Bengali Current Affairs on 5th February 2023

Stay informed and up-to-date on the latest Bengali Current Affairs on 5th February 2023 with our comprehensive coverage and reliable updates on the events shaping the Bengali Community. Discover the latest news and trends in Bengali current affairs today!

5th February  Bengali Current Affairs 2023


Basically, Bengali Current Affairs is a well-known topic that consists of daily happenings worldwide in the Bengali language. Today Bengali Current affairs on 5th February 2023 has been published here as can be seen in this article that is important for every competitive exam like WBCS, WBSSC, WBP, WBPSC, RAIL, BANK, West Bengal police, Railway Group D, and banking sector or any other entrance exams.
আরও দেখুন
ভূগোল: জেনারল নলেজ ইতিহাস: জেনারল নলেজ
ভারতবর্ষ: জেনারল নলেজ ভারতীয় সংবিধান: জেনারল নলেজ
বিজ্ঞান: জেনারল নলেজ সাহিত্য: জেনারল নলেজ
বিশ্ব : জেনারল নলেজ খেলাধুলা: জেনারল নলেজ
প্রশ্ন ও উত্তর: জেনারল নলেজবাংলা কারেন্ট আফেয়ার্স ২০২২

Bengali Current Affairs 5th February 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৫ই ফেব্রুয়ারী ২০২৩

5th February Bengali Current Affairs 2023  সাজানো হয়েছে বিভিন্ন সূত্র, খবরের চ্যানেল, এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা বিভিন্ন খবরের মাধ্যমে।5th February Bengali Current Affairs 2023 সংক্রান্ত  বাংলায় দশটি প্রশ্ন ও উত্তর সাজানো হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং উত্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত প্রশ্নের শেষে দেওয়া হয়েছে।

5th February Bengali Current Affairs 2023 Questions Answers ||৫ই ফেব্রুয়ারী বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর

5th February Bengali Current Affairs 2023 সংক্রান্ত  Questions and Answers নীচে দেওয়া হলো যার নিয়মিত পাঠ যেকোন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। বাংলার তিতাস সাধু ও রিসিতা বসু কোন খেলার সঙ্গে যুক্ত যারা সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে?

(ক) ক্রিকেট
(খ) ফুটবল
(গ) ব্যাডমিন্টন
(ঘ) ফকিং


২। সম্প্রতি ভারত, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কে নিয়ে গঠিত মহিলা ক্রিকেট ত্রিদেশীয় সিরিজে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?

(ক) ভারত
(খ) সাউথ আফ্রিকা
(গ)ওয়েস্ট ইন্ডিজ
(ঘ)ভারত ও সাউথ আফ্রিকা যৌথভাবে


৩। সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি যিনি সম্প্রতি গ্রীন ইনিসিয়েটিভ প্রকল্পের আওতায় “গাছ লাগাও উত্তরাধিকার রেখে যাও” – নামক উদ্যোগ গ্রহণ করেছেন?

(ক)কিসান সিং তামাং
(খ)ঈশান সিং তামাং
(গ) প্রেম সিং তামাং
(ঘ) অমর সিং তামাং


৪। মারিয়ানে বরগে কোন দেশের অভিনেত্রী যিনি ৭৫ বছর বয়সে ভারতবর্ষের গোয়া ছেড়ে চলে গেছেন?

(ক)জার্মানি
(খ) ব্রিটিশ
(গ) পর্তুগিজ
(ঘ) ফরাসি


৫। ভারতের বর্তমান বণিক সভা সিআইআই এর ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের চেয়ারম্যান এর নাম কি?

(ক)গুরমিত সিং অরোরা
(খ) অতুল সিং অরোরা
(গ) অমৃত সিং অরোরা
(ঘ) ঈশান সিং অরোরা


৬। ২০০৭ সালের টি২০ ভারতীয় ক্রিকেট দলের কোন সদস্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন?

(ক) সুরেশ রায়না
(খ) যোগিন্দর শর্মা
(গ)গৌতম গাম্ভীর
(ঘ) ইরফান পাঠান


৭। সনি আট চ্যানেলের অ্যানিমেশন সিরিজের নাম কি যা সম্প্রতি এক হাজার তম পর্বে পদার্পণ করল ?

(ক) টম এন্ড জেরি
(খ) সিআইডি
(গ) গোপাল ভার
(ঘ) অফিসার


৮। সম্প্রতি দেশের সবচেয়ে বড় হেলিকপ্টার কারখানার উদ্বোধন কোথায় করা হয়েছে?

(ক) নয়ডাতে
(খ) বেঙ্গালুরুতে
(গ) পুণেতে
(ঘ) তুমাকুরুতে


৯। সম্প্রতি কোন প্রয়াত সেনাপ্রধান জেনারেল এর সম্মানে স্টাম্প প্রকাশ করলেন ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিপ লেফটেন্যান্ট আর পি কলিতা?

(ক) কে এস থিমায়ার
(খ) জে কে এন্টনি
(গ) এল কে সিং
(ঘ) জে এল সদার্থ


১০। সম্প্রতি পদ্মভূষণ সম্মানে ভূষিত কোন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত হয়েছেন?

(ক) শেফালী জয়রাম
(খ) বানী জয়রাম
(গ) কবিতা জয়রাম
(ঘ) অনন্যা, জয়রাম


Answers || উত্তর

১। (ক) ক্রিকেট

গুরুত্বপূর্ণ তথ্য: তিতাস সাধু এবং ঋষিতা বসু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তারা দুজনেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের সদস্য যারা সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ।

2। (খ) সাউথ আফ্রিকা

গুরুত্বপূর্ণ নোট: ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ১২ বল বাকি থাকতে পাঁচ উইকেটে পরাজিত করে।

৩।(গ) প্রেম সিং তামাং

গুরুত্বপূর্ণ নোট: প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতা গড়ে তুলতে সিকিম সরকার উদ্যোগ গ্রহণ করেছেন যেখানে এই রাজ্যে কোন শিশু জন্মালে ১০০ টি গাছ লাগাতে হবে যে উদ্যোগের নাম গাছ লাগাও উত্তর অধিকার রেখে যাও। এই উদ্যোগটি গ্রীন ইনিসিয়েটিভ প্রকল্পের আওতায় দেশে এই প্রথম গ্রহণ করা হয়েছে।

৪।(ঘ) ফরাসি

গুরুত্বপূর্ণ নোট: মারিয়ানে বর্গের ৭৫ বছর বয়সী ফরাসি অভিনেত্রী যিনি সম্প্রতি গোয়া ত্যাগ করেছেন।

৫।(ক) গুরমিত সিং অরোরা

গুরুত্বপূর্ণ নোট: বর্তমান ভারতবর্ষের গ্রীন বিল্ডিং কাউন্সিলের চেয়ারম্যান হলেন গর্বিত সিং অরোরা।

৬। (খ) যোগিন্দর শর্মা

গুরুত্বপূর্ণ নোট: সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম নায়ক যোগিন্দর শর্মা। বিশ্বকাপটি খেলা হয়েছিল সাউথ আফ্রিকার জোহান্সবার্গ এবং এই বিশ্বকাপে ভারত ফাইনালে পাকিস্তানকে পরাজিত করেছিল। এই ৩৯ বছর বয়সী যোগিন্দর শর্মা ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন।

৭।(গ) গোপাল ভার

গুরুত্বপূর্ণ নোট: ২০১৫ সালে সনি আট চ্যানেলে বাঙালির প্রিয় অ্যানিমেশন সিরিজ গোপাল ভার শুরু হয়েছিল এই অ্যানিমেশন সিরিজ বর্তমানে রেকর্ড সৃষ্টি করেছে এক হাজার তম পর্বে পদার্পণ করে।

৮। (ঘ) তুমাকুরুতে

গুরুত্বপূর্ণ নোট: কর্নাটকের তুমাকরুতে দেশের সবচেয়ে বড় হেলিকপ্টার কারখানার উদ্বোধন করা হয়েছে রাষ্ট্র তো হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড প্রাথমিকভাবে এখানে হালকা ধরনের হেলিকপ্টার তৈরি করবে।

৯। (ক) কে এস থিমায়ার

গুরুত্বপূর্ণ নোট: জেনারেল কোডেন্দেরা সুবাইয়া থিমাইয়া ডিএসও (31 মার্চ 1906 – 18 ডিসেম্বর 1965) ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন বিশিষ্ট সৈনিক যিনি 1957 থেকে 1961 সাল পর্যন্ত 1962 সালে চীনের সাথে সংঘাতের দিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ বছরগুলিতে সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১০।(খ) বাণী জয়রাম

গুরুত্বপূর্ণ নোট: বানী জয়রাম তামিলনাড়ুর ভেলোরের ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সংগীত কলি বাণী পরিবারের জন্মগ্রহণ করেছিলেন।তাঁর মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তার ক্যারিয়ারে দীর্ঘ পাঁচ দশকে উনিশটি ভাষায় 10000 গান রেকর্ড করেছেন। তিনি কাজ করেছেন এম এস বিশ্বনাথন, ইলাইয়া রাজা, আর ডি বর্মন, মদন মোহনের মত প্রথিতযশা সংগীত পরিচালকদের সঙ্গে। তার বিখ্যাত গান গুড্ডি সিনেমা থেকে’ বল রে পাপিহারা’ অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। ২০২৩ সালের ২৫শে জানুয়ারি কেন্দ্রীয় সরকার তাকে পদ্মভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf)
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× Need Help!