The Highest Longest and Largest are essential topics for General Knowledge. Many questions have been set from here
A list of the world’s Highest Longest and Largest has been given in the table to make it easy for aspirants. If needed, one can also find answers by typing names in the search box.
Contents
show
World’s highest, longest, largest
পৃথিবীর উচ্চতম বৃহত্তম দীর্ঘতম | নাম কি |
---|---|
উচ্চতম পর্বত শৃঙ্গ | এভারেস্ট-২৯০২৮ ফুট বা ৮৮৪৮ মিটার |
উচ্চতম পর্বত শ্রেণী | হিমালয় |
বৃহত্তম জলপ্রপাত | গুয়েইরা (ব্রাজিল) |
বৃহত্তম মঠ | ভুবুং (তিব্বত) |
বৃহত্তম উপসাগর | মেক্সিকো উপসাগর |
উচ্চতম গির্জা | উলম্ ক্যাথিড্রাল গির্জা, ৫২৯ ফুট,জার্মানি |
বৃহত্তম মহাদেশ | এশিয়া |
বৃহত্তম মহাসাগর | প্রশান্ত মহাসাগর |
বৃহত্তম দেশ | সি আই এস (আয়তনে), চীন (জন সংখ্যায়) |
বৃহত্তম মরুভূমি | সাহারা মরুভূমি, আফ্রিকা ,৩৫ লক্ষ বর্গ মাইল |
দীর্ঘতম নদী | অ্যামাজন (জল বহনের), নীল (দৈর্ঘ্যে) |
বৃহত্তম মন্দির | আঙ্কোরভাট( কম্পুচিয়া) |
বৃহত্তম মসজিদ | জুম্মা মসজিদ (ভারত) |
বৃহত্তম প্রাসাদ | ভাটিকান , ১৩ একর জমির উপর স্থাপিত (রোম) |
বৃহত্তম গির্জা | সেন্ট পিটার (রোম) |
বৃহত্তম ব-দ্বীপ | সুন্দরবন (ভারত) |
বৃহত্তম হ্রদ | আয়তনে (কাস্পিয়ান হ্রদ ) গভীরতায় ( বৈকাল হ্রদ) |
বৃহত্তম রেলপথ | ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, ৭০০২ মাইল (রাশিয়া) |
বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম | গোরক্ষপুর (ভারত) |
দীর্ঘতম সুরঙ্গ | লন্ডনের রেল সুরঙ্গ |
দীর্ঘতম রেল সেতু | লোয়ার জাম্বেজি (মোজাম্বিক) |
দীর্ঘতম রাজপথ | ব্রডওয়ে (নিউইয়র্ক) |
বৃহত্তম মিউজিয়াম | ব্রিটিশ মিউজিয়াম |
বৃহত্তম প্রাচীর | চীনের প্রাচীর |
বৃহত্তম সেতু (ক্যান্টিলিভার) | কুইবেক (কানাডা) |
বৃহত্তম সেতু (ঝুলানো অবস্থায়) | ভেরাজানো ( নিউইয়র্ক) |
বৃহত্তম সেতু (উচ্চতায়) | রয়েল জর্জ (আমেরিকা) |
বৃহত্তম শহর | লন্ডন |
উচ্চতম হ্রদ | টিটিকাকা হ্রদ |
দীর্ঘতম প্রণালী লম্বায় | মালাক্কা প্রণালী (মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যবর্তী) |
দীর্ঘতম প্রণালী (চওড়ায়) | মোজাম্বিক প্রণালী (মোজাম্বিক ও মাদাগাস্কার এর মধ্যবর্তী) |
বৃহত্তম গুহা | গুফার বার্জার (ফ্রান্স) |
বৃহত্তম ব্যাংক | ব্যাঙ্ক অফ আমেরিকা |
বৃহত্তম রেলওয়ে স্টেশন | গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল ৪৭টি প্লাটফর্ম (নিউইয়র্ক) |
বৃহত্তম বাঁধ (উচ্চতায়) | নুরেক ( রাশিয়া) |
ও বৃহত্তম বাঁধ (আয়তনে) | ফোটপেক( মিসৌরি নদী) |
বৃহত্তম বাঁধ (দৈর্ঘ্যে) | হিরাকুঁদ (ভারত) |
বৃহত্তম দ্বীপপুঞ্জ | ইন্দোনেশিয়া |
বৃহত্তম দ্বীপ | গ্রিনল্যান্ড |
বৃহত্তম জাহাজ | কুইন এলিজাবেথ |
বৃহত্তম ঘন্টা | মস্কোর ঘন্টা |
বৃহত্তম দূরবীন | ক্যালিফোর্নিয়ার মাউন্ট পালোমারে |
বৃহত্তম পার্ক | উড বাফালো ন্যাশনাল পার্ক (কানাডা) |
বৃহত্তম গম্বুজ | পিটসবার্গ (আমেরিকা) |
বৃহত্তম তোরণ | আইফেল টাওয়ার (প্যারিস) |
বৃহত্তম জলের ট্যাঙ্ক | টালা ট্যাঙ্ক – কলকাতা (ভারত) |
বৃহত্তম মূর্তি | স্ট্যাচু অব লিবার্টি (আমেরিকা) |
বৃহত্তম সিনেমা গৃহ | রক্সি ( নিউইয়র্ক) |
বৃহত্তম পরিস্রুত জলের হ্রদ | সুপিরিয়র হ্রদ (আমেরিকা) |
উচ্চতম বাড়ি | সিয়ার্স টাওয়ার |
উচ্চতম শহর | গুয়েনসূয়ান (তিব্বত) |
বৃহত্তম হীরক খনি | কিম্বার্লি দক্ষিণ আফ্রিকা |
বৃহত্তম হীরক | কুলিনান |
বৃহত্তম গ্রন্থাগার | ইউএস লাইব্রেরি অফ কংগ্রেস |
বৃহত্তম বৃক্ষ উচ্চতায় | হাওয়ার্ড লিবি (ক্যালিফোর্নিয়া) |
বৃহত্তম বৃক্ষ (আয়তন) | রেড উড ক্যালিফোর্নিয়া |
বৃহত্তম চিড়িয়াখানা | এতোশা, রিজার্ভ দক্ষিণ পশ্চিম আফ্রিকা |
আরও দেখুন :
১৯০টি দেশের রাজধানী ও মুদ্রার নাম | পৃথিবীর উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম |
বিভিন্ন দেশ ও তাদের স্বাধীনতা দিবস | বিভিন্ন দেশ ও তার জাতীয় প্রতীক |
বিশ্বের বিভিন্ন দেশের উপনাম | বিশ্বের বিভিন্ন শহর ও সংলগ্ন নদী |