Bengali Current Affairs 4th February 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৪ঠা ফেব্রুয়ারী ২০২৩
4th February Bengali Current Affairs 2023 Questions Answers || ৪ঠা ফেব্রুয়ারী বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতবর্ষের কোথায় অবস্থিত?
(ক) মধ্যপ্রদেশ
(খ) গুজরাট
(গ) উত্তর প্রদেশ
(ঘ) আসাম
২। ভারতবর্ষের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টকের নাম কি?
(ক) অজিত দোভাল
(খ) সুজিত দোভাল
(গ)অজিত নিয়োগী
(ঘ) অজয় কৃষ্ণমূর্তি
৩। শালগ্রাম শিলা কোন নদীর তীরে পাওয়া যায় যা দিয়ে সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরের রাম ও সীতার মূর্তি তৈরি হবার সম্ভাবনা তৈরি হয়েছে
(ক)গঙ্গা নদী
(খ)কাবেরী নদী
(গ) গণ্ডকী নদী
(ঘ) ভাগীরথী নদী
৪। সম্প্রতি ভারতীয় রেলের কোন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের 94 টি মডেল স্টেশন নথিভুক্ত করা হয়েছে?
(ক)রেলওয়ে ভারত প্রকল্প
(খ) ভারত মাতা প্রকল্প
(গ) বন্দে ভারত প্রকল্প
(ঘ) অমৃত ভারত প্রকল্প
৫। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোথায় নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন?
(ক)অন্ডালে
(খ) হলদিয়ায়
(গ) কলকাতায়
(ঘ) মালদায়
৬। কলকাতা মিউজিয়ামের প্রতিষ্ঠাতা দিবস কবে যেখানে বধি যাত্রা নামে একটি নতুন গ্যালারির উদ্বোধন করা হয়েছে?
(ক) ৩রা ফেব্রুয়ারি
(খ) ২রা ফেব্রুয়ারি
(গ)৪ঠা ফেব্রুয়ারি
(ঘ) ৫ই ফেব্রুয়ারি
৭। তাওয়াই নদী ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত যেখানে কৃত্রিম হ্রদ নির্মাণের কাজ শুরু হয়েছে?
(ক) অরুণাচল প্রদেশ
(খ) হিমাচল প্রদেশ
(গ) জম্মু
(ঘ) মনিপুর
৮। কলকাতায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল সাবেরিয়ার নতুন জেনারেল অফিসার কমান্ডিং( জিওসি) কে হয়েছেন?
(ক) মেজর জেনারেল এইচ অঙ্কিত সিং
(খ) মেজর জেনারেল এইচ কৃষ্ণস্বামী br /> (গ) মেজর জেনারেল এইচ চতুর্বেদী
(ঘ) মেজর জেনারেল এইচ ধর্মরাজন
৯। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন শহরে আন্তর্জাতিক গোসাই পর্ব শুরু হয়েছে?
(ক) আরামবাগ
(খ) কলকাতা
(গ) হলদিয়া
(ঘ) আসানসোল
১০। সম্প্রতি কোন ফরাসি ফুটবল খেলোয়াড় ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন?
(ক) ক্রিস্টোফার নকুনকু
(খ) রাফায়েল ভারানে
(গ) এনগোলো কান্তে
(ঘ) অলিভিয়ার জিরুদ
Answers || উত্তর
১। (ক) মধ্যপ্রদেশ।
গুরুত্বপূর্ণ তথ্য: পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতবর্ষের অন্যতম প্রধান ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এটি উত্তর মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতে অবস্থিত।
2। (খ) অজিত দোভাল
গুরুত্বপূর্ণ নোট: অজিত কুমার ডোভাল কেসি (জন্ম 20 জানুয়ারী 1945) হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA)। তিনি একজন RAW গুপ্তচর, ইন্টেলিজেন্স ব্যুরো (IB) প্রধান এবং ভারতীয় পুলিশ সার্ভিস (IPS) অফিসার ছিলেন।
৩।(গ) গণ্ডকি নদী
গুরুত্বপূর্ণ নোট: গণ্ডকী নদী, নারায়ণী এবং গণ্ডক নামেও পরিচিত, নেপালের অন্যতম প্রধান নদী এবং ভারতে গঙ্গার একটি বাম তীর উপনদী। এর বেশিরভাগই নেপালে। এটি গভীর গিরিখাতের জন্য উল্লেখযোগ্য।
৪।(ঘ) অমৃত ভারত প্রকল্প।
গুরুত্বপূর্ণ নোট: অমৃত ভারত প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৯৪ টি স্টেশন নথিভুক্ত করা হয়েছে।
৫।(ক) অন্ডালে
গুরুত্বপূর্ণ নোট: অন্ডাল স্থানটি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা এবং রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অন্ডালের নতুন তাপ বিন্দু কেন্দ্র তৈরি করা কথা ঘোষণা করেছেন।
৬। (খ) ২রা ফেব্রুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: আজ থেকে ২৯ বছর আগে 1814 সালের দোষটা ফেব্রুয়ারি কলকাতায় কলকাতা মিউজিয়াম স্থাপিত হয়েছিল।এটি বিশ্বের নবম প্রাচীনতম যাদুঘর, ভারতের পাশাপাশি এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর।এটি 1814 সালে ভারতের কলকাতায় (কলকাতা) এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ডেনিশ উদ্ভিদবিদ ন্যাথানিয়েল ওয়ালিচ। বর্তমান এই কলকাতা মিউজিয়ামের অধিকারটা হলেন শ্রী অরিজিৎ দত্ত চৌধুরী।
৭।(গ) জম্মু
গুরুত্বপূর্ণ নোট: তাওয়াই নদীটির জম্মু রাজ্যে অবস্থিত বর্তমানে এই নদীর উপরে কৃত্রিম হত নির্মাণের কাজ শুরু হয়েছে।
৮। (ঘ) মেজর জেনারেল এইচ ধর্মরাজন
গুরুত্বপূর্ণ নোট: কলকাতায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়ার নতুন জেনারেল অফিসার কমান্ডিং হলেন মেজর জেনারেল এইচ ধর্মরাজন।
৯। (ক) আরামবাগ
গুরুত্বপূর্ণ নোট: আরামবাগ শহরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত। গোসাই পরব হল মানুষের মিলন মেলা। এই পর্বের উদ্দেশ্য হলো মানব প্রেমের গানে মানুষের বন্ধনকে আরো দৃঢ় করা।
১০।(খ) রাফায়েল ভারানে
গুরুত্বপূর্ণ নোট: রাফায়েল ভারানে বিশ্বকাপ জয়ী অন্যতম ফরাসি ডিফেন্ডার যিনি সম্প্রতি 29 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তিনি দেশের জার্সিতে ৯৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি পাঁচটি গোলও করেছেন।
আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন | |
---|---|
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন | পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন |
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf) | |
---|---|
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স | Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স |