Science GK: 100 Model Questions Answers in Bengali have been arranged in the following for the aspirants trying to seat for the upcoming different competitive examinations.
Questions on science in gk Section are generally set in the question paper. The following science question answers have been prepared in Bengali according to the importance.
নিম্নে সাধারণ জ্ঞান বিজ্ঞানের উপর কিছু প্রশ্ন-উত্তর তৈরি করা হয়েছে যেগুলো গত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাওয়া গিয়েছে। প্রশ্ন-উত্তর গুলির নিয়মিত অধ্যায়ন পরীক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হতে সাহায্য করবে।
100 Model Questions Answers on Science in Bengali 🔹 কোন গাছের ফল স্বর্ণকারেরা সোনা ওজনের কাজে বাবহার করেন?
✔ কুঁচফল
🔹 চর্ম রোগ সারাবার জন্য তেল ব্যবহার করা হয়। কোন গাছের ফল থেকে ওই তেল পাওয়া যায়?
✔ নিম গাছ
🔹 কোন পাখির পাখার মাপ সবচাইতে বড়?
✔ অ্যালবাট্রস
🔹 ইংল্যান্ডের জাতীয় পাখি কোনটি?
✔ রবিন রেস্ট
🔹 কোন পাখি জাপানের জাতীয় পাখি?
✔ ঝুটিওয়ালা আইবিশ
🔹 কোন পাখি পিছন দিকে উড়তে পারে?
✔ হামিং বার্ড
🔹 কোন পাখির ডিম সবচাইতে বড়?
✔ উটপাখি
🔹 কোন পাখির ঠোঁটের প্রান্তে নাসারন্ধ্র আছে?
✔ কিউই পাখি
🔹 কোন পাখি সবচেয়ে দ্রুতগতিতে সাঁতার কাটতে পারে?
✔ জেন্টু পেঙ্গুইন
🔹 মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি কোনটি?
✔ টাক মাথা ঈগল
🔹 রাজস্থানের একটি লুপ্তপ্রায় পাখির নাম কি?
✔ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
🔹 ফটো প্রসেসের প্রথম কার্যকর উপায় আবিষ্কার করেন এক ফরাসি বিজ্ঞানী তার নাম কি?
✔ লুই-জ্যাক-মন্দ-দাগের
🔹 মানব দেহের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ?
✔ কর্ণের অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিথ যন্ত্র
🔹 পতঙ্গদের রক্ত কে কি বলে?
✔ হিমোলিম্ফ
🔹 চিংড়ি কাকড়া ইত্যাদি প্রাণীর রক্ত কে কি বলে?
✔ হিমোসিল হিমসিলোমিক তরল
🔹 সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হয় কি পদ্ধতিতে? ✔ সংযোগ পদ্ধতিতে
🔹 নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হয় কি পদ্ধতিতে?
✔ ওটসওয়াল্ড পদ্ধতি
🔹 মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
✔ যকৃত
🔹 কচ্ছপের কয়টি দাঁত আছে?
✔ কচ্ছপের দাঁত থাকে না
🔹 মানবদেহের একমাত্র মিশ্র গ্রন্থির উদাহরণ কি?
✔ অগ্নাশয়
🔹 পিটুইটারি থাইরয়েড অ্যাড্রিনাল কি ধরনের গ্রন্থি?
✔ বহিক্ষরা গ্রন্থি
🔹 ইলেকট্রিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে?
✔ নিয়ন আর্গন ও নাইট্রোজেন
🔹 কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম?
✔ বেগুনি
🔹 স্টিম ইঞ্জিনে তাপশক্তি কিসে পরিণত হয়?
✔ যান্ত্রিক শক্তিতে
🔹 মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
✔ দুটি
🔹 টিকটিকি কুমির পাখি স্তন্যপায়ী প্রাণীর হৃদপিন্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে?
✔ চারটি
🔹 ব্যাঙের হৃদপিন্ডের প্রকোষ্ঠ আছে?
✔ তিনটি
🔹 কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
✔ নেফ্রিডিয়া
🔹 পতঙ্গদের প্রধান যন্ত্র কোনটি?
✔ ম্যালপিজিয়ান নালিকা
🔹 মেরুদন্ডী প্রাণীদের রেচন তন্ত্রের নাম কি?
✔ বৃক্ষ
🔹 এলিসা পরীক্ষা করা হয় কি জন্য? ✔ এইডস রোগের জন্য
🔹 সাধারণত এইডস ভাইরাস প্রতিরোধে কোন ড্রাগটি সর্বাধিক ব্যবহৃত হয়?
✔ জাইডোরেউডিন
🔹 যে মাছের একটি ওয়াস থাকে না তাকে কি বলে?
✔ ডগফিশ
🔹 ডেড হর্টিস কোনটিতে হয় ধান ভুট্টা আখ ও বাজরা?
✔ ধান
🔹 ম্যালেরিয়া ছাড়াও এনোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে?
✔ ফাইলেরিয়াসিস
🔹 মানুষের রক্তের লোহিত কণিকা কত দিন বাঁচে?
✔ একশো কুড়ি দিন
🔹 মানুষের রক্তের শ্বেত কণিকা কত দিন বাঁচে?
✔ 1 থেকে 15 দিন
🔹 DNS বলতে আমরা কি বুঝি?
✔ ডোমেইন নেম সিস্টেম
🔹 একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
✔ সিলিকন
🔹 ইউনাইটেড নেশন অর্গানাইজেশন দ্বারা গঠিত আন্তর্জাতিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি কোথায় অবস্থিত?
✔ নিউ দিল্লিতে
🔹 তিনটি প্রাথমিক রং কি কি?
✔ লাল নীল সবুজ
🔹 এনাটমির জনক কে?
✔ বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াস
🔹 খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়?
✔ হামফ্রে ডেভি কে তার সেফটি ল্যাম্প আবিষ্কার করার জন্য
🔹 আইসোটোপ কি?
✔ যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা আলাদা
🔹 ভর সংখ্যা কি?
✔ নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি
🔹 পারমাণবিক সংখ্যা কি?
✔ পরমাণুর মধ্যে অবস্থিত ইলেকট্রন সংখ্যার সমষ্টি
🔹 মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি? ✔ স্পুটনিক’
🔹 মহাকাশে সর্বপ্রথম মানুষ কবে পাড়িয়ে দেয়?
✔ ১৯৬১ সালের ১২ই এপ্রিল
🔹 কে প্রথম মহাকাশে যায়?
✔ ভস্টক-১ যানে করে সোভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন
🔹 মাকড়শাকে ব্ল্যাক উইডো বলা হয় কেন?
✔ যৌন মিলনের পর সাধারণত স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়শাকে খেয়ে ফেলে
🔹 ১ এর পর কতগুলো শূন্য বসালে গুগোল সংখ্যা হয়?
✔ ১০০ টা শূন্য
🔹 মাথার খুলিতে কতগুলি হাড় রয়েছে?
✔ ২২ টি
🔹 শব্দ তরঙ্গ কে বৈদ্যুতিক কমপাঙ্গে পরিণত করে কোন যন্ত্র?
✔ মাইক্রোফোন
🔹 কুইক সিলভার হল পারদ তাহলে কুইক লাইম কি?
✔ ক্যালসিয়াম
🔹 বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে?
✔ মস্কোর কাছে অবনিনস্ক এ
🔹 পৃথিবীর ঠিক যে অংশটিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে?
✔ গ্রাউন্ড জিরো
🔹 মানবদেহের যে ক্যান্সার দিনটি প্রথম সনাক্ত করা হয় সেটি কি?
✔ রেটিনোব্লাসটোমা
🔹 খুব অল্প তাপমাত্রায় বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবন কে কি বলে?
✔ ক্রায়োজেনিক্স
🔹 উদ্ভিদ ভিটামিন পায় কোথা থেকে?
✔ উদ্ভিদ নিজে দেহকোষে ভিটামিন প্রস্তুত করে
🔹 রড ও কোণ কোষ এর কাজ কি?
✔ রড কোষ মৃদু আলোয় দেখতে সাহায্য করে এবং কোন কোষ তীব্র আলো এবং রঙিন বস্তু দেখতে সাহায্য করে
🔹 কথাটির প্রবক্তা কে?
✔ রবার্ট হুক
🔹 অশ্রুগ্রন্থি কোথায় থাকে?
✔ কানের দিকে ভ্রু এর নীচে
🔹 তেজস্ক্রিয়তার শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন?
✔ মাদাম কুরি
🔹 হীরকের কেলাসের গঠন কেমন?
✔ ঘনক আকার
🔹 ডয়টোডিয়ামে নিউট্রন ও প্রোটন এর অনুপাত কত?
✔ ১:১
🔹 অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
✔ ক্ষণপদ বা সিউডো পডিয়া
🔹 হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত?
✔ তিনটি
🔹 ডাই অক্সাইডের সবচেয়ে বেশি ব্যবহৃত কোথায় হয়?
✔ লৌহ ও ইস্পাত শিল্পে
🔹 প্রথম কে ক্লোরিন প্রস্তুত করেন?
✔ সিলি
🔹 ফ্লোরিন এর প্রধান উৎস কোনটি?
✔ ফ্লোরস্পার
🔹 ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?
✔ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইটড
🔹 কোন ধাতু নিষ্কাশনে পারদ সংকরায়নের ব্যবহার আছে?
✔ (Au, Cu ) অ্যালুমিনিয়াম এবং কপার
🔹 আতশবাজিতে কিসের উপস্থিতির জন্য গারো লাল রং দেখতে পাওয়া যায়?
✔ Sr
🔹 কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?
✔ ১৯০১ সাল থেকে
🔹 আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন এবং কত সালে?
✔ ডিনামাইট; ১৮৮৬ সালে
🔹 আলফ্রেড নোবেলের নোবেল পুরস্কার দানের উইল কোথায় স্বাক্ষরিত হয়?
✔ নরওয়েজিয়ান ক্লাবে
🔹 প্রথমে কি কি বিষয়ে নোবেল দেওয়া হতো? ✔ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি
🔹 অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কত সাল থেকে শুরু হয়েছে?
✔ ১৯৬৮ সাল থেকে
🔹 প্রথম নোবেল জয়ী পিতা-পুত্র কে কে?
✔ স্যার উইলিয়াম ব্রাগ ও স্যার লরেন্স ব্রাগ
🔹 নোবেলজয়ী স্বামী-স্ত্রী কে কে?
✔ ১৯০৩সালে পিয়ের ও মাদাম কুরি (পদার্থবিদ্যায়)
🔹 রাইট ভ্রাতৃদ্বয় তৈরি প্রথম বিমান টির নাম কি?
✔ ফ্লাইয়ার ওয়ান
🔹 ডিম পারে এমন দুটি স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
✔ অস্ট্রেলিয়ার একডিনা না এবং প্লাটিপাস
🔹 ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়?
✔ হিপোক্রেটাস (গ্রিস)
🔹 কাইনেম্যাটিক্স বলতে কী বোঝায়?
✔ গতিবিদ্যা কে
🔹 তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা কে?
✔ বেকেরেল
🔹 রেডিয়াম আবিষ্কার কে করেন?
✔ মাদাম কুরি
🔹 টেকনো মিটার দিয়ে কি মাপা হয়?
✔ ঘূর্ণনের গতিবেগ
🔹 অতি সামান্য সময়ের ব্যবধান মাপা হয় কী দিয়ে?
✔ পারমাণবিক ঘড়ি দিয়ে
🔹 চৌম্বক আবেশ মাপার একক কি?
✔ গাউস
🔹 কোন উষ্ণতায় ফারেনহাইট এবং পরমশূন্য স্কেলের মান সমান হবে?
✔ ৫৭৪.২৫℃
🔹 কম্পনশীল বস্তুর কম্পন মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
✔ সনোমিটার
🔹 সবুজ আলোয় লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখাবে?
✔ কাল
🔹 সূর্যরশ্মির সাতটি রঙের আলোর মধ্যে কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম?
✔ নীল
🔹 বোলো মিটার যন্ত্রে কি মাপা হয়?
✔ বিকীর্ণ তাপ
🔹 তড়িৎ কোষের মধ্যে তড়িৎ আধান বহন করে কে?
✔ ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার আধান
🔹 প্রথম তড়িৎ রাসায়নিক কোষ নির্মাতার নাম কি?
✔ গ্যালভানি
🔹 পৃথিবীর চৌম্বক ও ভৌগলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত?
✔ ১৭°
🔹 ভোল্টা মিটার কি কাজে লাগে?
✔ তড়িৎ তড়িৎ আধান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মাপতে
🔹 ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারক কে?
✔ টরিসেলি
🔹 পোস্ট অফিস বক্স দিয়ে কি মাপা হয়?
✔ রোধ
🔹 মনো মিটার কি মাপতে ব্যবহার করা হয়?
✔ চাপের পার্থক্য
🔹 একটি উত্তল লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে?
✔ বাড়বে
🔹 লোহার উপর দস্তার আস্তরণ দেওয়া কে কি বলা হয়?
✔ গ্যালভানাইজেশন
🔹 উত্তল লেন্স দ্বারা গঠিত সদ বিম্ব এর মধ্যে নূন্যতম দূরত্ব লেন্সের ফোকাস দূরত্ব কত গুণ?
✔ চার গুণ
🔹 প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপের পরিমাণ গড়ে প্রায় কত?
✔ ১৪.৭পাউন্ড
🔹 কোন কাজে মিটার ব্রিজ ব্যবহার করা হয়?
✔ রোধ মাপতে
🔹 কোনটি পারা চৌম্বক পদার্থ – লোহা, তামা, নিকেল, টিন ?
✔ টিন
🔹 টরসন তুলার সাহায্যে দুটি তড়িৎ আধান এর ভিতর ক্রিয়াশীল বলের পরিমাণ নির্ধারণ করেছিলেন?
✔ কুলম্ব
🔹 কোন কাজের জন্য অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পান?
✔ থিওরি অফ ফটোয়েলেক্ট্রিক এফেক্ট
🔹 অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বলের মধ্যে সম্পর্ক কি?
✔ সমান ও বিপরীতমুখী
🔹 বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়?
✔ টাংস্টেন
🔹 সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?
✔ ফ্যাদোমিটার
🔹 সোডিয়াম বাই কার্বনেট এর সংকেত কি?
✔ NaHCO3
🔹 ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেছিলেন?
✔ আচার্য জগদীশচন্দ্র বসু, গাছের প্রাণ আছে কিনা প্রমাণ করবার জন্য
🔹 মারকিউরাস নাইট্রেট তৈরির পদ্ধতি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
✔ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
🔹 Response of the Living and Non-Living গ্রন্থটির রচয়িতা কে?
✔ জগদীশচন্দ্র বসু
🔹 বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা কে?
✔ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
🔹 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন?
✔ অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু
🔹 ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কে প্রতিষ্ঠা করেছিলেন?
✔ হোমি জাহাঙ্গীর ভাবা
🔹 কোন বিজ্ঞানী গবেষণার ফসল ক্যাসকেড তত্ত্ব?
✔ হোমি জাহাঙ্গীর ভাবা
🔹 কোন রসায়নবিজ্ঞানীর স্মৃতি রক্ষার্থে ভারত সরকারের থেকে প্রতিবছর এক জন মেধাবী বিজ্ঞানী কে ‘ভাটনাগর স্মৃতি পুরস্কার’ দান করা হয়?
✔ অধ্যাপক শান্তি স্বরূপ ভাটনগর
আরও দেখুন :
Post Views: 186