Bengali Current Affairs 6th February 2023|| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৬ই ফেব্রুয়ারী ২০২৩
6th February Bengali Current Affairs 2023 Questions Answers || ৬ই ফেব্রুয়ারী বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ প্রশ্ন উত্তর
১। সম্প্রতি পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের জন্য কোন ধরনের প্রকল্প চালু করা হয়েছে?
(ক) মেধাশ্রী
(খ) যুবশ্রী
(গ) কর্মশ্রী
(ঘ) শিক্ষাশ্রী
২। ভারতবর্ষের কোথায় পোবিতোরা অভয়ারণ্য অবস্থিত?
(ক) গুজরাটে
(খ) আসামে
(গ)অরুণাচল প্রদেশ
(ঘ)মধ্যপ্রদেশে
৩। ২০২৩ সালে ৪ঠা ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার কোন দেশ ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করল?
(ক)বাংলাদেশ
(খ)মালয়েশিয়া
(গ) শ্রীলংকা
(ঘ) দক্ষিণ কোরিয়া
৪। সম্প্রতি কোন দেশে উইকিপিডিয়া ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে?
(ক)অস্ট্রেলিয়া
(খ) নাইজেরিয়া
(গ) চীন
(ঘ) পাকিস্তান
৫। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের নাম কি যিনি সম্প্রতি পরলোক গমন করেছেন?
(ক)পারভেজ মোশারফ
(খ) ওয়াসিম সাজিদ
(গ) মোহাম্মদ রফিক তারার
(ঘ) গুলাম ইসাক খান
৬। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কবে থেকে শুরু হচ্ছে?
(ক) ৯ই ফেব্রুয়ারি
(খ) ১০ই ফেব্রুয়ারি
(গ)৮ই ফেব্রুয়ারি
(ঘ) ১১ই ফেব্রুয়ারি
৭। ২০২৩ সালে ঝুলন গোস্বামী মহিলাদের আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের কোন দলের হয়ে বোলিং ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন?
(ক) রাজস্থান রয়েলস
(খ) গুজরাট টাইটান্স
(গ) মুম্বাই ইন্ডিয়ান্স
(ঘ) কলকাতা নাইট রাইডার্স
৮। সম্প্রতি লাতিন আমেরিকার কোন দেশটি ভয়াবহ দাবানলের কবলে পড়ে?
(ক) প্যারাগুয়ে
(খ) আর্জেন্টিনা
(গ) ব্রাজিল
(ঘ)চিলি
৯। কোন বিখ্যাত শিল্পী সংগীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকীতে পুরীতে বালির ভাস্কর্য তৈরি করেছেন?
(ক) সুদর্শন পট্টনায়ক
(খ) সুবীর পট্টনায়ক
(গ) জগন্নাথ পট্টনায়ক
(ঘ) নারায়ণ পট্টনায়ক
১০। ২০২৩ সালে লুনার নিউ ইয়ার চিনদেশে কত তারিখে উদযাপিত হয়েছে?
(ক)২৬ শে জানুয়ারি
(খ) ২২ শে জানুয়ারি
(গ) ২৫শে জানুয়ারি
(ঘ) ২৭ শে জানুয়ারি
Answers || উত্তর
১। (ক) মেধাশ্রী
গুরুত্বপূর্ণ তথ্য: সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমাজের অনগ্রসর শ্রেণীর জন্য মেধা শ্রী স্কলারশিপ চালু করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপ এর সুবিধা পাবেন। এর জন্য পারিবারিক আয় হতে হবে সর্বোচ্চ বার্ষিক আড়াই লক্ষ টাকা।তাহলে প্রতি বছর এককালীন ৮০০ টাকা দেওয়া হবে ওই পড়ুয়াকে।
2। (খ) আসামে
গুরুত্বপূর্ণ নোট: পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য হল ভারতের আসামের মরিগাঁও জেলার ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি 1987 সালে ঘোষণা করা হয়েছিল এবং এটি 38.85 km2 (15.00 বর্গ মাইল) জুড়ে রয়েছে, যা ভারতীয় গন্ডারের জন্য তৃণভূমি এবং জলাভূমির আবাসস্থল প্রদান করে।
৩।(গ) শ্রীলংকা
গুরুত্বপূর্ণ নোট: শ্রীলংকা ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত। শ্রীলংকার রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। শ্রীলংকার স্বাধীনতা দিবস ৪ঠা ফেব্রুয়ারি ১৯৪৮ এবং প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিল ২২শে মে ১৯৭২। শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধন।
৪।(ঘ) পাকিস্তান
গুরুত্বপূর্ণ নোট: উইকিপিডিয়া নোট হল একটি বহুভাষিক মুক্ত অনলাইন বিশ্বকোষ যা উইকিপিডিয়ান নামে পরিচিত স্বেচ্ছাসেবকদের একটি সম্প্রদায় দ্বারা লিখিত এবং রক্ষণাবেক্ষণ করে, উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে এবং উইকি-ভিত্তিক সম্পাদনা ব্যবস্থা ব্যবহার করে। উইকিপিডিয়া ইতিহাসের বৃহত্তম এবং সর্বাধিক পঠিত রেফারেন্স রচনা।
৫।(ক) পারভেজ মোশারফ
গুরুত্বপূর্ণ নোট: পারভেজ মোশাররফ 11 আগস্ট 1943 – 5 ফেব্রুয়ারী 2023 একজন পাকিস্তানি সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ ছিলেন যিনি 1999 সালে ফেডারেল সরকারের সামরিক অধিগ্রহণের পর পাকিস্তানের দশম রাষ্ট্রপতি হন। তিনি 1998 থেকে 2001 সাল পর্যন্ত 10 তম চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির দায়িত্ব পালন করেন। এবং 1998 থেকে 2007 পর্যন্ত সেনাবাহিনীর 7তম প্রধান ছিলেন।
৬। (খ) ১০ই ফেব্রুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: মহিলাদের ২০২৩ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে। টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা। ভারতের প্রথম ম্যাচ 12 ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে।
৭।(গ) মুম্বাই ইন্ডিয়ান্স
গুরুত্বপূর্ণ নোট: মহিলাদের আইপিএলে ঝুলন গোস্বামী কে মেন্টাল নিযুক্ত করল মুম্বাই ইন্ডিয়ান্স তিনি বোলিং এবং কোচের দায়িত্ব এক সঙ্গে সামলাবেন। ঝুলন গোস্বামী ভারতের হয়ে ৩৫০ টিরো বেশি উইকেট নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি গত বছর ইংল্যান্ড সিরিজের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়েছিলেন।
৮। (ঘ) চিলি
গুরুত্বপূর্ণ নোট: সম্প্রতি ভয়াবহ দাবানোর কবলে পড়লো চিঠি আমেরিকার এই দেশটির ৩৫ হাজার একরের বেশি অঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শেখা।
৯। (ক) সুদর্শন পট্টনায়েক
গুরুত্বপূর্ণ নোট: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি পরলোকগমন করেছিলেন। সুদর্শন পট্টনায়েক 1977 সালে উড়িষ্যার পুরী জেলার মার্চিকোট লেনে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। 2017 সালের ফেব্রুয়ারিতে, তিনি ওডিশার পুরী সৈকতে অবস্থিত বিশ্বের বৃহত্তম বালির দুর্গ তৈরির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিলেন।
১০।(খ) ২২ শে জানুয়ারি
গুরুত্বপূর্ণ নোট: চন্দ্র নববর্ষ (চীনা নববর্ষ নামেও পরিচিত) এই বছর 22 জানুয়ারী, 2023 রবিবারে অনুষ্ঠিত হয়েছে।চাঁদের তারিখে (পূর্ব এশিয়ায়) শুরু হয়, যা সবসময় ডিসেম্বরের শেষের দিকে হয়। এর মানে হল যে চন্দ্র নববর্ষের প্রথম দিন 21 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে যেকোনো সময় ঘটতে পারে। 2023 সালে, এই নতুন চাঁদটি চীনে 22 জানুয়ারী রবিবারে ঘটে, যা একটি নতুন চান্দ্র বছরের সূচনা করে।২০২৩ সালের লুনার নিউ ইয়ারের চিনা জোডিয়াক চিহ্ন বা রাশি চক্র চিহ্ন হল খরগোশ।
আগের ও পরের বাংলা কারেন্ট আফেয়ার্স দেখুন | |
---|---|
আগের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন | পরের দিনের কারেন্ট আফেয়ার্স দেখুন |
বাংলা কারেন্ট আফেয়ার্স পিডিএফ (pdf) | |
---|---|
Weekly Bengali Current Affairs ||সাপ্তাহিক বাংলা কারেন্ট আফেয়ার্স | Monthly Bengali Currrent affairs || মাসিক বাংলা কারেন্ট আফেয়ার্স |