Set 4: 50 GK Questions with Answers

Set 4: 50 GK Questions with Answers have been prepared here for the students of all classes and the aspirants trying to sit for different competitive examinations. These 50 GK Questions with Answers are pretty common and found in different exams.

সেট 4: 50 GK প্রশ্ন উত্তর সহ এখানে সব শ্রেণীর ছাত্রদের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাওয়া প্রার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। উত্তর সহ এই 50টি জিকে প্রশ্ন বেশ সাধারণ এবং বিভিন্ন পরীক্ষায় পাওয়া যায়।

যে সমস্ত চাকরির পরীক্ষাগুলির জন্য নিম্নে প্রস্তুত করা জিকে প্রশ্ন উত্তরগুলি (GK Questions with Answers) অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল –

  •  প্রাথমিক শিক্ষক
  •  উচ্চ প্রাথমিক শিক্ষক
  •  পুলিশের বিভিন্ন পরীক্ষা
  •  আফগারি কনস্টেবল
  •  গ্রুপ ডি
  •  গ্রুপ সি
  •  চিকিৎসক
  •  নার্স
  •  কমিউনিটি হেলথ ওয়ার্কার
  •  আশা কর্মী
  •  অঙ্গনওয়াড়ি ওয়ার্কার
  •  অঙ্গনওয়াড়ি সহায়ক

উপরে উল্লেখিত প্রত্যেকটি কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য জেনারেল নলেজ থেকে প্রশ্নপত্র নির্বাচিত হয়ে থাকে। নিম্নলিখিত জেনারেল নলেজ কোশ্চেন আনসারস গুলি এই সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত কমন ও গুরুত্বপূর্ণ।


GK Questions with Answers: Set 4

(ক) GK প্রশ্ন ও উত্তর

(১) স্যার টমাস রো ভারতে আসেন কখন?
উত্তর: ১৬১৫ সালে।

(২) পরিবেশ সুরক্ষা আইন চালু হয় কখন?
উত্তর: ১৯৮৬ সালে।

(৩) ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম কি?
উত্তর: হাওড়া।

(৪) ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: সিসমোগ্রাফ।

(৫) দিল্লীর সুলতান বংশের প্রথম রাজা কে?
উত্তর: কুতুবউদ্দিন আইবক।

(৬) শিখদের নবম গুরু কে?
উত্তর: তেগবাহাদূর।

(৭) গ্রেট ওয়ার নামে খ্যাত কি?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ।

(৮) কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করে কে?
উত্তর: অশোক।

(৯) “স্বত্ববিলোপ নীতি চালু করেন” কে?
উত্তর: ডাসহৌসি।

(১০) মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় ককে?
উত্তর: নরওয়েকে।

আরও দেখুন:

50 GK Questions with Answers: Set 3

(খ) GK প্রশ্ন ও উত্তর

(১১) পৃথিবীর ছাদ নামে পরিচিত কি?
উত্তর: পামীর।

(১২) ভারতের প্রথম উপগ্রহ পাঠানো হয় কার নামে?
উত্তর: আর্যভট্টর।

(১৩) বিশ্বের প্রাচীনতম ধর্ম কি?
উত্তর: হিন্দু।

(১৪) “সত্যার্থ প্রকাশ” বইটি লেখেন কে?
উত্তর: দয়ানন্দ সরস্বতী।

(১৫) আকবরের শিক্ষক ও অভিভাবক কে ছিলেন?
উত্তর: বৈরাম খাঁ।

(১৬) ভারত থেকে কোন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়?
উত্তর: ভারত রত্ন।

(১৭) “সোনার আঁশ” ককে বলে ?
উত্তর: পাট কে ৷

(১৮) ভারতের প্রথম পারমানবিক স্টেশন স্থাপিত হয় কোথায়?
উত্তর: তারাপুরে।

(১৯) কিডনী প্রতিদিন প্রায় কতো লিটার রক্ত পরিষ্কার করে?
উত্তর: ২০০ লিটার।

(২০) বংশ গতির ভূমিকা উল্লেখ করেন কে?
উত্তর: মেণ্ডেল।

(গ) GK প্রশ্ন ও উত্তর

(২১) ভারতের প্রথম সাইকেলের প্রচলন?
উত্তর: ১৮৯০ সালে

(২২) ললিত কলা একাডেমি অবস্থিত কোথায়?
উত্তর: নতুন দিল্লীতে।

(২৩) সারদা আইন চালু হয় কেন ?
উত্তর: বাল্য বিবাহ বন্ধ করতে।

(২৪) সৌদি আরবের বালির নিচে লুক্কায়িত নদীটির নাম কি?
উত্তর: ওয়ার্ডি।

(২৫) পোলো খেলায় এক দলে থাকে?
উত্তর: সাত জন।

(২৬) পুলিৎজার পুরস্কারটি কোন্ বিষয়ে দেওয়া হয়ে থাকে-
উত্তর: সাহিত্যে।

(২৭) উপরাষ্ট্রপতির কার্যকাল?
উত্তর: ৫ বছর।

(২৮) বিশ্বের প্রথম টেস্ট খেলা হয় –
উত্তর: ১৮৭৭ সালে

(২৯) “এলিসা” কি?
উত্তর: এডস্ ধরার পদ্ধতি।

(৩০) “মারডেকা কাপ” কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ফুটবল।

(ঘ) GK প্রশ্ন ও উত্তর

(৩১) বিশ্বের বৃষ্টিবহুল স্থান?
উত্তর: চেরাপুঞ্জি।

(৩২) ভারতে মনসবদারী প্রথা চালু করেন-
উত্তর: আকবর।

(৩৩) ভারতের কোন অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর: দিল্লী

(৩৪) ভারতের খনিজ ভাণ্ডার?
উত্তর: ছোটনাগপুর মালভূমি।

(৩৫) সর্বাপেক্ষা তড়িৎ সুপরিবাহী ধাতু কি ?
উত্তর: সিলভার।

(৩৬) বায়ুর গতিবেগ মাপার যন্ত্র কি?
উত্তর: অ্যানিমোমিটার।

(৩৭) উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ দেখা যায়?
উত্তর: Mg এর অভাবে।

(৩৮) নন্দ বংশের শেষ রাজা কে?
উত্তর: ধননন্দ।

(৩৯) অমৃতসরে স্বর্ণমন্দির নির্মানের জন্য ভূমিদান করেন?
উত্তর: আকবর।

(৪০) “অব্যক্ত” কার লেখা?
উত্তর: জগদীশচন্দ্র বসুর।

(ঙ) GK প্রশ্ন ও উত্তর

(৪১) অনেক সময় মূত্রের রং হলুদ হয় কেন?
উত্তর: পিত্তরসের বিলিরুবিনের উপস্থিতি জন্যে।

(৪২) কোন্ পদার্থকে তিনটি ভৌত অবস্থায় পাওয়া যায় না?
উত্তর: ক্যালসিয়াম অক্সাইড

(৪৩) “ফো-কুয়ো-কিং” এর রচয়িতা কে?
উত্তর: ফা-হিয়েন।

(৪৪) “ইনকুবেটর”-এর সাহায্যে কি করা হয়?
উত্তর: হাঁস মুরগীর বাচ্চা তোলা হয়।

(৪৫) নাগাল্যাণ্ডের সরকারী ভাষা?
উত্তর: ইংরাজী।

(৪৬) ক্রিপস্ মিশন ভারতে আসেন?
উত্তর: ১৯৪২ সালে।

(৪৭) হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহনের বয়স?
উত্তর: ৬২ বছর।

(৪৮) রাজ্য বিধান সভার সর্বাধিক আসন?
উত্তর: ৫০০ টি।

(৪৯) ‘ভারতনাট্যম’ নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত?
উত্তর: কেরালা/তামিলনাড়ু

(৫০) ‘নিকোলো কন্টি’ কার আমলে ভারতে আসেন?
উত্তর: ২য় দেবরায়

আরও দেখুন:

General Knowledge Questions Answers: Competitive Exams
×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!