T20 World Cup Cricket 2022 Questions Answers in Bengali GK

T20 World Cup Cricket 2022 Questions Answers in Bengali GK have been arranged in the following for cricket lovers and for aspirants looking for T20 World Cup Cricket 2022 GK Questions answers for different exams.  If you are searching for T20 World Cup Cricket 2022 Questions Answers in Bengali for GK, then this article is for you.

T20 World Cup Cricket 2022 Questions Answers in Bengali GK

T20 World Cup Cricket 2022 Bengali Questions Answers.

১। কত তারিখ থেকে 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে?

Ans: 2022 সালের 16 ই অক্টোবর থেকে
২ । 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কত তম সংস্করণ?

Ans: অষ্টম সংস্করণ

ভূগোল: জেনারল নলেজ ইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজ ভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজ সাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজ খেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর:জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২

৩। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কতগুলি দেশ অংশগ্রহণ করবে?

Ans: 16 টি দেশ


৪। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট কতগুলি ম্যাচ খেলা হবে?

Ans: 45 টি ম্যাচ

৫। 2012 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী দল কত টাকা পুরস্কার পাবে?

Ans: ১. ৬ মিলিয়ন ডলার

৬।2022 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে রানার আপ কত টাকা পুরস্কার পাবে?

Ans: ৮০০০০০ মিলিয়ন ডলার

৭। 2022 সালের ক্রিকেট বিশ্বকাপে প্রথম রাউন্ডে কটি গ্রুপ তৈরি করা হয়েছে?

Ans: দুটি গ্রুপ; গ্রুপ এ এবং গ্রুপ বি

৮। গ্রুপে এ থেকে কোন দুটি দল সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে?

Ans: শ্রীলংকা এবং নেদারল্যান্ড

৯। গ্রুপ বি থেকে কোন দুটি দল সুপার টুয়েলভ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে?

Ans: জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড.

১০। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

Ans: অস্ট্রেলিয়াতে.


১১। অস্ট্রেলিয়ার কোন কোন স্টেডিয়ামে 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
Ans: অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে.

১২। 2022 সালের পুরুষদের t20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অস্ট্রেলিয়ার কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?

Ans: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে


১৩। ভারতীয় সময় অনুযায়ী 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো কোন সময় অনুযায়ী শুরু হবে?

Ans: ভারতীয় সময় অনুযায়ী সকাল ৫:৩০, সকাল ৮:৩০, সকাল ৯:৩০,দুপুর ১২:৩০, দুপুর ১:৩০ এবং বিকেল ৪:৩০


১৪। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রুপ ১ এর প্রথম ম্যাচটি কাদের মধ্যে হয়েছিল এবং কোথায় হয়েছিল?

Ans: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর মধ্যে ম্যাচটি হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২২শে অক্টোবর


১৫। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রুপ ২ এর প্রথম ম্যাচটি কাদের মধ্যে হয়েছিল এবং কোথায় হয়েছিল?


Ans: সুপার টুয়েলভ এর গ্রুপ ২ এর প্রথম ম্যাচটি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে 23 শে অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে


১৬। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ এর গ্রুপ ২এর ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া প্রথম ম্যাচটিতে কে জয়লাভ করেছিল?

Ans: ভারত জয়লাভ করেছিল 4 উইকেটে


১৭।কোন দেশের বিপক্ষে ইউনাইটেড আরব এমিরেটস 2022 সালে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল?

Ans: নামিবিয়া


১৮।ইংল্যান্ডের কোন বোলার সর্বপ্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে প্রথম 5 উইকেট নেয়?

Ans: স্যাম কারণ


১৯। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে?

Ans: রোহিত শর্মা.


২০। অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশত রান করেছে?

Ans: মার্কাস স্টইনিস। মাত্র 17 বলে অর্ধশত রান করেছিল শ্রীলংকার বিরুদ্ধে 2022 সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে।


২১। কোন ভারতীয় ব্যাটসম্যান পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড তৈরি করেছেন?

Ans: রোহিত শর্মা.


২২। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশ একটি ইনিংসে সর্বোচ্চ দলগত রান করার রেকর্ড তৈরি করেছে?


Ans: সাউথ আফ্রিকা। বাংলাদেশের বিরুদ্ধে (২০৫/৫)


২৩। সাউথ আফ্রিকার কোন ক্রিকেটার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শতরান করার ইতিহাস তৈরি করেছে?

Ans: রিলি রোসোউ। উনি এই রেকর্ডটি তৈরী করেন বাংলাদেশের বিরুদ্ধে।


২৪। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচে কোন খেলোয়ার মাথায় আঘাত পেয়ে মাঠ ত্যাগ করেন এবং তাঁর পরিবর্তে কোন খেলোয়াড় মাঠে নামেন?

Ans: নেদারল্যান্ডসের ইনিংসে আঘাত পেয়ে লোগান ভ্যান বেক মাঠ ত্যাগ করেন এবং তার পরিবর্তে বাস ডি লিড মাঠে নামেন।।


২৫। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সুপার টুয়েলভ গ্রুপ ১ এবং গ্রুপ ২ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ড এর যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে?

Ans: সুপার টুয়েলভ এর গ্রুপ ১ থেকে আফগানিস্থান এবং গ্রুপ ২ থেকে নেদারল্যান্ড।


২৬। ইংল্যান্ডের হয়ে কোন ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছেন?

Ans: জজ বাটলার। তিনি মোট রান করেছেন 2468। আগের এই রেকর্ডটি ছিল 2458 ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগানের অধীনে।জস বাটলার 2022 সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 73 রানের ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেন।


২৭। 2022 সালে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ব্যক্তিগত সবচাইতে বেশি রান করার রেকর্ড কে সৃষ্টি করেছেন?

Ans: বিরাট কোহলি। এখনো পর্যন্ত ৪টি ইনিংসে মোট ২২০ রান করেছেন। ব্যাটিং এভারেজ হলো ২২০.০০ ।


২৮। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোন ম্যাচের সবচাইতে সমষ্টিগত ভাবে বেশি রান হয়েছে?

Ans: স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে দুইদলের করা মোট রান হল ৩৫৬।


২৯। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী কে?

Ans: শ্রীলংকার ওয়ানিন্দু হাসরঙা। মোট ১৩ টি উইকেট পেয়েছেন


৩০। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচাইতে সেরা বোলিং এভারেজ কার?

Ans: অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, অভেরেজ হল ৬.৩৩ ; ৩টি উইকেট পেয়েছেন ১৯ রানের বিনিময়ে।


৩১। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচাইতে সেরা বোলিং স্ট্রাইক রেট কার?

Ans: বাংলাদেশের আফিফ হোসেন। স্ট্রাইক রেট হল ৬.০০ । ১১ রানে ১ টি উইকেট পেয়েছেন।


৩২। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচাইতে সেরা ইকোনমি বোলার কে?

Ans: ইংল্যান্ডের মঈন আলি। তার বোলিংয়ে ইকোনমি হল ৪.০০


৩৩। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে একটি ইনিংসে সেরা ইকোনমি বোলার কে?

Ans: শ্রীলংকার ওয়ানিন্দু হাসরঙা। তার বোলিংয়ে ইকোনমি হল ২.০০


৩৪। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন বোলার সবচেয়ে বেশি মেডেন ওভার বোলিং করেছেন?

Ans: ভারতের ভুবনেশ্বর কুমার। ২টি ওভার ।


৩৫। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন বোলার সবচেয়ে বেশি ডট বল করেছেন ?

Ans: নেদারল্যান্ডের পল ভ্যান মিকারেন। উনি ৮০ টি ডট বল করেছেন


৩৬। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান কে করেছেন ?

Ans: সাউথ আফ্রিকার রিলি রসু । ১০৯ রান করেন।


৩৭। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন দুজন ব্যাটসম্যান শতরান করেছেন ?

Ans: সাউথ আফ্রিকার রিলি রসু (১০৯) এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস (১০৪) রান করেন।


৩৮। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কে সর্বাধিক অর্ধশত রান করেন?

Ans: ভারতের বিরাট কোহলি। তিনটি অর্ধশত রান করেন।


৩৯। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কে সর্বাধিক ছয় মারার রেকর্ড করেন?

Ans: জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৭টি ইনিংসে মোট ১১ টি ছয় মারেন।


৪০। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কে সর্বাধিক চার মারার রেকর্ড করেন?

Ans: নেদারল্যান্ডের ম্যাক্সওয়েল প্যাট্রিক ও’ডাউড। ৭টি ইনিংসে মোট ২১ টি চার মারেন।


৪১। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ব্যাটিং স্ট্রাইক রেট কার ?

Ans: অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। ৩২৭.৭৭ ।


৪২। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন দল সবচেয়ে বেশী রানে জয়লাভ করে ?

Ans: সাউথ আফ্রিকা ১০৪ রানে জয়লাভ করে বাংলাদেশের বিরুদ্ধে ।


৪৩। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন দল সবচেয়ে বেশী উইকেটে জয়লাভ করে ?

Ans: আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ৯ উইকেটে জয়লাভ করে।


৪৩। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন দল সবচেয়ে বেশী উইকেটে জয়লাভ করে ?

Ans: আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ৯ উইকেটে জয়লাভ করে।


৪৪। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কে দ্বিতীয় হ্যাট্রিক করে ?

Ans: আয়ারল্যান্ড এর জোশুয়া লিটল নিউজীল্যান্ড এর বিরুদ্ধে ।


৪৫। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন কোন দল সেমি ফাইনালে উঠেছে ?

Ans: নিউজিল্যান্ড, পাকিস্তান,ইংল্যান্ড, ভারত ।


৪৬। 2022 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন কোন দল ফাইনালে উঠেছে ?

Ans: পাকিস্তান ও ইংল্যান্ড।


৪৭। কোন ক্রিকেটার সর্বপ্রথম T20I তে 4000 রান করেছেন?

Ans: বিরাট কোহলি (ভারত) প্রথম ক্রিকেটার যিনি T20I তে 4000 রান করেছেন ।


৪৮। বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বপ্রথম T20I তে ১০০০ রান করেছেন?

Ans: আফিফ হোসেন (বাংলাদেশ) টি-টোয়েন্টিতে তার ১০০০তম রান করেছেন।।


৪৯। পাকিস্তান এবং ইংল্যান্ড কতো বার করে T20I বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে উঠল?

Ans: তিনবার করে। 2007 এবং 2009 এর পর পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। 2010 এবং 2016 এর পর ইংল্যান্ড তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো।


৫০। টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ভারত ১০ উইকেটে কতোবার হেরেছে।?

Ans: দুই বার


৫১। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট 2022 সালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?

Ans: ইংল্যান্ড


৫২। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট 2022 সালে কোন দল রানার আপ হয়েছে?

Ans: পাকিস্তান


৫৩। 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচের সেরার পুরস্কার কে পান?

Ans: শাম করন (ইংল্যান্ড)


৫৪। 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ম্যান অব দ্যা সিরিজ এর পুরস্কার কে পান?

Ans: শাম করন (ইংল্যান্ড)


৫৫। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় কোন দুটি দেশ দুবার করে বিজয়ী হয়েছেন?

Ans: ওয়েস্ট ইন্ডিজ (২০১২, ২০১৬)এবং ইংল্যান্ড (২০১০,২০১৬ )


৫৬।2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বাধিক পঞ্চাশের বেশি রান করার রেকর্ড কে করেছেন?

Ans: বিরাট কোহলি (৪ বার)


৫৭।বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কোন দল এই প্রথম একসঙ্গে একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটের খেতাব এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর খেতাব ধরে রেখেছে?

Ans: ইংল্যান্ড। এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট খেলায় 2019 সালে এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় লাভ করে 2022 সালে।


৫৮।কোন ক্রিকেটার একজন স্পেশালিস্ট বোলার হিসেবে এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড এর ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন?

Ans: স্যাম কারান (ইংল্যান্ড)


×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!