। দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন?

(ক)  মুহাম্মদ বিন তুঘলক

(খ)  কুতুবউদ্দিন আইবক

(গ)  সুলতান মাহমুদ

(ঘ)  মোহাম্মদ ঘোরী 

উত্তর: (গ) সুলতান মাহমুদ


৩৭। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?

(ক)  আলাউদ্দিন খলজী

(খ)  জালালুদ্দিন খিলজী

(গ)  মালিক কাফুর

(ঘ)  কুতুবউদ্দিন আইবক

উত্তর:  (খ) জালালুদ্দিন খিলজী


৩৮। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

(ক)  মুহাম্মদ বিন তুঘলক

(খ)  ফিরোজ তুঘলক

(গ)  গিয়াসউদ্দিন তুঘলক

(ঘ)  মালিক কাফুর 

উত্তর:  (গ) গিয়াসউদ্দিন তুঘলক


৩৯। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়?

(ক)  ১৫২১ খ্রিস্টাব্দে

(খ)  ১৫২৭  খ্রিস্টাব্দে

(গ)  ১৫২৪  খ্রিস্টাব্দে

(ঘ)  ১৫২৬  খ্রিস্টাব্দে

উত্তর: (ঘ) ১৫২৬  খ্রিস্টাব্দে


৪০। বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা হল?

(ক)  পানিপথের ১ম যুদ্ধ

(খ)  হলদিঘাটের যুদ্ধ

(গ)  খানুয়ার যুদ্ধ

(ঘ)  চৌসার যুদ্ধ

উত্তর: (ক) পানিপথের ১ম যুদ্ধ


৪১। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

(ক)  ১৫২০ খ্রিস্টাব্দে

(খ)  ১৫২৫ খ্রিস্টাব্দে

(গ)  ১৫২৭ খ্রিস্টাব্দে 

(ঘ)  ১৫৩০ খ্রিস্টাব্দে

উত্তর:  (গ) ১৫২৭ খ্রিস্টাব্দে 


৪২। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন?

(ক)  প্রতাপ সিং

(খ)  মান সিং

(গ)  সংগ্রাম সিংহ 

(ঘ)  অমর সিং

উত্তর:  (খ) মান সিং


৪৩।ফার্সি ভাষায় রামায়ণ কে রচনা করেছিলেন?

(ক)  ইব্রাহিম  সিরহিন্দি

(খ)  বদাউনি

(গ) ফৈজি

(ঘ) কাশীরাম 

উত্তর:  (খ) বদাউনি  


৪৪। বাংলায় কত সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?

(ক) ১২৭৬ সনে 

(খ) ১১৭৬ সনে 

(গ) ১১৭২ সনে 

(ঘ) ১১৭৫ সনে 

উত্তর:  (খ) ১১৭৬ সনে 


৪৫। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ)  লর্ড ক্লাইভ

(গ)  লর্ড ওয়েলেসলি

(ঘ)  লর্ড রিপন 

উত্তর:  (ক) ওয়ারেন হেস্টিংস


৪৬। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?

(ক)  সদাশিব রাও

(খ)  ডুপ্লে

(গ)  লর্ড ক্লাইভ

(ঘ)  নানা ফড়নবিশ

উত্তর:  (ঘ) নানা ফড়নবিশ


৪৭। কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?

(ক)  অযোধ্যার সাদাত খান

(খ)  মহীশূরের হায়দার আলী

(গ)  হায়দ্রাবাদের নিজাম

(ঘ)  পেশোয়া

উত্তর:  (ঘ) পেশোয়া


৪৮। স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে?

(ক)  লর্ড ডালহৌসি

(খ)  লর্ড হার্ডিঞ্জ

(গ)  লর্ড হেস্টিংস 

(ঘ)  লর্ড কর্নওয়ালিস

উত্তর: (ক) লর্ড ডালহৌসি


৪৯। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছিলেন?

(ক)  লর্ড কর্নওয়ালিস

(খ)  লর্ড হার্ডিঞ্জ

(গ)  লর্ড হেস্টিংস

(ঘ)  লর্ড ক্লাইভ 

উত্তর: (ক) লর্ড কর্নওয়ালিস  


৫০। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

(ক)  লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(খ)  ডেভিড হেয়ার

(গ)  স্যার উইলিয়াম জোন্স 

(ঘ) কোনোটিই নয় 

উত্তর:  (গ) স্যার উইলিয়াম জোন্স 


×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!