Indian State CM Governor list 2022 in Bengali

Indian state CM Governor 2022 list has been arranged and provided below table in the Bengali language. This list of state CM and governors of India is a very important topic for the aspirants preparing for the competitive exams.

ভারতীয় প্রজাতন্ত্রে, একজন মুখ্যমন্ত্রীকে ২৮টি রাজ্যের মধ্যে প্রত্যেকটি রাজ্যের এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার প্রধান বলে গণ্য করা হয়। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল বা গভর্নর রাজ্যের প্রশাসন, নিয়োগ এবং অপসারণ সম্পর্কিত নির্বাহী ক্ষমতার অধিকারী হলেও রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতার কর্তৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই থাকে।

ভারতীয় প্রজাতন্ত্রে, ভারতের সংবিধানের ১৫৪ নং অনুচ্ছেদ অনুসারে, একজন রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান এবং রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতার কর্তৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। নিম্নলিখিত ২৮টি রাজ্যের যে মুখ্যমন্ত্রীগনের এবং রাজ্যপালগণের তালিকা দেওয়া হল যা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Indian State CM Governor list of different states of India || ভারতবর্ষের বিভিন্ন রাজ্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নামের তালিকা

রাজ্যমুখ্য মন্ত্রীরাজ্যপাল
অন্ধপ্রদেশওয়াই এস জগনমোহন রেড্ডিবিশ্বভূষণ হরিচন্দন
অরুণাচল প্রদেশপেমা খান্ডুবি ডি মিশ্র
আসামহিমন্ত বিশ্ব শর্মাজগদীশ মুখী
বিহারনীতীশ কুমারফাগু চৌহান
ছত্রিশগড়ভূপেশ বাঘেলঅনুসুইয়া উইকে
গোয়াপ্রমোদ সাওয়ান্তপিএস শ্রীধরন পিল্লাই
গুজরাটভূপেন্দ্রভাই প্যাটেলআচার্য দেবব্রত
হারিয়ানামনোহর লাল খট্টরবান্দারু দত্তাত্রেয়
হিমাচল প্রদেশজয় রাম ঠাকুররাজেন্দ্র আরলেকার
ঝাড়খন্ডহেমন্ত সোরেনরমেশ বাইশ
কার্নাটকবাসভরাজ বোমাইথাওয়ার চাঁদ গেহলট
কেরালাপিনারাই বিজয়নআরিফ মোহাম্মদ খান
মধ্যপ্রদেশশিবরাজ সিং চৌহানমাঙ্গুভাই সি প্যাটেল
মহারাষ্ট্রএকনাথ শিন্ডেভগত সিং কোশিয়ারি
মনিপুরনংথোম্বাম বীরেন সিংলা. গণেসন
মেঘালয়কনরাড সাংমাসত্য পাল মালিক
মিজোরামজোরামথাঙ্গাকম্ভমপতি হরি বাবু
নাগাল্যান্ডনিফিউ রিওজগদীশ মুখী
উড়িষ্যানবীন পট্টনায়েকগণেশি লাল
পাঞ্জাবভগবন্ত মানবনোয়ারিলাল পুরোহিত
রাজস্থানঅশোক গেহলটকালরাজ মিশ্র
সিকিমপ্রেম সিং তামাংগঙ্গা প্রসাদ
তামিলনাড়ুএম কে স্ট্যালিনআর.এন. রবি
তেলেঙ্গানাকালভাকুন্তলা চন্দ্রশেখর রাওতামিলিসাই সুন্দররাজন
ত্রিপুরামানিক সাহাসত্যদেব নারায়ণ আর্য
উত্তর প্রদেশযোগী আদিত্যনাথআনন্দিবেন প্যাটেল
উত্তরাখান্ডপুষ্কর সিং ধামিগুরমিত সিং
পশ্চিমবঙ্গমমতা ব্যানার্জিলা. গণেসন

আরও জানুন:

ভূগোল: জেনারল নলেজইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজসাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজখেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২৩

Indian State CM Governor list Union Territories of and Lieutenant Governors / Administrators || ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল তার মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নর / অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক

  • ভারতীয় প্রজাতন্ত্রের মোট আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলের যথা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, জম্মু এবং কাশ্মীর, লাদাখ এবং পুদুচেরি সাংবিধানিক প্রধান হলেন লেফটেন্যান্ট গভর্নর এবং বাকি তিনটির হলেন অ্যাডমিনিস্ট্রেটর( প্রশাসক)
  • ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাংবিধানিক প্রধান পদের নাম রাজ্যপাল বা গভর্নর।
  • ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলোর সাংবিধানিক প্রধান পদের নাম লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর( প্রশাসক)।
  • তবে এরমধ্যে দিল্লি পদুচেরি এবং জম্মু-কাশ্মীরে নির্বাচিত আইনসভা ও মন্ত্রিপরিষদ থাকায় এখানে মুখ্যমন্ত্রীর পদ বর্তমান এবং এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকা একটি রাজ্যের গভর্নর এর মত।
  • ২০২২সালের আগস্ট মাস পর্যন্ত জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর পদ খালি রয়েছে।
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে, লেফটেন্যান্ট গভর্নর রাজ্যের প্রধান এবং সরকার প্রধান উভয়েরই ক্ষমতার অধিকারী।এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোন মুখ্যমন্ত্রীর পদ নেই।
কেন্দ্রশাসিত অঞ্চলমুখ্য মন্ত্রী(লেফটেন্যান্ট গভর্নর / অ্যাডমিনিস্ট্রেটর)
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জঅ্যাডমিরাল দেবেন্দ্র কুমার জোশী (লেফটেন্যান্ট গভর্নর)
দিল্লিঅরবিন্দ কেজরিওয়ালবিনয় কুমার সাক্সেনা (লেফটেন্যান্ট গভর্নর)
জম্মু এবং কাশ্মীরখালি রয়েছে ( ২০২২ আগস্ট পর্যন্ত )মনোজ সিনহা (লেফটেন্যান্ট গভর্নর )
লাদাখআর কে মাথুর (লেফটেন্যান্ট গভর্নর)
পুদুচেরিএন রাঙ্গাস্বামীতামিলিসাই সুন্দররাজন (লেফটেন্যান্ট গভর্নর)
  • অন্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল – চন্ডিগড়; দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ; এবং লাক্ষাদ্বীপ—একজন প্রশাসক(অ্যাডমিনিস্ট্রেটর) দ্বারা শাসিত হয়।
  • এখানে কোন মুখ্যমন্ত্রীর পদ নেই। অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলোর লেফটেন্যান্ট গভর্নরের থেকে এখানকার প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর ভিন্ন, তাঁদেরকে সাধারণত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) থেকে নেওয়া হয়।
কেন্দ্রশাসিত অঞ্চলমুখ্য মন্ত্রী(লেফটেন্যান্ট গভর্নর / অ্যাডমিনিস্ট্রেটর)
চন্ডিগড়বনোয়ারিলাল পুরোহিত (অ্যাডমিনিস্ট্রেটর)
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউপ্রফুল খোদা প্যাটেল (অ্যাডমিনিস্ট্রেটর)
লাক্ষাদ্বীপপ্রফুল খোদা প্যাটেল (অ্যাডমিনিস্ট্রেটর)

রাজ্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সম্পর্কিত সব কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর


Q ➤

কত তারিখ পর্যন্ত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ খালি রয়েছে?



Q ➤ বর্তমানে মোট কয়টি রাজ্য স্থানীয় দলীয় সরকার রয়েছে?.



Q ➤ ২৮টি রাজ্যের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি এবং তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?



Q ➤ বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে বয়স্ক মুখ্যমন্ত্রী এবং তার নাম কি?



Q ➤ বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী এবং তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?



Q ➤ সবচেয়ে বেশিদিন দায়িত্ব পালন করা মুখ্যমন্ত্রী কে এবং তিনি কোন রাজ্যের?



Q ➤ ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রধান শাসক কে?



Q ➤ ভারতবর্ষে মোট কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?



Q ➤ কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান শাসক লেফটেন্যান্ট গভর্নর?



Q ➤ কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান শাসক অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক



Q ➤ কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান শাসক পদ মুখ্যমন্ত্রী এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চল গুলো কি কি?



Q ➤ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক পদে আশীন ব্যক্তিদের কোন যোগ্যতা সম্পন্ন হতে হয়?



Q ➤ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক আইপিএস পদমর্যাদা সম্পন্ন না হওয়া সত্ত্বেও দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকের নাম কি??



Q ➤ প্রফুল্ল খোদা প্যাটেল কোন দুটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেছেন?



Q ➤ প্রফুল্ল খোদা প্যাটেল পূর্ববর্তী লাক্ষাদ্বীপের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর কে ছিলেন?



আরও দেখুন :

ভারতীয় সংবিধানের মডেল প্রশ্ন উত্তরবিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এর পরিচয়
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!