Set 3: 50 GK Questions with Answers

Set 3: 50 GK Questions with Answers have been prepared here for the students of all classes and the aspirants trying to sit for different competitive examinations. These 50 GK Questions with Answers are pretty common and found in different exams.

সেট 3: 50 GK প্রশ্ন উত্তর সহ এখানে সব শ্রেণীর ছাত্রদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাওয়া প্রার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। উত্তর সহ এই 50টি জিকে প্রশ্ন বেশ সাধারণ এবং বিভিন্ন পরীক্ষায় পাওয়া যায়।

যে সমস্ত চাকরির পরীক্ষাগুলির জন্য নিম্নে প্রস্তুত করা জিকে প্রশ্ন উত্তরগুলি (GK Questions with Answers) অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল –

  •  প্রাথমিক শিক্ষক
  •  উচ্চ প্রাথমিক শিক্ষক
  •  পুলিশের বিভিন্ন পরীক্ষা
  •  আফগারি কনস্টেবল
  •  গ্রুপ ডি
  •  গ্রুপ সি
  •  চিকিৎসক
  •  নার্স
  •  কমিউনিটি হেলথ ওয়ার্কার
  •  আশা কর্মী
  •  অঙ্গনওয়াড়ি ওয়ার্কার
  •  অঙ্গনওয়াড়ি সহায়ক

উপরে উল্লেখিত প্রত্যেকটি কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য জেনারেল নলেজ থেকে প্রশ্নপত্র নির্বাচিত হয়ে থাকে। নিম্নলিখিত জেনারেল নলেজ কোশ্চেন আনসারস গুলি এই সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত কমন ও গুরুত্বপূর্ণ।


50 GK Questions with Answers: Set 3

(ক) GK প্রশ্ন ও উত্তর

(১) বিখ্যাত কল্পবিজ্ঞানী লেখক কে?
উত্তর: আর্থার সি ক্লার্ক।

(২) ‘এশিয়াটিক লায়ন’ কোন রাজ্যে দেখা যায়?
উত্তর: গুজরাটে।

(৩) “জ্যামিতির জনক” বলা হয় ককে?
উত্তর: ইউক্লিডকে৷

(৪) গ্রীক শব্দ “জিয়োক” অর্থ কি?
উত্তর: পৃথিবী।

(৫) যিনি গুরুদেব ছিলেন আবার কবিও ছিলেন ।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

(৬) তানসেন পুরস্কার পান/দেওয়া হয় –
উত্তর: যন্ত্র শিল্পীদের, আবৃতি শিল্পীদের।

(৭) “রঘু বংশম” লেখেন কে?
উত্তর: কালিদাস।

(৮) আমরা কতো রকমের গন্ধ আলাদাভাবে বুঝতে পারি?
উত্তর: প্রায় ২০০০ থেকে ৪০০০ রকমের গন্ধ।

(৯) কোনারক সূর্য মন্দির নির্মান করেন কে?
উত্তর: প্রথম নর সিংহ বর্মন।

(১০) গীত গোবিন্দ লেখেন কে?
উত্তর: জয় দেব।

আরও দেখুন:

50 GK Questions with Answers: Set 4

50 GK Questions with Answers: Set 2

(খ) GK প্রশ্ন ও উত্তর

(১১) আদি গ্রন্থ কাদের পবিত্র গ্রন্থ?
উত্তর: শিখদের।

(১২) “মোনালিসা” ছবি আঁকেন কে?
উত্তর: লিওনার্দো-দা- ভিঞ্চি।

(১৩) “অর্থ শাস্ত্র” লেখেন কে?
উত্তর: চানক্য।

(১৪) বাল্মিকী রামায়নের খণ্ড সংখ্যা কত?
উত্তর: ৭টি।

(১৫) বাবর নামার ভাষা কি?
উত্তর: তুর্কি।

(১৬) স্টিল তৈরী করতে যে প্রধান ধাতুটি লাগে?
উত্তর: লোহা।

(১৭) প্রথম কোন বিখ্যাত গায়ক মঞ্চের উপর গান গাওয়ার সময় মারা যান?
উত্তর: মহম্মদ রফি।

(১৮) সঞ্চিত ব্যাটারীতে যে ধাতু ব্যবহৃত হয় –
উত্তর: লেড।

(১৯) সবচেয়ে দ্রুতগামী পতঙ্গ কি?
উত্তর: ক্রান্তীয় আরশোলা।

(২০) মেয়েদের মাথায় টাক পড়ে কেন ?
উত্তর: স্ত্রী-প্রজনন হর্মোনের কম ক্ষরণের জন্যে।

(গ) GK প্রশ্ন ও উত্তর

(২১) চুল বড় হয় কেন?
উত্তর: হেয়ার বাল্বের কোষের সংখ্যা বেড়ে ওঠে বলে।

(২২) মানব দেহের সব থেকে বড় হাড় কি?
উত্তর: ফিমার।

(২৩) মানব দেহের সবচেয়ে ছোট হাড় কি?
উত্তর: স্টেপিস।

(২৪) অ্যামিবা হল –
উত্তর: প্রোটোজোয়া।

(২৫) মহাকাশচারীর কাছে আকাশের রং কি?
উত্তর: কালো।

(২৬) যে জলে ডয়টেরিয়াম আছে তাকে বলে –
উত্তর: ভারী জল।

(২৭) ব্যারোমিটারে মাপা হয় –
উত্তর: বায়ুর চাপ।

(২৮) চোখে প্রতিবিম্ব গঠিত হয় –
উত্তর: রেটিনাতে।

(২৯) জোয়ারের তরঙ্গের জাপানী নাম কি?
উত্তর: সুনামি

(৩০) যে মশা ম্যালেরিয়া ছড়ায় –
উত্তর: অ্যানোফিলিস।

(ঘ) GK প্রশ্ন ও উত্তর

(৩১) কোন পাখি একই বাসায় ২০০টির বেশি ডিম পাড়ে?
উত্তর: শামুক পাখি।

(৩২) পাকিস্থানের প্রথম গভর্নর জেনারেল কে?
উত্তর: মহম্মদ আলী জিন্না।

(৩৩) গাড়ির ব্যাটারী হিসাবে যে অ্যাসিড ব্যবহৃত হয় –
উত্তর: সালফিউরিক অ্যাসিড।

(৩৪) কোন রোগ শিশুদের হাড়ের সংযোগ স্থলে আক্রমণ করে?
উত্তর: রিকেট।

(৩৫) ইতালীর জাতীয় ফুল কি?
উত্তর: পদ্ম।

(৩৬) চীনের জাতীয় ফুল কি?
উত্তর: ড্যাফোডিল ফুল।

(৩৭) লজ্জায় বা রাগে মুখ লাল হয় কেন?
উত্তর: লজ্জা বা রাগের সময় শরীরে অ্যাড্রেনালিন হর্মোনের ক্ষরণ বেড়ে যায় বলে।

(৩৮) খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মধ্য প্রদেশে।

(৩৯) কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়?
উত্তর: ইংল্যাণ্ডে।

(৪০) চিদাম্বারাম স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: চেন্নাই

(ঙ) GK প্রশ্ন ও উত্তর

(৪১) কোন দেশে প্রথম রেনেসাঁস শুরু হয়?
উত্তর: ইতালীতে।

(৪২) আগ্রা কত সালে প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৫০৬ সালে।

(৪৩) “সাম্বা” নাচের জন্য বিখ্যাত কোন দেশ?
উত্তর: ব্রাজিল।

(৪৪) অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম কি?
উত্তর: ক্রিকেট।

(৪৫) ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রের স্পোকের সংখ্যা কত?
উত্তর: ২৪টি।

(৪৬) ভারতের কোন রাজ্যে মালায়ালাম ভাষায় কথা বলে?
উত্তর: কেরালা।

(৪৭) লুইস ব্রেইল অন্ধ হয়ে যান কত বছর বয়সে?
উত্তর: ৩০ বছর।

(৪৮) ‘জকি’ কথাটি যুক্ত কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: ঘোড়াদৌড়।

(৪৯) পৃথিবীর একমাত্র পতাকা যার দুদিকে দুটি চিহ্ন?
উত্তর: প্যারাগুয়ে।

(৫০) সবচেয়ে বেশিদিন বেঁচে থাকে কোন প্রাণী?
উত্তর: নীলতিমি।

আরও দেখুন:

General Knowledge Questions Answers: Competitive Exams
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!