Set 2: 50 GK Questions with Answers have been prepared here for the students of all classes and the aspirants trying to sit for different competitive examinations. These 50 GK Questions with Answers are pretty common and found in different exams.
সেট 2: 50 GK প্রশ্ন উত্তর সহ এখানে সব শ্রেণীর ছাত্রদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাওয়া প্রার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। উত্তর সহ এই 50টি জিকে প্রশ্ন বেশ সাধারণ এবং বিভিন্ন পরীক্ষায় পাওয়া যায়।
50 GK Questions with Answers: Set 2
(ক ) GK প্রশ্ন ও উত্তর
(১) যে বাঙালী ইংরাজী কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন?
উত্তর: তরু দত্ত।
(২) রাজ কাপুরের কাছে প্রধান প্লেব্যাক গায়ক ছিলেন?
উত্তর: মুকেশ।
(৩) চানক্য সেন কার ছদ্মনাম ?
উত্তর: ভবানী সেন গুপ্তের।
(৪) অশোক কুমার গাঙ্গুলীর প্রথম অভিনিত ছবি?
উত্তর: জীবন নাইয়া।
(৫) “লাইভ ডিভাইন” গ্রন্থের লেখক কে?
উত্তর:অববিন্দু।
(৬) নার্গিস দত্তের প্রকৃত নাম কি?
উত্তর: জীবন নাইয়া।
(৭) অপেরা কথার অর্থ কি?
উত্তর: বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করা।
(৮) ‘পদাতিক কবি” হলেন কে?
উত্তর: সুভাষ মুখ্যোপাধ্যায়।
(৯) “অরণ্যের অধিকার” লেখেন কে?
উত্তর: মহাশ্বেতা দেবী।
(১০) “ভারত আবার বিশ্ব জয় করবে” বলেন কে?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
আরও দেখুন:
50 GK Questions with Answers: Set 1
50 GK Questions with Answers: Set 3
(খ ) GK প্রশ্ন ও উত্তর
(১১) কোথায় প্রথম সিনেমা থিয়েটার স্থাপিত হয় (১৯০৫)?
উত্তর: পিটাস বার্গে।
(১২) চোখে আলো ঢোকে কোথা দিয়ে?
উত্তর: চোখের মণির মধ্যে দিয়ে।
(১৩) অন্ধকারে আমরা দেখতে পাই না কেন?
উত্তর: অন্ধকারে চোখের ‘রড’ কোষ সাড়া দেয় না বলে।
(১৪) ইওসিনোফিল কি ধরণের শ্বেত কণিকা?
উত্তর: দানাদার।
(১৫) ডুবোজাহাজ কে আবিস্কার করেন?
উত্তর: বুশওয়েল ও ক্যাভেভাস।
(১৬) ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’ – এর রচয়িতা কে ?
উত্তর: টমাস হার্ডি।
(১৭) ড্যান্সার ইন্ দ্যা ডার্ক – ছবিটির পরিচালক কে?
উত্তর: কুরোসিওয়া।
(১৮) কোনো ক্ষেপানাস্ত্রের গতিপথ কেমন থাকে?
উত্তর: উপবৃত্তার ।
(১৯) মাইকেল জর্ডন কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: বাস্কেটবল।
(২০) দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরপ্রদেশ।
(গ ) GK প্রশ্ন ও উত্তর
(২১) Dairy of Northen Europe’ কাকে বলা হয়?
উত্তর: ডেনমার্ক
(২২) ব্যাকারেল কিসের একক?
উত্তর: তেজষ্ক্রিয়তা।
(২৩) পেরুর রাজধানীর নাম কি?
উত্তর: লিমা।
(২৪) কাভালা বন্দর কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: গুজরাট।
(২৫) আন্দামান দ্বীপপুঞ্জ কোন্ হাইকোর্টের বিচারধীন?
উত্তর: কলকাতা হাইকোর্ট ।
(২৬) কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: নিপার ।
(২৭) প্রতি লিটার সমুদ্রজলে বোরিক অ্যাসিডের আয়নের পরিমাণ কতো?
উত্তর: ০.০২৬ গ্রাম।
(২৮) প্রতি লিটার সমুদ্রজলে ক্যালসিয়াম আয়নের পরিমাণ কতো?
উত্তর: ০.৪০০ গ্রাম।
(২৯) শ্রেণীবিভাগের প্রথমিক একক হল কি?
উত্তর: প্রজাতি।
(৩০) থাইল্যান্ডের পূর্বনাম কি ছিল?
উত্তর: শ্যাম।
(ঘ ) GK প্রশ্ন ও উত্তর
(৩১) উপরাষ্ট্রপতিকে নির্বাচিত কে করেন?
উত্তর: লোকসভা ও রাজ্যসভার সদস্যেরা
(৩২) মালদ্বীপের পার্লামেন্টের নাম?
উত্তর: মজলিস।
(৩৩) আমাজন নদী অববাহিকা কোন্ মহাদেশে অবস্থিত?
উত্তর: দক্ষিণ আমেরিকা
(৩৪) ‘Bard of Avon’ নামে পরিচিত?
উত্তর: শেকস্পীয়র।
(৩৫) জৈনদের আদি নাম ছিল ?
উত্তর: তীর্থঙ্কর ।
(৩৬) “কোন্ ভাইসরয়ের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়?
উত্তর: লর্ড ডাফরিন।
(৩৭) মুখ্য নির্বাচনী কমিশনারের কার্যকাল কতদিনের?
উত্তর: পাঁচ বছরের জন্য ।
(৩৮) ‘উবের কাপ’ কোন্ খেলার জন্য বিখ্যাত?
উত্তর: মহিলা ব্যডমিন্টন।
(৩৯) প্রতি লিটার সমুদ্রজলে ফ্লোরাইড আয়নের পরিমাণ কতো?
উত্তর: ০.০০১ গ্রাম।
(৪০) সমুদ্রের তলদেশ কেমন ?
উত্তর: এবড়ো-খেবড়ো।
(ঙ) GK প্রশ্ন ও উত্তর
(৪১) পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বর্গসমষ্টিকে কি বলে?
উত্তর: শ্রেণী।
(৪২) কিউবা দ্বীপটি কোন্ মহাসাগরে অবস্থিত।?
উত্তর: আটলান্টিক মহাসাগর।
(৪৩) ‘ইন্ডিয়া ডিভাইডেড’ কার রচনা?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ ।
(৪৪) মিরান্দা চরিত্রটি সৃষ্টি করেছিলেন?
উত্তর: শেক্সপীয়ার।
(৪৫) বিখ্যাত ছবি “দি সেভেন সামুরহি’ এর পরিচালক ছিলেন?
উত্তর: আকিরা কুরেসাওয়া।
(৪৬) পতঙ্গ বিষয়ক সংক্রান্ত চর্চাকে কি বলা হয়?
উত্তর: এনটোমলজি।
(৪৭) প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: সমুাম শেট্টি।
(৪৮) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৫১ সালে।
(৪৯)১৯৩৭ সালে ভারত থেকে পৃথক হয় কোন দেশটি?
উত্তর: মায়ানমার।
(৫০) ওয়াটসন কার সহকারী ছিল কে ছিলেন?
উত্তর: শার্লক হোমস।
আরও দেখুন:
General Knowledge Questions Answers: Competitive Exams