Set 1: 50 GK Questions with Answers have been prepared here for the students of all classes and the aspirants trying to sit for different competitive examinations. These 50 GK Questions with Answers are pretty common and found in different exams.
সেট 1: 50 GK প্রশ্ন উত্তর সহ এখানে সব শ্রেণীর ছাত্রদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাওয়া প্রার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। উত্তর সহ এই 50টি জিকে প্রশ্ন বেশ সাধারণ এবং বিভিন্ন পরীক্ষায় পাওয়া যায়।
50 GK Questions with Answers: Set 1
(ক ) GK প্রশ্ন ও উত্তর
(১) ওয়াট কিসের একক?
উত্তর: ক্ষমতার একক
(২) ধাতব ট্রাম-লাইনে কতো ভোণ্ট থাকে?
উত্তর: শূন্য ভোল্ট।
(৩) গোল্ড কোস্টের বর্তমান নাম কি?
উত্তর: ঘানা।
(৪) ইংল্যান্ডের জাতীয় ফুল কি?
উত্তর: গোলাপ।
(৫) দ্য গ্রেটার কমন গুড’ কার লেখা ?
উত্তর: অরুন্ধতী রায়।
(৬) কাব্য মিমাংসা লেখেন কে?
উত্তর: অমোঘ।
(৭) পৃথিবীর গভীরতম খাদের নাম কী ?
উত্তর: মারিয়ানা।
(৮) কে দেশপ্রাণ নামে পরিচিত?
উত্তর: বীরেন্দ্রনাথ শাসমল।
(৯) কাকাবাবু কার ছদ্ম নাম?
উত্তর: প্রভাতকিরণ বসুর।
(১০) ভারতের কোন্ ধারায় অস্পৃশতা দূর করা হয়েছে ?
উত্তর: ১৭নং।
আরও দেখুন:
50 GK Questions with Answers: Set 2
50 GK Questions with Answers: Set 3
(খ) GK প্রশ্ন ও উত্তর
(১১) একটি পদার্থের নাম কর যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে?
উত্তর: মোমের দহন।
(১২) রামেশ্বরম কিজন্য বিখ্যাত?
উত্তর: তীর্থক্ষেত্র।
(১৩) ‘সাম্প্রদায়িক বাটোয়ারা’ নীতি ঘোষণা করে কে?
উত্তর: ম্যাকডোনাল্ড।
(১৪) ভারতের সবচেয়ে বড় সিংহ দরজা কোন্টি?
উত্তর: বুলন্দ দরওয়াজা।
(১৫) মিকি মাউস-এর স্রষ্টা কে?
উত্তর: ওয়াল্টডিজনি।
(১৬) গান্ধী চলচ্চিত্র কতসালে অস্কার পেয়েছিল?
উত্তর: ১৯৮২সালে।
(১৭) “কবিরাজ মার্গ” বইটি লেখেন?
উত্তর: অমোঘ সেন।
(১৮) হোল কোন খেলায় ব্যবহৃত শব্দ?
উত্তর: গলফ।
(১৯) পৃথিবীর মধ্যে দীর্ঘতম রেলব্রীজ কোন্টি?
উত্তর: আমেরিকার ‘দ্য হিউয়ে পিলং
(২০) ভিনিগার কি জাতীয় যৌগ?
উত্তর: অ্যাসেটিক অ্যাসিড।
(গ) GK প্রশ্ন ও উত্তর
(২১) জুভেনাইল হরমোন’ এর উৎসস্থল কোথায়?
উত্তর: পতঙ্গদের দেহে।
(২২) জাতীয় শিক্ষা পরিষদ’ কবে গঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।
(২৩) একটি অ্যারোমেটিক যৌগের নাম কর?
উত্তর: টলুইন।
(২৪) জিব্রালটারের ভিন্ন নাম কি ?
উত্তর: ভূমধ্যসাগরের চাবি।
(২৫) ‘স্টোরি অব মাই লাইফ’ গ্রন্থের লেখক কে?
উত্তর: মোরারজী দেশাই ।
(২৬) বর্মার নতুন নাম কি?
উত্তর: মায়ানমার।
(২৭) প্রতি একশো বছরে পৃথিবীর তাপমাত্রা কতোটা বেড়েছে?
উত্তর: প্রায় এক ডিগ্রী সেলসিয়াস।
(২৮) টেবিল টেনিসের আগের নাম কি?
উত্তর: পিংপং।
(২৯) “রাজা হরিশচন্দ্র” ছবিটি তৈরী করেন?
উত্তর: দাদা সাহেব ফালকে।
(৩০) রক্তের তরল অংশকে কি বলা হয়?
উত্তর: রক্তরস বা প্লাজমা।
(ঘ) GK প্রশ্ন ও উত্তর
(৩১) জুলিয়াস সিজারের সঙ্গে যুক্ত যে খেলা?
উত্তর: দাবা।
(৩২) মহেঞ্জোদারো কথার অর্থ ?
উত্তর: মৃতের উপত্যকা।
(৩৩) মহাকবি কালিদাস মহাকাব্য লেখেন?
উত্তর: দুটি।
(৩৪) “প্রতিমা” নাটক লেখেন?
উত্তর: ভাস।
(৩৫) শেস্কপিয়ার-এর শেষ নাটক?
উত্তর: দ্যা টেমপেস্ট।
(৩৬) “বিনয়” পত্রিকার লেখক?
উত্তর: তুলসি দাস।
(৩৭) অমৃতা সাইগল বিখ্যাত ?
উত্তর: ছবি আঁকায়।
(৩৮) “ওভোলজি” হল?
উত্তর: পাখিদের ডিম নিয়ে গবেষণা।
(৩৯) অভ্র উৎপাদনে প্রথম?
উত্তর: বিহার।
(৪০) নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত?
উত্তর: বিহারে।
(ঙ) GK প্রশ্ন ও উত্তর
(৪১) “আংকর ভাট” কি জন্য বিখ্যাত?
উত্তর: বিষ্ণু মন্দির হিসাবে।
(৪২) কনিষ্কের দ্বিতীয় রাজধানী?
উত্তর: মথুরা।
(৪৩) ওস্তাদ আলি আকবর খাঁন বাজাতেন?
উত্তর: সরোদ।
(৪৪) ম্যাঙ্গানিজ উৎপাদনে সেরা রাজ্য?
উত্তর: উড়িষ্যা।
(৪৫) কুতুব মিনারের উচ্চতা কত?
উত্তর: ২৩৪ ফুট।
(৪৬) চারমিনার কোথায় অবস্থিত?
উত্তর: হায়দ্রাবাদে।
(৪৭) এক মাত্র ভারতীয় যিনি অস্কার লাইফটাইম পুরস্কার পেয়ে ছিলেন?
উত্তর: সত্যজিত রায়।
(৪৮) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৫১ সালে।
(৪৯) “অরণ্যের অধিকার” কে লেখেন ?
উত্তর: মহাশ্বেতা দেবী।
(৫০) “বোকার সবচেয়ে ভালো সন্তুষ্টি হল সে নিজেই সন্তুষ্ট থাকে” — বক্তব্যটি কার?
উত্তর: নেপোলিয়ন।
আরও দেখুন:
General Knowledge Questions Answers: Competitive Exams