Noun in Bengali for Children with Exercises

Discover the world of Bengali nouns with interactive exercises for children! Engage young learners with fun-filled activities designed to reinforce language skills and spark creativity.

The Noun ( বিশেষ্য )

1. যে সকল word দ্বারা কোন বস্তু, ব্যক্তি, স্থান, গুণ অথবা কার্যের নাম বুঝায়, তাহাদিগকে Noun অর্থাৎ বিশেষ্য কহে। 

যথা, Pencil, Ram, Bengal, Kindness, reading.

2. Noun. পাচ প্রকার । যথা (1) Proper, (2) Common, (3) Material, (4) Collective, (5) Abstract.

I. Proper Noun

যে noun দ্বারা একটিমাত্র ব্যক্তি বা একটিমাত্র বস্তুর নাম বুঝায়, তাহাকে Proper Noun কহে । যথা, Ram, Hari, Calcutta, Monday.

Proper Noun নিম্নলিখিত কয়েক প্রকারের হইতে পারে :-

(a) ব্যক্তির নাম। যথা, Jadu, Hari, John, Henry.

(b) স্থান, বাড়ী ও বিখ্যাত দ্রব্যের নাম। যথা, Calcutta, Taj- Mahal, Kohinoor.

(c) বার, মাস, বা পর্বতাহের নাম। যथा Monday, January,Christmas.

(d) রোগের নাম। যথা : Typhus, Cholera, Diarrhoea,

II. Common Noun

যে noun দ্বারা একজাতীয় জীব বা বস্তুর কোন নির্দিষ্ট একটিকে না বুঝাইয়া তাহাদের প্রত্যেকটিকে বুঝায়, তাহাকে Common Noun কহে। যথা, Cow, deer, slate, cloth, tree, city, star, king.

III. Material Noun

যে পদার্থের নাম করিলে তাহার যাবতীয় অংশ বুঝার, কোন একটি অংশ পৃথকৃরূপে বুঝায় না, তাহার নামকে Material Noun কহে। যথা : Water, silver, gold, rice, bread, cotton, cloud, dew. 

Water বলিলে যেখানে যত জল আছে সব বুঝায়, তাহার কোন একটি অংশকে পৃথকরূপে বুঝায় না । এইরূপ rice বলিলে যেখানে যত চাউল আছে সব বুঝায় ।

IV. Collective Noun

যে noun দ্বারা এক সময়ে একই জাতীয় অনেকের সমষ্টি বুঝায়, তাহাদের কোন একটিমাত্রকে বুঝায় না, তাহাকে Collective Noun কহে।

যথা : Class, fleet, nation, army.

মনে কর, যদি বলি তোমাদের class-এ কত জন বালক আছে ? তুমি বলিলে দশ জন । তবেই দেখ, আমি যে class-এর কথা বলিতেছি, তাহার ভিতরে তোমরা দশ জন আছ; সেই দশজনকে লইয়া একটি class হইয়াছে । সুতরাং class বলিলে কেবল তোমাকে বা অন্য কাহাকেও ফাইল না, তোমাদের দশজনের সমষ্টিকে বুঝাইল সেইরূপ fleet বলিলে কোন একখানি জাহাজকে বুঝাইবে না, কতকগুলি জাহাজের সমষ্টিকে বুঝাইবে ।

V. Abstract Noun

যে noun দ্বারা কোন গুণ বা অবস্থার নাম, কোন কার্যের নাম, অথবা বিজ্ঞান-শাস্ত্রের নাম বুঝায়, তাহাকে Abstract noun অর্থাৎ গুণবাচক বিশেষ্য কহে । যথা, Whiteness

( শুভ্রতা—গুণের নাম ) ; kindness (দয়া মনুষ্যের গুণের নাম ); health ( স্বাস্থ্য -শরীরের অবস্থার নাম ); winter (শীতকাল -কালের অবস্থার নাম ); Algebra, Chemistry, walking ( ভ্রমণ – কার্যের নাম ); Astronomy (বিজ্ঞান শাস্ত্রের নাম ) ।

4. অধিকাংশ Abstract noun-এর শেষে ness, th, ty, ship, ce, cy বা ing থাকে। যথা : Kindness, wealth cruelty friendship, patience, clemency, reading.

5. Noun-এর (1) Number অর্থাৎ বচন, (2) Gender অর্থাৎ লিঙ্গ, (3) Person অর্থাৎ পুরুষ ও (4) Case অর্থাৎ কারক আছে ৷

Exercises

1. Parts of Speech কল্প প্রকার ? তাহাদের নাম কর ৷

2. Noun হাকে কহে ?

3. Noun কর প্রকার ? দাহরণ দাও তাহাদের নাম কর ও প্রত্যেকের তিনটি করিয়া

4. Common, Collective, Material Abstract বাহাকে কহে ?

5. Proper noun কর প্রকারের হইতে পারে ? তাহাদের নাম কর । Common 3 Collective noun-এ প্রভেদ কি? উদাহরণ দ্বারা ঝাইয়া দাও ।

6. কি চিহ্ন দ্বারা সাধারণতঃ Abstract noun ঠিক করা যাইতে পারে ?

7. নিম্ন word-গগুলির কোনটি কোন, noun বল :-

Bird, Mahendra, London, poetry, the regiment ( সৈন্য ), walking, swiftness (ক্ষিপ্রতা ), cloud, length, rose, fish, wisdom, Senate (মাশ্বসভা ), Tagus cotton, Wednesday, gold, river, animal, honor, robber ( ा ), caution ( গড়কাতা ), Chemistry, night, loving, height, people.

8. নিম্নলিখিত শব্দগুলি ইংরাজী করিয়া তাহাদের কোনটি কোন noun বল :-

জ্ঞান, বদ্ধি, গমন, হাত, পা, নাক, কাণ, চক্ষ বকে, শগোল, কুকু সিংহ, মহিষ, গাধা, ছাগল ভেড়া, প,স্তক, কাগঞ্জ, কলম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, দিবা, রাত্রি, ঊষা, প্রাতঃকাল, মধ্যাহ্ন, অপরাহ্ন, পৃথিবী, আকাশ, গ’, নরক, কাপড়, চাদর, রাস্তা, ক্ষ,ধা, তৃষ্ণা, রক্ত, বেলতা।

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!